পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপিনের সংসার ২১৭ অনাদিবাবু কাহারও প্রতিবাদ সহ করিতে পারেন না। বলিলেন, তা বললে জমিদারির কাজ চলে না। টাকা যেখান থেকে পাবে ধোগাড় করবে। তোমাকে তবে গোমস্তা রেখেছি কি মুখ দেখতে । সে সব আমি জানি না। টাকা চাই । বিপিনও বিনোদ চাটুজ্জের ছেলে । সে কাহারও কথা শুনিবার পাত্র নয় ; বলিল, আজে, আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, ওভালে টাকা আদায় আমায় দিয়ে হবে না । এতে যদি আপনার অস্থবিধে হয়, তা হ’লে আপনি অন্য ব্যবস্থা করুন । কথাটা বলিয়া ফেলিয়াই ভাবিল, এই সংসারের দুরবস্থায়, বলাইয়ের অস্বখের সময়, এ কি কাজ করিল সে ? ইহার ফলে এখনই চাকুরি যাইবে । অনাদিবাবু কিন্তু তখনই তেমন কোন কথা বলিলেন না । নিঃশব্দে বাড়ীর মধ্যে চলিয়া গেলেন । বিপিন সেখানে বসিয়াই বুহিল। কিছুক্ষণ পরে রাগটা কাটিয়া গিয়া তাহার মাথা একটু ঠাণ্ড হইল। অনাদিবাবুর মুখে মুখে অমনতর জবাব দেওয়া তাহার উচিত হয় নাই । চাকুরি গেলে বাড়ী গিয়া খাইবে কি ? তবে ইহাও ঠিক, সে স্বর নরম করিয়া ছোট হইতে পরিবে না, ইহাতে চাকুরি যায় আর থাকে ! এদিকে আর এক মুশকিল। বেলা এগারোটা বাজে । স্নান-আহারের সময় উপস্থিত । যাহাদের চাকুরি একরূপ ছাড়িয়াই দিল এখনই, তাহদের বাড়ী অাহারাদি করিবেই বা কি করিয়া ? না, তাহা আর চলে না। খাওয়ার দরকার নাই। এখনই সে রাণাঘাট হইয়া BB BBBS BB S BBBB BBBS BBBB BBBBB BBB BBB BBS BB BBS প্রার্থনা করিবার স্বষোগ খুজিতেছে । নিজের ছোট ক্যাম্বিসের ব্যাগটা হাতে ঝুলাইয়া বিপিন বৈঠকখানা-ঘরের বাহির হইয়। রাস্তায় পণ্ডিল । অল্পদুর গিয়া পথের মোড় ঘুরিতেই হঠাৎ অনাদিবাবুদের খিড়কি-দোয় হইতে ধে ছোট পথট। আসিয়া এই পথের সঙ্গে মিশিয়াছে, সেই পথের মাথায় গাব গাছটার তলায় মানীকে তাহারই দিকে চাহিয়া দাড়াইয়া থাকিতে দেখিয়া সে অবাক হইয়া গেল । মানী এখানে আছে তাহা সে ভাবে নাঙ্গ । মানীদের খিড়কি-দোর খোল। এইমাত্র কে খেন দেখি খুলিয়া বাহির হইয়। আসিয়াছে । বিপিন কিছু বলিবার আগেই মানা বলিল, কোথায় যাচ্ছ বিপিনদা ? BBBB BBBB BBBS BBBB BBBB BBBS BBBB BB BBBS BBS BB বৈঠকখানায় ব’ল । আমি তেল পাঠিয়ে দিচ্ছি, বেলা হয়েছে বারোটা । নাওয়া-খাওয় করতে হবে না, কতক্ষণ হাড়ি নিয়ে বসে থাকবে লোকে ? BB BSB BBB BB BB BBB BB BB BBB EES BBB BBB BBBB BBBB শক্তি যোগাইল না তাহার । সে কোনও কথাছ বলিতে পারিল না, শুধু চুপ করিয়া মারীর দিকে চাহিয়া রহিল। মানী বলিল, আবার দাড়িয়ে কেন, বেপা হয় নি ?