পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పితి বিরাজ-বেী [ তৃতীয় অঙ্ক বিরাজ। সে যা হয হবে’খন । সবে বিকেলে জরটা ছেড়েছে, কিছু খাব না। সুন্দরী । দেখ বেীমা, আমি পাপিষ্ঠি মেমোহুষ, ছোট জাত, তোমার কাছে অপরাধও করেছি, শাস্তিও পেযেছি । তবু যাই হই, এ বাড়িকে আমি আজও পরের বাড়ি মনে করতে পাবি না বেীমা । ঠিক ক’রে বল, আমার কাছে লজ্জাই বা কী—ঘরে পথ্যি কিছু— বিরাজ । না না, সে যা হয হবে । ক্ষিদে তেষ্টা আমার উড়ে গেছে সুপারী, এই যে দুটো দিন থালি জল থেয়ে আছি— হঠাৎ চুপ করিয়া গেল, পরে সে যাক, আগে ফিরুক সে । তুই যা, আর দেরি করিস নে । দুৰ্য্যোগের ब्रांड ! সুন্দরী । আচ্ছা আসি বেীমা, সাবধানে থেকে । প্রস্থান বিরাজ বসিয়া বসিয়া শেষে মাটিতে আঁচল বিছাইয়া শুইতে ডস্তত হইয়াছে, এমন সময় হঠাৎ কাহার পদশব্দ কানে আসিতে উৎকর্ণ হইয়া শুনিল ও ধড় মড় করিয়া উঠিয়া সিড়ি দিয়া ফ্ৰত নিচে নামিল এবং নীলাম্বর মনে করিয বলিল— বিরাজ ৷ এলে তুমি ? ততক্ষণে আগন্তুক সামনে আসিয দাড়াইয়াছে । সে বিশু । মাথায় তাহার একটা টোকা, কাদা মাখ। খালি পী, গাযে গেঞ্চি । বিশু চীৎকার করিয়া ডাকিল— বিশু । ও মাঠান—( তারপর হঠাৎ সামনে বিরাজকে দেখিষা ) ওমা, এই যে মাঠনি, বাইরে রইছ গো ! আমি বিশ্বনাথ গো । বিরাজ নীরব মাঠান, দা’ ঠাউর একটা শুকনা কাপড় চাইলেন, দ্যাও ।