পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HIN= বিভূতি-রচনাবলী 30 ডাকমোহর ২১শে নভেম্বর, ১৯৪৬ Gopalnagar P. O. Rursrity স্বচরিতাস্থ to আমি ৮১• দিন হোল দেশে ফিরেছি। আপনার চিঠি পেলে খুশী হই। গত শনিবার কলকাতা গিয়েছিলাম। আপনার সঙ্গে দেখা করবার চেষ্টা করেও সময় পেলাম না । আগামী রবিবার বেলা ৪টার সময়ে আপনি শ্ৰীঅমিয় চক্রবর্তীর বাড়ীতে আস্থন না কেন । আমি ওখানে বনভ্রমণ সম্বন্ধে গল্প করবে। অমিয়বাৰু শুনতে কৌতুহলী । তিনিই বিশেষ অনুরোধ করেছেন ঐদিন ওখানে ওই সম্বন্ধে কিছু বলতে । রবিবার বেলা ৩টায় সময় আমার ট্রেন কলকাতায় পৌছবে। আমি কামুমামার সঙ্গে দেখা করে ওখানে সোজা চলে যাবো । ‘বুড়ো হাজরা কথা কয়’ গল্পটা আপনার ভালো লেগেছে শুনে আনন্দ পেলাম। আপনার কি কোনো গল্প ওতে আছে ? বইখানা হস্তগত হয়নি এখনো ৷ ' আপনি জন্মদিনে টেলিগ্রাম করেছিলেন সেজন্য ধন্যবাদ। কিন্তু সে সংবাদ আপনার চিঠিতেই জানলুম। এমন কোনো টেলিগ্রাম আমার হস্তগত হয়নি। আজকাল ডাক বিভাগের অস্তুত কাগুকারখানার কথা আপনার অবিদিত নেই। গত বিজয় দশমীর দিন কলকাতা থেকে এক ভদ্রলোক চিঠি লিখেছিলেন, সে চিঠি আমি পেয়েছি আজ তিন দিন আগে। কোথায় ঘোরাঘুরি করতে হয়নি চিঠিখানাকে। কলকাতা থেকে গোপালনগর ডাকঘরে পৌছতেই দেড় মাস । কল্যাণী ভাল আছে । আপনার মা ও লাবাকে আমার নমস্কার জানাবেন । আশাকরি ওঁরা ভাল আছেন। অfপনি প্রীতি ও শুভেচ্চ গ্রহণ করুন । ইতি— ঐবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় > 8 বারাকপুর ¢═ ═8ግ শ্রদ্ধাস্পদেষু, আপনার পত্র এখানে এসে পড়ে ছিল। কেউ ছিল না। আমি কল্যাণী ও উমাকে এখান থেকে নিয়ে কলকাতার কাছে বারাকপুরে আমার শ্বশুরবাড়ী রেখে বোনাইগড় স্টেটের অরণ্য অঞ্চলে ভ্রমণে গিয়েছিলুম। ৭৮ দিন ঘন বনের মধ্যে ডাকবাংলোতে বাস করেছি। কত যে পানীর ডাক পাহাড়ের বনে বনে, বেশীর ভাগই অজানা পানী। ও দেশের পানীর স্বর আমি छिंत्रिएन, ८कबल क्लिमलांश दनभिी जांद्र थानर्थ भांकैब्र छांक । बांझ कि घन बम । छांब्रिक्रिक