পাতা:বিভূতি রচনাবলী (দ্বাদশ খণ্ড).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

हैछामऊँी নিলু বললে-এবার শুইয়ে দিন। আহা ময়ে যাই, সোনামণি আমার-ভাইয়ে দিন, ওৱা লাগঢ়ে। দিদি কিছু বলবে না। আপনার সামনে। খোকাকে শুইয়ে দিয়ে হঠাৎ ভবানীয় মনে ছোল, ঠিক হয়েছে, শিশুর সৌন্দৰ্য্য বুঝাবার পক্ষে তার বাপ-মাকে বাদ দিলে চলবে কেন ? শিশু এবং তার বাপ মা একই স্বর্ণসূত্রে পঁাখা মালা। এরা পরস্পরকে বুঝবে। পরস্পর পরস্পরকে ভালো বলবে-স্বাক্টর বিধান এই। নিজেকে বাদ দিলে চলবে না। এও বেদান্তের সেই অমর বাণী, দশমন্তমসি । তুমিই দশম। নিজেকে বাদ দিয়ে গুণলে চলবে কেন ? তার পরদিন সকালে এল হল পেকে, তার সঙ্গে এলা হলো পেকের অনুচর দুর্ভার্ধ ডাকান্ত আঘোর মুচি। অঘোর মুচিকে তিলুৱা তিন বোনে দেখে খুব খুশি। অঘোর ওদের cy ('zig (b. caer তিলু বললে,-এসো অঘোর দাদা, জেল থেকে কবে এলে ? অঘোর বললে-কাল এ্যালাম দিদিমণিরা । তোমাদের দেখতি এ্যালাম, আর বলি সন্মিসি ঠাকুরকে দেখে একটা পেরুণাম করে আসি । গঙ্গাচানের ফল হবে। কোথায় fefois -তিনি বাড়ী থাকেন। কারো ? ওই বাঁশতলায় খুনি জালিয়ে বসে আছেন স্থাখে। গিয়ে। অঘোর দাদা বোসো, কঁটাল খাবা ? তোমরা দুজনেই বোসে। --খোকনকে দেখবো দিদিমণি । আগে সক্সিসি ঠাকুরকে দ গুবৎ করে আসি । বাঁশতলার আসনে চৈতন্থ ভারতী চুপ ক'রে বসে ছিলেন । ধুনি জালানো ছিল না। হুলা পেকে আর অঘোর মুচি গিয়ে সাষ্টাঙ্গে প্ৰণাম করলে। 不和t* リび*不ーC* ? -1, it হলা পেকে বললে-এ আমার সাকারোদ, অঘোর। গারদ থেকে কাল খালাস পেয়েচে । এই গ্ৰীয়েই বাড়ী । --জেল হয়েছিল কেন ? --আপনার কাচে সুকুবো কেন বাবা। ডাকাতি করেলাম দুজনে। দুজনেরই হাজত হয়েলি । -খুব শক্তি আছে তোমাদের দুজনেরই। ভালো কাজে সেটা লাগালে দোষ কি ? -দোষ কিছু নেই বাবা। হাত নিসপিস করে। থাকতি পারিনে। চৈতন্ত্রভাৱতী বললেন-হাত নিসপিল সঙ্গরুক। যে মনটা তোমাকে বান্ত করে, সেটা সৰ্ব্বদা সৎকাজে লাগিয়ে রাখো । মন আপনিই ভালো হবে। হল পেকে বসে বসে শুনলে। অঘোর মুচির ও সব ভালো লাগিছিল না, সে ভাবছিল তিলু দিদিমণির কাছ থেকে একখানা পাকা কাটাল চেয়ে নিয়ে খেতে হবে। এমন সময় নিলু সেখানে এসে তাকলে-ও সক্সিলি দাদা