পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্ম ও মৃত্যু 8 * > আমি আর চোখ ফেরাতে পাবিনে। হঠাৎ অদৃষ্টপূর্ণ, অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন। অনেকক্ষণ দাডিয়ে বটলুম। হঠাৎ চাকরটার ইশ হ’ল—সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিট তার হাত থেকে কেডে নিয়ে পাশে একটা পিরাস্তুলেটারের মধ্যে রেখে দিলে। খোকার মুখ অন্ধকার হয়ে গেল। সে টলতে টলতে পিরাস্তু লেটারের পাশে গিয়ে দাড়াইল, কিন্তু বড় উচু—তাঁর ছোট হাত দুটি সেখানে পৌছয় না। সে একবার অসহায়ভাবে এদিক ওদিক চাইলে, তারপর খপ করে বসে পড়ল। চাকরটা আয়ার সঙ্গে গল্পে মত্ত । কার্জন-পার্কের বেঞ্চির ওপর গিয়ে বসলুম। স্বৰ্য অন্ত যাচ্চে। গঙ্গার অপর পারে আকাশ রাঙা হয়ে এসেচে । থোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েচে দেখলুম। খোলার ঘরে মেরেটকে আর নির্রো মনে হল না।