বিষয়বস্তুতে চলুন

পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক | '\లND তস্যাজ্ঞাং শিরসি নিষ্কায় শেষভূতাং মোক্ষেইহং ব্যসনগতঞ্চ চারুদত্তং ॥ আমি সেই দুষ্ট নরপতি পালককে বধ করিয়া এবং তাঙ্গর রাজ্যে আৰ্য্যকের অভিষেক করিয়া তাহার শেষ আজ্ঞা শিরোধারণ পূৰ্ব্বক বিপন্ন চুরুিদত্তকে মুক্ত করিব। কিন্তু বিপন্ন চারুদত্তকে মুক্ত করিবার জন্যও তাহার সমীপস্থ হইতে শৰ্ব্বিলকের মনে ভয় হইতেছে। তিনি বলিলেন— তৎক্লতমহাপাতকঃ কথমিবৈনমুপসপয়ামি অথবা, সৰ্ব্বত্রার্জবং শোভতে । ইহঁর বাটীতে ម្នី করিয়া আমি মহাপাতক করিয়াছি। কেমন করিয়া নিকটে যাইব । অথবা সৰ্ব্বত্র সরলতাই শোভনীয়। _ ( १ ) মৃচ্ছকটিক রচয়িতা তাহার নাটকের গোণপাত্র শৰ্ব্বিলকের বীর্য্যশালিত, ক্ষিপ্রকারিত, সহৃদয়তা প্রভৃতি অত্যুচ্চ গুণাবলী প্রদর্শন ੋਡ তিনি রাজস-প্রকৃতিক, অতএব নিজ ইচ্ছাবৃত্তির একান্ত অধীন, এবং পরিশেযে সত্ত্বগুণ প্রধান চারুদত্ত্বের সমীপে লজ্জান্বিত । ইহা দেখাইয়া সত্ত্বগুণেরই যে সম্যক প্রাধান্ত, তাহ প্রদর্শন করিয়াছেন। কিন্তু শুদ্ধ তাহাই নহে। মৃচ্ছকটিকের রচয়িত। যে সাত্ত্বিক শৌর্য্যগুণেরই বিশেষ পক্ষপাতী, তাহাও চারুদত্তের চরিত্র সংঘটন প্রণালীতে দেখাইয়াছেন । চারুদত্তও বীরপুরুষ। তবে তাহার বীরতা বলবিক্রম প্রকাশে অথবা সুহৃদের কারামোচনে কিম্বা রাষ্ট্রবিপ্লব সংঘটনে পর্য্যবসিত হয় না। র্তাহার শৌর্য্য কিরূপ, এবং আর্য হিন্দুর শৌর্য্য কিরূপ হওয়া উচিত, তাহ দেখাইবার নিমিত্ত নাটক হইতে কয়েকটা স্থল উদ্ধৃত করা যাইতেছে। (১) রাজার শালিক অতি দুষ্ট এবং গৰ্ব্বিত এবং রাজার একাত্ত প্রিয়পাত্র। য়ে চারুদস্তুকে বোন অকাৰ্য্য করিবার নিমিত্ত আদেশ