পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

809 বিভূতি-রচনাবলী শিষ্য নিজের সংযম পবিত্রতা ও তপস্তার দ্বারাই মুক্তিলাভ করে, এ জন্তে চাই তার নিজের দৃঢ় ইচ্ছা ও অধ্যবসায়। আমি তোমাকে শুধু পথ দেখিয়ে দিতে পারি। বাকীটুকু করতে হবে তোমার নিজের উদ্যমে ও সত্যসঙ্কল্পে। এখন কী তোমার অভিরুচি ? জীবনের দুঃখের লবণজলধি পার হতে চাও, না পথভ্রান্ত নাবিকের মত ঘুরে বেড়াবে জন্ম-জন্মান্তর ধীরে ? নন্দ মাথা নীচু করে বললেন, ভস্তে, আমি অত্যন্ত দুৰ্ব্বলচেতা । আমি বিনয় প্রতিপালন করতে পারছি না। আমাকে আদেশ করুন, আমি গৃহে ফিরে যাই। আমি আপনার মেহের ও কৃপার অযোগ্য । ভগবান বুদ্ধদেব তৎক্ষণাৎ উঠে দাড়িয়ে স্নেহভাজন কনিষ্ঠ ভ্রাতার হস্তধারণ করে বললেন, চল, এস আমার সঙ্গে । অবাক হয়ে গেলেন নন্দ । দাদা তাকে নিয়ে নক্ষত্ৰবেগে উড়ে চলেছেন নীল শূন্য পথ বেয়ে । পদতলে গোট পৃথিবী লুপ্ত হয়ে গেল। উভয়ে এক অপূৰ্ব্ব স্বন্দর মহাদেশে উপস্থিত হলেন । দিকে দিকে সে দেশের সৌন্দর্ঘ্যের মোহন লীলা ; বিদ্যুতের, জ্যোৎস্নার, রমণীয় পুষ্পরাজির ও সংগীতের সমাবেশে যেন গোটা মহাদেশ স্বপ্নময় । বিক্রমবেদী ও হর্ম্যস্থলী স্থানে স্থানে যেন উপবন মধ্যে বিরাজমান। এমন সময়ে চারুহাসিনী লজ্জাবতী ঈষৎহাস্যময়ী বহু দিব্যনারীকে পরস্পর হাত-ধরাধরি করে অদূরে আবিভূত হতে দেখে নন্দ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলেন। রূপের জ্যোতিতে ভরিয়ে তুলেছে ওরা দশ দিক। তারপর জ্যেষ্ঠের দিকে চেয়ে ভয়ে ও বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, ভস্তে, এ কোন দেশ ? এই দেবীরাই বা কারা ? বুদ্ধদেব বললেন, এ দেশ ত্রয়ন্ত্রিংশ স্বর্গ। এরা এ দেশের অঙ্গরী । কামজয়ী পুরুষ ভিন্ন এর অন্য কারও দৃষ্টিগোচর হয় না। আচ্ছা নন্দ, বল দেখি এরা শাক্যানী জনপদকল্যাণী অপেক্ষ অধিক স্বন্দরী, ন শাক্যানী জনপদকল্যাণী এদের অপেক্ষা সুন্দরী ? মুগ্ধ নন্দ উত্তর দিলেন, ভস্তে, এদের সঙ্গে তার কোন সাদৃশুই নেই, তুলনা করা সম্ভব নয় । —তবুও ? —ভস্তে, এদের তুলনায় শাক্যানী জনপদকল্যাণী নাসিকাকর্ণহীন মৰ্কটর ন্যায়। —বেশ, শোন নন্দ, যদি তুমি মনোযোগসহকারে ব্রহ্মচৰ্য্য পালন কর, তবে আমি এই সমস্ত অঙ্গরী তোমাকে লাভ করিয়ে দেব—প্রতিশ্রুতি দিলাম। এখন চল, জেতবনবিহারে ফিরে নিষ্ঠার সঙ্গে বিনয় ও ব্রহ্মচৰ্য্য অভ্যাস করবে। কেমন তো ? রাজী ? নন্দ কেমন যেন হয়ে গিয়েছেন। অদূরে ওই কি কুলাচল পৰ্ব্বত ? এই কি স্বৰ্গ ? আশ্চৰ্য্য দেশ ! ওখানে কি হেমন্ত ও শিশির ঋতুর চার অষ্টকাতে ভগবান শক্র এই অপরূপ রূপসী দেবকস্তাদের সঙ্গে বিহার করেন ? মরি, মরি, এই পিঙ্গলবর্ণনীবীশোভিত, চঞ্চলচরণ, হাস্যমন্ত্রী দেবীগণের অপাঙ্গে যেন শাণিত তাঁর। এদের চরণকমল নূপুরের রিনিঝিনিতে