পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e বিভূতি-রচনাবলী এমন সময়ে দেখা গেল। লাঠি হাতে একটি জনতা বাগদিপাড়া থেকে বেরিয়ে মাঠের আলে অ্যালে ক্রমশ এদিকে এগিয়ে আলচে । ঘেণ্ডয়ান রাজারাম বললেন-মায়েব, ওয়া ঘিরে ফেলবার মতলব করছে। চলুন আৱণ্ড এগিয়ে ডেভিড বললেন-তুমি ফিরে যাও, এদের ঘরে আগুন দিতি হবে, লোকজন নিয়ে এসো। রসিক মল্লিক লাঠিয়াল বললোঁ-কিছু লাগবে না। সায়েব। মুই এগিয়ে যাই, ধাতৃষ্ঠান vo বডসাহেব বললে-You stay, আমি আর ছোটসায়েব যাইবেন। সড়কি আনিয়াছ ? --না সায়েব, সঙুকি লাগবে না। মোর লাঠির সামনে একশো লোক দাঁড়াতে পারবে না। আপনি হঠে আসুন। BBBB BDD DBDCK BB S BB DDDS LLLS DD SDDLEzS DE ছুটিয়েছেন। বড়সাহেব চেচিয়ে বললেন- রসিক তোমার সহিট যাইবে ডেওয়ান কিছুক্ষণ পরে খুব একটা চীৎকার ও আৰ্ত্তনাদ শোনা গেল। বাগদি পাভার ছোট ছেলেমেয়ে ও কি-বৌয়ের প্রাণপণে চেঁচাচ্চে ও এদিক ওদিক দৌড়চ্চে। সত্তর বৎসরের বৃদ্ধ রামধন বাগদি রান্তার ধারের একটা কাঠের গুডির ওপর বসে তামাক খাচ্ছিল, তার মাথায় লাঠির বাড়ি পড়তেই চীৎকার করে মাটিতে পড়ে গেল, তার স্ত্রী চেচিয়ে কেঁদে উঠলো, লোকজন ছুটে এলি, হৈ চৈ আরম্ভ হোলো! কিছুক্ষণ পরে দেখা গেল। যাগ দিপাড়ায় আগুন লেগেচে । লোকজন ছুটোছুটি করতে লাগলো। লাঠি-হাতে জনতা ছত্রভঙ্গ হয়ে দৌড় দিলি-নিজের নিজের বাড়ী অগ্নিকাণ্ডেৰ হাত LLDB KLL S LBLB ELLD DmtBB KBB DBKLYLEB BELY LLLL আসতে দেখে জনতা আগেই পলায়নপর হয়েছিল, কারণ বড়সায়েবকে সবাই যমের মত ভয় করে। ছোটসায়েব যতই বদমাইশ হোক, অত্যাচারী হোক, বড়সায়েব শিপটন হোলো আসল কুটবুদ্ধি শয়তান। কাজ উদ্ভারের জন্তু সে সব করতে পারে। জমি বেদখল, জাল, ঘর জালানি, মানুষ-খুন কিছুই তাঁর আটকায় না। তবে বড়লায়েবের মাথা হঠাৎ গরম হয় না। ছোটলায়েবের মত সে কাণ্ডঞ্জানহীন নয়, হঠাৎ যা তা করে না । কিন্তু একবার যদি সে বুঝতে পারে যে এই পথে না গেলে কাজ উদ্ধার হবে না, সে পথ সে ধরবেই। কোনো হীন কাজই তখন তায় আটকাবে না। আগুন তথুনি লোকজন এসে নিভিয়ে ফেললে। আগুন দেওয়ার আসল উদ্দেশ্য ছিল জনতাকে ছত্রভঙ্গ করা, সে উদ্দেশ্য সফল হোলো। রসিক মল্লিককে সকলে বড় টায় করে, সে জাতিতে নমঃপূত্ৰ, দুৰ্দ্ধৰ্ব লাঠিয়াল ও সড়কি-চালিয়ে। আজ বছর আট-দর্শ আগে ও নিজের এক ছেলেঞ্চে শিয়াল ভেবে মেরে ফেলেছিল সড়কির খোচায়। সেটা ছিল পাকা কঁাটালের সময়। ওদের গ্রামের নাম নূরপুর, মহম্মদপুর পরগণার অধীনে। ঘরের মধ্যে পাকা কঁাটাল ছিল দ্বারামার বেড়ায় গারে ঠেস দেওয়ানো। ন বছরের ছোট ছেলে সন্দেবোলা ঘরোয় বেড়ার