স্মৃতির রেখা V লেই মামা জুতো মেরেছে বলে কায়া, সেই মক্কামদিনায় যাওয়া বালিশ, সেই “শরৎ, তোমার অঙ্কণ আলোর অঞ্জলি” ! এ সব চলে যাবে জানি। আবার নূতন আসবে জীবনে। আরও কতা-কত আসবে। এও ঠিক, একদিন সব বন্ধ হয়ে যাবে। একদিন স্নিগ্ধ অপরাহে, বাবলা বনের ছায়ায়, ইছামতীর তীরের বনঝোপের বিহঙ্গ তানের মধ্যে, নীরব শান্তির কোলে এ জীবনের দেওয়ানেওয়া সব শেষ হয়ে যাবে। কিন্তু তাতে কি ? মানুষ অনন্তের যাত্রী। তার পথ ঐ দূর ক্ষীণ নক্ষত্রের পাশ কাটিয়ে দূৱ কোন অনন্ত লোকে, অনন্ত কালের পথিক স্বানী সে-তার যাওয়া-আসা কি ফুরাবে হঠাৎ ? আমি এই যাওয়া-আসা স্বপ্নে ভোর হয়ে বড় আনন্দ পাই। আবার যে আসতে হবে তারপর, তাও আমি জানি। হয়ত একবার এসেছিলাম দূর কোন ঐতিহাসিক যুগে-হয়ত রোমের শ্ৰাক্ষালতার কুঞ্জের আড়ালে ভূমধ্যসাগরের নীলাজলের তীরের কোন সন্ত্রাস্তু ধনীর প্রাসাদে। হয়ত প্ৰাচীন গ্রীসের গৌরবের দিনে গ্ৰীকবীর হয়ে জন্ম নিয়েছিলাম, আলেকজাণ্ডারের সৈন্যদলে ঢাল তলোয়ার ধনুক নিয়ে যুদ্ধ করেছি--নিয়তো কোন পাহাড়ের ছায়ায় বসে এইরকম স্বপ্ন দেখতাম--নিয়তো ইংলেণ্ডে কি ফ্রান্সে কোন অবজগত গ্রামে কৃষকবালক হয়ে জন্মেছিলাম-এলম কি ওক গাছের নীচে বসে বসে ভেড়া চরাতাম--- কে জানে ? আবার বহুদূরে জন্মাস্করে হয়ত ফিরতে হবে। পাঁচশো বছর পরের দুৰ্য্যের আলোকে একদিন অসহায় অবোধ শিশু নয়নদুটি মেলবো। পাঁচশো বছর পরের পাখীর গান, ফুলাবন, জ্যোৎস্না আবার-আমাকে অভ্যর্থনা করে নেবে। কোন অজানা দেশের অজানা পর্ণকুটীরে কোন অজাত দেশের অজ্ঞাত ছায়াঝোপের তলে মাঠে বনে মুগ্ধ শৈশব কাটবে-অনাগত মা DBLE BDDB BDD DBD uuH DBDD LuD DBDDDB Yz DDBDBD LDuDiB DiS কত সুখ-দুঃখ-আশা-নিরাশা, লোকের সঙ্গে সে কত পুলক ভরা পরিচয় । কেবলই মনে হয় স্বষ্টির যিনি দেবতা এত দয়া তার কেন ?" এই অনন্তের সুধা-উৎস মানুষের জন্যে তিনি কতকাল থেকে খুলেছেন ? এই অন্ধকারে তৰু হাত জোড় করে তঁকে ধন্যবাদ দিই । waves, art I মানুষের সত্যিকার ইতিহাস কোথায় লেখা আছে ? জগতের বড় বড় ঐতিহাসিকগণ যুদ্ধ-বিগ্রহের কাঞ্চনায় সম্রাট সম্রাজী সেনাপতি মন্ত্রীদের সোনালী পোশাকের জাকজমকে DD DBBBDB EK DB uuDD HB EBD DBBDBDB BDDD BDDSDiL O কবে ফুরিয়ে গেল, কৰে। তার শিশুপুত্ৰ প্ৰথম পাখী দেখে সানন্দে মুগ্ধ হয়ে ভােগর শিশুচোখে চেয়েছিল, সন্ধ্যায় ষোড়ায় হাট থেকে ষোড়া কিনে এনে পঞ্জীর মধ্যবিত্ত ছেলে তার মায়ের মনে কোথায় ঢেউ বইয়েছিল। দুহাজায় বছরের ইতিহাসে সে সব কথা লেখা নেই
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৪৫০
অবয়ব