পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যিজ্ঞান শিক্ষা । §st রাজ্য চারিদিকে বিস্তুত হইতেছে। ভাষা, ইতিহাস, প্রভৃতি পাঠ্য বিষয়ে ও বৈজ্ঞানিক প্রথা প্ৰচলিত হইতেছে। বস্তুতঃ বিজ্ঞানশিক্ষার আবশাকত। আজকাল এরূপ সৰ্ব্ববাদিসম্মত হইয়াছে যে, তদ্বিযয়ে অধিক কিছু বলা, সময় নষ্ট করা মাত্র । কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আজকাল বিজ্ঞানশিক্ষার যাহাতে বিস্তার হয়, তাহার চেষ্টা দেখা যাইতেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রেরা অধিক বয়স্ক ; এবং তঁহাদের পঠিতব্য পুস্তক ইংরাজি। বিজ্ঞানের সম্যক চৰ্চার জন্য তরুণ বয়সেই উহার শিক্ষা দেওয়া আবশ্যক । এরূপ শিক্ষা মাতৃउाषाप्छशे ऐख्भद्र ८° उद । ऊाश छाफु1, छाङद्रखि ५१६ মাইনর পরীক্ষার্থী ছাত্রেরা বাঙ্গালা পুস্তকের উপর প্রায় সম্পূর্ণরূপে নির্ভর করিয়া থাকে। অতএব বিজ্ঞান বিষয়ক বাঙ্গালা পুস্তকের প্রয়োজন। ইহা নূতন কথা নহে; অনেক দিন পূৰ্ব্বে এই প্রয়োজনীয়তা স্বীকৃত হইয়াছে, এবং কতকগুলি বিজ্ঞান-বিষয়ক পুস্তক ও বাঙ্গালী বিদ্যালয়ে চলিতেছে। যতগুলি অমরা দেখিয়াছি, সমস্তই ইংরাজি বই হইতে অনুবাদিত বা সঙ্কলিত। কিন্তু অনুবাদ বা সঙ্কলন যে সহজ কাব্য নহে, তাহা যিনি বিজ্ঞানবিষয়ে বাঙ্গালায় লিখিতে চেষ্টা করিয়াছেন, তিনি বিলক্ষণরূপে জানেন । অতএব যাহারা যত্ন এবং কষ্ট করিয়া প্ৰথমে এই দুরূহ কাৰ্য্যে অগ্রসর হইয়াছেন, বাঙ্গালা-বিজ্ঞান-ভাষী গাড়িতে চেষ্টা করিয়াছেন, YDDDB uB DDDB DBBLLB Kg দিন দিন বিজ্ঞানের উন্নতি হইতেছে, নূতন নূতন সত্য LDDB DBBBDBSBDD BDB YDB DBDBBDDDJD SS YBDS