পাতা:বিভূতি রচনাবলী (চতুর্থ খণ্ড).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮8 বিভূতি-রচনাবলী —তার মানে ? | —তার মানে আপনার মুণ্ড । —কথার কি যে ছিরি ! —হবে না ছিরি ? আপনার কথার ছিরিই বা কি এমন ? —বল না কোথায় বিয়ে হচ্চে ? —দ্যাথ, দীপ্তি, চালাকি যদি করবি–বল, কথার উত্তর দে– দীপ্তি আঁচল নাড়তে নাড়তে বল্লে—আহ, যেন জানেন না আর কি ! আমি বিস্ময়ের সুরে বললাম—সেখানে নাকি ? সে-ই ? -छ्रे ! —ভালো। খুশী হোলাম । —খুশী কিসের ? —আবার চালাকি করবি দীপা ! হেসনি খুশী তুই ? — ওরকম বল্পে আমি মরবে। আপিং খেয়ে । সত্যি বলচি । --আচ্ছা যা, আর কিছু বলবে না। এখন একটু চা করে থাওয়াবি, না এমনি চলে যাবো ? —খাওয়াচ্ছি, ওমা! ঘোড়ায় জিন দিয়ে যে ! এমন তো কখনো দেখিনি— —দেখিসনি, দেখলি । নিয়ে আয় চ | —খাবেন কিছু ? —তোর খুশী। একটু পরে চা ও খাবার হাতে দীপ্তি এসে ঢুকে বল্লে—সোমবারে কিন্তু আসতে হবে। আপনাকে থাকতে বলতাম এখানে, কিন্তু বলবো না। বাড়িতে বডড ভিড় । আপনার কষ্ট হবে । সোমবার আসবেন অবিশুি অবিশুি —আচ্ছা |— —কথা দিলেন ? —নিশ্চয় । বরযাত্র না কনেযাত্র ? —দুই-ই । আপনাদের গায়ের যখন বর, তখন বরযাত্র তো হোতেই হবে। —কনেযাত্র কার অনুরোধে ? —আমার । —আচ্ছা আসি— —ঠিক আসবেন পরশু ? —ঠিক । --ठेिक ? -ठिक । দীপ্তি থাম ধরে দাড়িয়ে রইল, যখন আমি চলে এসে রাস্তার ওপর উঠেচি । যার সঙ্গে দীপ্তির বিবাহ, সে আমাদের গ্রামেরই ছেলে বটে কিন্তু তারা পশ্চিমপ্রবাসী । দেশের বাড়িতে জ্ঞাতি-ভাইরা থাকে। এই বিবাহ উপলক্ষে বহুকাল পরে ওরা সবাই দেশে এসেচে, বিয়ের পরই আবার চলে যাবে। গ্রামে আমিও গেলাম অনেকদিন পরে, আমিও গ্রাম ছেড়েছি দশ-পনরো বৎসর। গ্রামে যেতেই ওদের দল এসে আমার বরযাত্রী হওয়ার নিমন্ত্রণ