পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቅክፉ» डूिलि-बश्नांदणी BrB z EEDBDBB LgB Dl GBSYB BDE BB S খনিতেই গুহায় আগ্ৰহ সৰ্ব্বাপেক্ষা বেশী। BBt BB Dirrr BDLLBLB BBBB BTBL DBB BuLYSS iiuBuBB BBB BBB DB D BBBLLL BDLBLB DB DESS BBBBDiKkBB rB irr HLEE DDD GBuYDBB DrDLL DBLBBB BBLBG LBz LLE DDBLB Y LMDLB DBK EBB DB লাচিয়া বেড়াইতেছে। কর্ণপুর তিরস্কারের সুরে বলেন-ছি বাবা নীলু, দুষ্টুমি ক’রে লাঁ । উঠে এসো।••• আদর করিয়া বালকের নাম রাখিয়াছেন নীলমণি ৷ বালক বর্ষপ-ধৌত হুন্দর মুখখানি উঁচু করিয়া হাসিমূখে দাওয়ায় উঠিয়া আসে। শাসন করিতে কর্ণপুরের মন সরে না, মনে ভাবেন-কোথায় ছিল এর পাত্তা ? সে সন্ধ্যাবেলা যদি উঠিয়ে না। আনতাম, মুখে জলের গণ্ডুষ না দিতাম।--তবে ?--মমতায় উদাহর মন আর্দ্র হইয়া পড়ে। মুখে তিরস্কার করিতে করিতে বালকের সিক্তকেশ মুছইয়া অক্ষবস্তু পরাইয়া পুনরায় পড়াইতে বসেন। আবার অন্যমনস্ক হইলে কোন ফাকে সে বাহির হয়। কর্ণপুর পুখি হইতে মুখ তুলিয়া বাহিরে গিয়া দেখেন সে দুই হাত জোড় করিয়া মুখ উচু করিয়া খড়ের চাল হইতে পতনোমুখ এক বিন্দু জল ধরিবার জন্য ঠায় দাড়াইয়া আছে। হাত ধরিয়া আবার তাহাকে ঘরের মধ্যে টানিয়া আনেন । বালক উত্তমরূপে বুঝে, বাবা তাঁহাকে কখনো মারিবেন না। নিজ পুত্রের শোক কৰ্ণপুর ইহাকে পাইয়া ভুলিয়াছেন। কেবল এক এক দিন নির্জন দ্বিগ্রহরে তাহার মুখের হাসি দূস্বাগতৃ করুণ সঙ্গীতের মত মনে আসে। মনের ইতিহাসে এই বালকের সে অগ্রজ, রৌজভরা দ্বিপ্রহরে সে-ই আসিয়া তাহার দাবী জানায়। কর্ণপুব উঠিয়া গিয়া নিদ্রিত বালকের চুলগুলির মধ্যে আঙ্গুল চালাইয়া দেন। মুখের দিকে চাহিয়া থাকেন। শীঘ্রই কিন্তু বালককে লইয়া তাহার বড় বিপদ হইল। এত বেশী এবং এত বিনাকারণে সে মিথ্যা কথা বলে যে কৰ্ণপুর রীতিমত বিপন্নবোধ করিতে লাগিলেন। নানা রকমে মিথ্যা-কথনের দোষ ও সত্যভাষণের পুরস্কায় সম্বন্ধে বহু গল্প উপদেশ বলিয়াও তাহাকে সংশোধন করিতে পারিলেন না। তঁহার কাছে সে অনেক কথা আজকাল সুকায়-আগে তাহা করিত না। কর্ণপুর ইহাতে মনে মনে কষ্ট পান। তাহা ছাড়া তাহার বিরুদ্ধে নানা অভিযোগ প্রতিবেশীদের নিকট হইতে আসে। এ-গাছের লেবু, ও-গাছের আমি ছিড়িয়া আনিয়াছে, অমুকের ছেলেকেঁ মারিয়াছে। কর্ণপুর বসিয়া বসিয়া ভাকেন, কোন বংশের ছেলে, কি কুলগত স্বভাব্যচরিত্র লইয়া জন্মিায়াছে কে জানে! তোহার অ্যাপন ছেলের বেলায় এগারো বৎসরেও কোন অভিযোগ ঠাহাকে শুনিতে হয় নাই-কিন্তু এ বালক তঁাহাকে ঐ কি মুস্কিলে ফেলিলি ?--ধৰ্ম্মভীরু সরল-স্বভাব কর্ণপুর বালকের এসব ব্যাপারে। মনে মনে বড় ব্যথিত হন। তাহার শুভবিদ্যুৎ কি হইবে ভাবিয়া সময় সময় ভীত হইয়া পড়েন। বালম্বভাবসুলভ চািপলত বলিয়া উড়াইয়া দিতে গিয়াও স্বনে মনে অস্বস্তি বোধ করেন; ভাবেন-উঠন্তু