পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रिड-कानांवनी star favy cocco (C-What wages do you get here সে-ই সায়েবের শেষ কথা। তারপর ওর খুব কষ্টকর নাটিশ্বাস উঠলো এবং অনেকক্ষণ ধরে চললো। দেখে গয়া স্নাড় কান্নাকাটি করতে লাগলো। সায়েবের বিছানা ঘিরে শ্ৰীৰামমুচি, দেওয়ান হরকালী, প্ৰসাদ আমীন, নরহরি পেশকার, নকয় মুচি, সবাই দ্বাড়িয়ে। দেওয়ান হৱকালী বললে-এ কষ্ট আর দেখা যায় না-কি বে করা যায় । কিন্তু শিপটিন সায়েবের কষ্ট হয় নি। কেউ জানতো না সে তখন বহু দূরে স্বদেশের ওয়েস্টমোরল্যাণ্ডের অ্যান্ডসি গ্রামের ওপরকার পাৰ্ব্বত্যপথ রাইনোজ পাস দিয়ে ওকু আর এলম গাছের ছায়ার ছায়ায় তার দশ বছর বয়সের ছোট ভাইয়ের সঙ্গে চলেছিল খরগোশ শিকার করতে, কখনো বা পাৰ্বত্য হ্রদ এলটারওয়াটায়ের বিশাল বুকে নৌকোয় চড়ে বেডাচ্ছিল, সঙ্গে ছিল তাদের গ্রেট ভেন কুকুরটা কিংবা কখনো মন্ত বড় পাইক আর কার্প মাছ বঁাশতে গোখে ডাঙায় তুলত্তে ব্যন্ত ছিল---আর সব সময়েই ওর কানে ভেসে আসছিল তাদের গ্রামের ছোট গির্জািটর ঘণ্টাধ্বনি, বহুদূর থেকে তুষার-শীতল হাওয়ার পাতা ঝয়া বীচ, গাছের আন্দোলিত শাখা-প্ৰশাখার মধ্যে দিয়ে দিয়ে--- তিলু ভুমুরের ডালনার সবটা স্বামীর পাতে দিয়ে বললে -খান আপনি । ভিজে গামছা গায়ে ভবানী খেতে খেতে বললেন-উহু উহু, কর কি ? -খান না, আপনি ভালোবাসেন । -frces --খেয়ে কোথায় বেরিয়েচে খেলতে । ও নিলু, মাছ নিয়ে আয়। খয়রা ভাজা খবেন আগে, ন চিংড়ি মাছ ? -३ध cक क्लि --দেবে। আবার কে ? রাজারা সোনা কোথায় পায় ? নিমাই জেলে আর ভীম দিয়ে গেল। দু’পয়সার মাছ । আজকাল আবার কড়ি চলচে না হাটে। বলে, তামার Pr: gres -কালে কালে কত কি হচ্চে। আরও কত কি হবে। একটা কথা শুনচো ? -कि এই সময় নিলু খয়রা মাছ ভাজা পাতে দিয়ে দাড়ালো কাছে। ভবানী তাকে বসিয়ে গল্পটা শোনালেন। তাদের দেশে রেল লাইন বসচে, চুয়োডাঙা পৰ্য্যন্ত লাইন পাতা হয়ে হয়ে গিয়েচ। কলের গাড়ী এই বছর যাবে কিংবা সামনের বছর। তিলু ‘অবাক হয়ে যাউটি শোভিত হাত দুটি মুখে তুলে একমনে গল্প শুনছিল, এমন সময় রান্নাঘরের ভেতর থেকে ঝন ঝন করে বাসনপত্ৰ যেন দ্বানচ্যুত হবার শব্দ হোলো। নিলু খয়রা মাছের পাত্রটা নামিয়ে রেখে হাত মুঠো করে চিবুকে দিয়ে গল্প শুনছিল, অমনি পাত্র তুলে নিয়ে দৌড় দিলে স্নান্নাঘরের দিকে। ঘয়ের মধ্যে দিয়ে তাকে বলতে শোনা গেলা-যাঃ যাঁ, বেরো আপদ