পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

B R ভারতে বিলাতী সভ্যতা । হুইয়াছে মাত্র-তাহাও কম লাভ নহে। বৰ্ণভেদে আমাদের কতকটা উপকার হইয়াছে, সত্য ; কিন্তু অনুপকার হইয়াছে অনেক। বৰ্ণভেদ হিন্দু সমাজকে বঁাচাইয়া রাখিয়াছে, কিন্তু উন্নতির পথ বন্ধ করিয়া। এক্ষণে, বৰ্ণভেদের আঁটাআঁটি কিছু কমিয়াছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে অখাদ্য ভক্ষণ সম্বন্ধেও নিয়মরক্ষা করিতে বিরত হইয়াছেন । ব্রিটিসরাজ্যে সতীদাহ বন্ধ হইয়াছে। স্বৰ্গীয় বিদ্যাসাগরের উদ্যমে বিধবা বিবাহ প্ৰচলিত হইয়াছে। বহুবিবাহ এবং বাল্যবিবাহ প্ৰথাগুলি যে মন্দ তাহা আমরা ক্ৰমে বুঝিতে পারিতেছি। স্ত্রীশিক্ষার বিস্তার হইতেছে। ইংরাজ সমাজের ংযোগে হিন্দুসমাজের এই প্রকার অনেক উপকার হইতেছে। অনুপকারও হইয়াছে, অন্ধানুকরণ দোয্যে ; যথা, সুরাপানের প্ৰাদুৰ্ভাব। ইংরাজি শিক্ষিত যুবকেরা বুঝি মনে করিলেন, ইংরাজেরা পান করেন, হয়ত পানেই তঁহাদের বীৰ্য্য। DDDBDB sDD BBtBBBDueS S DDLDD tLBE DBS কমই খাইয়া থাকে। এক্ষণে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে যেরূপ খাটনি বাড়িয়াছে তা হাতে তাহদের পক্ষে পূর্বাপেক্ষা অধিক পরিমাণে মৎস্যমাংস ভক্ষণ বিধেয়। ইহা সৰ্ববাদি সম্মত নহে। উদ্ভিদে যথেষ্ট পুষ্টিকর পদার্থ আছে, এবং মাংসে শরীরের হানি হয়, অনেকের এইরূপ মত । সে যাহা হউক, অপরিমিত মাংসভোজনে যে নানা পীড়া জন্মে LDDDLBD BBD S DDD S S SBBDS DBBB DBDD YBDD দূষণীয়, বিশেষত ভারতবর্ষের ন্যায় উষ্ণ প্রধান দেশে। ইউরোপীয়েরাও যাহারা বহুকাল হইতে মাংসভোজী, ক্রমে