পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& বিভূতি-রচনাবলী KBDLLD DBB DBB BB BLDD BBB BB LDDDiu BBBLDD LBLEL DBBDL হরিহরের বাজী হইতে ফিরিতে ফিরিতে তাহার গা কেমন করে, রৌদ্রে আর আগাইতে না পারিয়া এখানেই শুইয়া পড়ে। পালিতের চণ্ডীমণ্ডপে তুলিয়া রাখিয়াছিল। বুকে পিঠে তেল মালিশ, পাখার বাতাস, সব কৱিবার পরে বেশী বেলায় অবস্থা খারাপ বুঝিয়া নামাইয়া ব্ৰাখিয়াছে। পালিত-পান্ডার অনেকে ঘিরিয়া দাড়াইয়া আছে। কেহ বলিতেছে--তা রোহ্মরে বেরুলেই বা কেন ? সোজা শ্লোদ ৱাটা পড়েচে আজ ? কেহ বলিতেছে-“এখুনি সামূলে উঠবে এখন, তিরুমি লেগেছে বোধ হুষ বিশু পালিত বলিল-ভিবৃমি নয। বুড়ী আর বঁাচবে না, হরিজেঠা বোধ হয বাড়ী নেই, খবর তো দেওয়া হযেছে, কিন্তু এতদূরে আসে কে ? শুনিতে পাইয়াদীয় চক্ৰবৰ্ত্তীর বড় ছেলে ফণী ব্যাপার কি দেখিতে আসিল। সকলে বলিল --দাও দাদাঠাকুর, ভাগিাস এসে পণ্ডেচ, একটুখানি গঙ্গাজল মূখে দাও দিকি । স্থাখো তো কাও, বামুনাপাডা না কিছু না-কে একটু মুখে জল দেয় ? ফণী হাতের বৈঁচিকাঠের লাঠিটা বিশু পালিতের হাতে দিয়া বুভীর মুখের কাছে বসিল । কুশী করিয়া গঙ্গাজল লইযা ডাক দিল-ও পিসিমা । বুড়ী চোখ মেলিয়া ফ্যাল ফ্যাল করিয়া মুখের দিকে চাহিযা রহিল, তাহার মুখে কোন উত্তর DBDB BB BD BB BB BBBBB LBDDSTDOB BDDu BBS SBgBD D uBDDE BBDB BBDBD পরে সে গঙ্গাজলটুকু মুখে ঢালিযা দিল। জল কিন্তু মুখের মধ্যে গেল না, বিণ্ড পালিত বলিল— আর একবার দ্বাও দাদাঠাকুর আর খানিকক্ষণ পরে ফণী বুড়ীর চোখের পাতা বুজাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া গড়াইয়া পড়িলু। ইন্দির ঠাকুরুপের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হইষা গেল।