বিষয়বস্তুতে চলুন

পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 বিবিধ প্রবন্ধ । বৎসলভাব পর্যন্তও দেখিতে পাওয়া যায় ; অপর চিত্রে ময়ূরের আসন, ময়ুরট এবং সোণার বালা হাতে টুকটুকে গোলগাল হাত দুটা মাত্র দৃষ্ট হয়। রাম বলিতে লাগিলেন হন্ত তির্যাঞ্চোইপি পরিচয় মনুরুধ্যন্তে । কতিপয়কুনুমোদগমঃ কদম্বঃ প্রিয়তময়া পরিবদ্ধিতো য আসীৎ I স্মরতি গিরিময়ূর এষ দেব্যাঃ , স্বজন ইবাত্র যতঃ প্রয়োটতি fi ছায় ! তিৰ্য্যকৃ সুতরাও পরিচয়ের অনুরোধ রাখে। এক্ষণে যাহার কতিপয় পুম্পোদগম হইয়াছে, সেই কদম্ব তরু যে প্রিয়তমা কর্তৃক পরিবদ্ধিত হইয়াছিল, এই গিরিময়ুর তাহা স্মরণ করিতেছে, যেহেতু আত্মীয়ের দ্যায় এই কদম্ব বৃক্ষে এ প্রমোদ লাভ করিতেছে। পাঠক দেখুন যে, প্রোজ্জলা চঞ্চন্দ্রপা সীতামূৰ্ত্তি রামের হৃদয়পটে প্রতিফলিত হইয়া উঠিয়াছিল, সেট যেন কিঞ্চিৎ দূরগত হইয়াছে ; এখন সীতাকে তুমি না বলিয়া প্রিয়তমা অথবা দেবী বলিয় উদ্দেশে নির্দেশ করা হইতেছে, এবং যে ময়ুর পূর্বপরিচয়ের অনুরোধে সীতা পরিবদ্ধিত কদম্ববৃক্ষে বসিয়া আছে, তাছার তাদৃশ আচরণ দর্শনে রামের যেন শোকেরই উদ্রেক হইতেছে। বনদেবী বলিলেন— অত্র তাবদাসন পরিগ্রহং করোতু দেবঃ । এতত্ত, দেব কদলীবনমধ্যবৰ্ত্তি কাস্তাসখস্য শয়নীয়শিলাতলং তে । অত্রস্থিতা তৃণমদাদ্বহুশো যদেভ্যঃ সীতা ততো হরিণকৈনবিমুচ্যতে স্ম । এই খালে আপনি আসন পরিগ্রহ করুন ।