లసి বিবিধ প্রবৃদ্ধ । , থি, বাসবদত্তার রূপবর্ণন সম্বন্ধে কেঁপ শাস্ত নিৰ্ম্মল রসিকতাপূর্ণ বাক্যাবলী নিঃস্থত হইয়াছিল, সেরূপ নহে ; এ কথা গুলি তীব্র লালসায় পরিপূর্ণ। এবারে আর সমুদয় দেহঘষ্টির প্রতি সামান্য দৃষ্টি নয়—এবার, শরীরের প্রতি পর্কে পর্বে চক্ষুর বিলম্বিত অবস্থান— , - -- কৃচ্ছ,স্থিরুযুগং ব্যতীত্য সুচিরং ভ্রান্তু নিতম্বস্থলে, মধ্যেইস্তান্ত্রিবলতরঙ্গবিষমে নিম্পন্দতামাগত। । মদৃষ্টিস্কৃষিতেব সম্প্রতি শনৈবারুহ তুঙ্গেীস্তনেী, সাকাজং মুহরীক্ষতে জললবপ্রসানিনী লোচনে । আমার দৃষ্টি ইহার উরুযুগ কষ্টে অতিক্রম করিয়া নিতম্বস্থলে অনেক ক্ষণ ভ্রমণপূৰ্ব্বক ত্রিবলীতরঙ্গে বিষমতা প্রাপ্ত মধ্যদেশে একবারে স্পন্দহীন হইয়া পড়িয়াছিল—সম্প্রতি উন্নত পয়েধিরে আরোহণপূর্বক তৃষিতের স্তায় সাকাজক্ষ ভাবে জলকণস্রাবিলোচনদ্বয়কে নিরীক্ষণ করিতেছে। চিত্রকলকে সাগরিকার ছবিটি কেমন ভাবে অঙ্কিত হইয়াছিল ? রাজা যখন আসনে উপবিষ্ট হইয়া পুজা গ্রহণ করিতেছিলেন—সাগরিক তাহাকে সেই সময়েই দেখে, অতএব তাহাকে ক্ষত্রিয়জনোচিত গরুড়াসনোপবিষ্টরূপেই অঙ্কিত করিয়াছিল। যদি রাজার ছবির সেই ভাব হয়, তাহা হইলে রতিব্যপদেশে অঙ্কিত সাগরিকার চিত্রওঁ ঐ চিত্রের বাম দিকে স্ত্রীজনোচিতপদ্মাসনোপবিষ্ট ভাবেই অঙ্কিত হইয়া থাকিবে। এই জন্য উরুযুগই প্রথম দ্রষ্টব্য হইয়াছে। এ দিকে সাগরিক এবং স্বসঙ্গতা চিত্রফলকটা সংগ্ৰহ করিবার উদেশে কদলীগৃহের নিকটে আসিল এবং রাজা ও বসন্তকের কথেপেকথন শুনিয়া জানিতে পারিল যে, শারিকার মুখে ব্যক্ত হইয়া সকল কথাই রাজার কর্ণগোচর হইয়া গিয়াছে—এবং চিত্রফলকটাও রাজার হাতে পড়িয়াছে। উভয়ে অন্তরালে থাকিয়ী রাজার কথাগুলি শুনিতে লাগিল। যখন রাজ উল্লিখিতরূপে সাগরিকার রূপের বর্ণন করিলেন, তখন মু, সঙ্গষ্ট"সাগরিককে বলিলেন, “সধি ! শুনা ত!” সাগরিক উত্তম ।
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১১০
অবয়ব