পাতা:বিভূতি রচনাবলী (ষষ্ঠ খণ্ড).djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ○b বিভূতি-রচনাবলী আজ তাহার মনে হইল, এই প্রবাধে বৃদ্ধ তাহার স্বথদুঃখ যত বুঝিত, এত আর কে বুঝিত ? তাহার খাওয়ায় কষ্ট, শোওয়ায় কষ্ট হইলে কামিনীর মনে তাহ বাজিত, সাধ্যমত চেষ্টা করিত সে কষ্ট দূর করিতে। টাকার দরকার হইলে বিপিন যদি হাত পাতিত, কামিনী তাহাকে বিমুখ করিত না কখনও । গতবার যে পঞ্চাশটি টাকা সে ধার দিয়াছিল বিপিন একবার দুইবার চাওয়ামাত্র, সে দেনা বিপিন শোধ করে নাই। পুত্রহীন বৃদ্ধ তাহাকে সস্তানের মতই স্নেহ করিত । তাহার বাবার কথা উঠিলে বৃদ্ধ আর কোন ও কথা বলিতে ভালবাসিত না । কতবার এ ব্যাপার বিপিন লক্ষ্য করিয়াছে । তরুণ মনের স্পদ্ধিত ঔদাসীষ্ঠে হয়তো বিপিন এই ব্যাপারে কৌতুকই অনুভব করিয়া আসিয়াছে বরাবর, আজ তাহার মনে হইতেছে, বৃদ্ধ কি ভালই বাসিত তাহার স্বর্গগত পিতা বিনোদ চাটুজ্জেকে ! আগে ধাহ। সে বুঝিত না, আজকাল তাহা সে ভাল করিয়াই বোঝে । মানী তাহার চোখ খুলিয়া দিয়াছে নানা দিকে । অথচ আশ্চয্য এই যে, মানীকে সে কখনও এ ভাবে দেখে নাই । এই কয় মাসে যে মানীকে সে দেখিতেছে, সে কোন মানী ? ছেলেবেলার সাথী সেই মানী কিন্তু এ নয়। বালকবালিকা হিসাবে সে খেলা তো বিপিন অনেক মেযের সঙ্গেই করিয়াছে ; অন্ত পাঁচটা ছেলেবেলার সঙ্গিনী মেয়ের সহিত যেমন ভাব হয়, মানীর সহিত তাহার বেশি কিছু হয় নাই, এ কথা বিপিন বেশ জানে । মধ্যে সে হইয়া গিয়াছিল জমিদার অনাদিবাবুর মেয়ে স্বলতা । তখন কলিকাতায় থাকিয় কোন মেয়ে-স্কুলে মানী পড়িত । খুব সম্ভব ম্যাট্রিক পাসও করিয়াছিল—সে কথা বিপিন ঠিকমত জানে না ; বাবা মারা গিয়াছেন তখন, বিপিন আর পলাশপুরে জমিদারবাটিতে আসে নাই । তবে স্বলতার কথা মাঝে মাঝে বিপিনের মনে পড়িত—বাল্যপ্রীতির দিক দিয়া নয়, স্বলতা DDD BBB BBB S BS BB BB BBB BBBB BBB BB BBBS BB BBB স্বলতা আবার ‘মানী’ হইয়া দেখা দিল তো সেদিন । টাকা যোগাড় করিতে পারিলেই পলাশপুর জমিদারের বাড়ী যাওয়া যায়। কিন্তু এখনও এমন টাকা ধোগড়ি হয় নাই, যাহা হাতে করিয়া সেখানে ধাওয়া চলে। এদিকে বেশি দেরী হইলে যদি মানী চলিয়া যায় ! কামিনী মাসী থাকিলে এসব সময়ে সাহায্য করিত। উপায় অন্ত কিছু না দেখিয়া নরহরি মুচিকে সন্ধ্যার পর ডাকিয়া পাঠাইল । নরহরি আসিয়া প্ৰণাম করিয়া বলিল, লায়েব মশাই, কি জন্তি ডেকেচ ? দগুবৎ হই । —এস নংহরি, বাস। গোট। কুড়ি টাকা কাল যেখান থেকে পার দিতে হবেই। জমিদারবাৰু চেয়েছেন, নিয়ে যেতে হবে । নরহরি চিস্তিত মুখে বলিল, তাই তো, বিষম হ্যাঙ্গনামায় ফ্যাললেন যে ! কুড়ি টাকা এখন কোথায় পাই ? আচ্ছ। দেখি । কাল বেনবেল এস্তক যদি ধোগাড়ম্বন্তর করতে পারি,