পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 विकृडि-ब्रध्नांदगी কি-বিয়ে পৈতেন্তে,শক্তিপুরী শাড়ী পরে সে ফুলের সাজি আয় তেলহলুদের কাসার বাটি নিয়ে DzL DB KK DBBCSLBrED DB E BEB BBK LBLB BBBB LLLLLS LBL0 আগে-“আরও কত কি, কত কি মনে আসে-মনের খুশিতে সে টুপ টুপ করে ডুব দেয়, একবার ভুৱ দিয়ে উঠে সে যেন সামনের চরের প্রান্তে উদার আকাশের কোণে দেখতে পেলে তার মায়ের হাসিমুখ, আর একবার দেখলে বিয়ের ফুলশয্যার রাতে ছোবা খেলা করতে করতে উনি আড় চোখে তার দিকে চেয়েছিলেন, সেই সলজ্জা, সসাঙ্কোচ হাসি-মুখখানা।••• জীবনে শুধু সুখ ! শুধু আনন্দ। শুধু খাওয়া-দাওয়া, জলকেলি, হাসিখুশি, কদমকেলি, ভাস নিয়ে বিন্তি খেলার ঘুম ! হি হি হি-কি মজা! —ইংরে, ওকি ও বিরাজদিদি, অবেলায় তুই জলে ডুব দিচ্ছিল কি মনে করে ? অবাক হয়ে হিমি বললে কথাটা । নিলুৰললে-তাই তো, স্থাখ বড়দি, কাও। হারে চুল ভিজুলি যে, ওই চুলিডার ব্লাশ শুকুবে ? কি আকেল তোৱ ? বিরাজের গ্রাহ নেই ওদের কথার দিকে। সে নিজের ভাবে নিজে বিভোল্প, বললেএই। একটা গান গাইবো শুনিবি ? waqg a vs iffri itfi g riferহিমি বললে-ওরে চুপ, কে যেন আসচে-ভারিকি দলের কেউনিস্তারিণী শুল দিয়ে দাত মাজতে মাজতে ঘাটের ওপর এসে হাজির হোলো । সবাই এক সঙ্গে তাকে দেখলে ভাকিয়ে, কিন্তু কেউ কথা বললে না। এ গায়ের কি-বৌদের অনেকেই ওয় সঙ্গে কথা বলে না, ওয়া সম্বন্ধে নানারকম কথা রটনা আছে পাড়ায় পাড়ায়। কেউ কিছু দেখে নি, বলতে পারে না, তবুও ওর পাড়ায় রান্ত দিয়ে একা একা বেরুনো, যার তার সঙ্গে (মেয়ে-মানুষদের মধ্যে) কথা বল-এ সব নিয়ে ঘরে ঘরে কথা হয়েচে । এই সব জঙ্গেই কেউ ওর সঙ্গে হঠাৎ কথা বলতে চায় না। সাহস করে, পাছে ওয়া সঙ্গে কথা কইলে কেউ খারাপ বলে । তিলু ও নিলুর সাতখুন মাপ এ গায়ে। তিলুকোনো কিছু মেনে চলার মত মেয়েও নয়, সবাই জানে। কিন্তু মজাও এই-ভাৱ বা তাদের ক” বোনের নামে কখনো এ গায়ে কিছু রাটে নি। কেন তার কারণ বলা শক্ত। তিলু মমতা ভরা চোখের দৃষ্টি নিস্তারিণীর দিকে তুলে বললে-অয় ভাই আয় । এষ্ঠ অবেলা ? নিস্তারিণী ঘাটভিয়া বৌ-ঝিদের দিকে একবার তাচ্ছিল্য-ভরা চোখে চেয়ে দেখে নিয়ে অনেকটা যেন আপন মনে বললে, তেঁতুল কুটিতে ফুটতে বেগাড়া টের পাইনি। -ওম, আমরাও আজ তেঁতুল কুটছিলাম রে। নিলু আর আমি। আমাদের ওপর ब्रॉथ श्रद्धा भांकि ।ि ーcmg fャマst r c*可野 --আমাদের বাড়ীতে যাসিলি ক'দিন।