পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* >8 बिब्रांछ-८दौ [ চতুর্থ অঙ্ক নীলাম্বর । তা হ’ত ন মা, তা হ’ত না । শুনেছি পাপ গোপন করলেই বাড়ে । আমরা তার আপনার লোক, আমরা তার পাপের ভার আর বাড়িয়ে দেব না । মোহিনী ক্ষণকাল নীরব থাকিরা, পরে অতি সঙ্কোচের সহিত বলিল— মোহিনী । এসব কথা হয় ত সত্যি নয় বাবা । নীলাম্বর । কোন সব কথা মা ?•••তোমার দিদির কথা ? ছোট-বে। নতমুখে মৌন হইয়া রহিল নীলাম্বর । সত্যি বই কি মা, সব সত্যি। তা নইলে আমার কাছে যেচে এসে একথা সুন্দরী বলবে কেন ? মোহিনী। সুন্দরীকে দিদি বকে তাড়িয়ে দিয়েছিলেন এতদিনের কাজ থেকে, সেই রাগেও ত সে— নীলাম্বর । না মা, সুন্দরী যেমনই হোক, আমার সামনে দাড়িয়ে আমার স্ত্রীর নামে মিথ্যে করে এত বড় দুর্নাম দিতে তার মুখ খুলতে না। সব মানুষের বুকের মধ্যেই ভগবান আছেন। অনুতাপের আগুনে পুড়িয়ে তিনি মানুষকে শুদ্ধ করে নেন । আমার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল সুন্দরী, সে কাল্লা তার মিথ্যে নয় মা । মোহিনী । কিন্তু কেন সে এত দিন পরে বলতে এল ওসব কথা ? কী দরকার ছিল ? নীলাম্বর। মনে করেছিল তার দুর্গতির কথা শুনলে রাগে ঘৃণায় আমার দুঃখ চাপা পড়ে যাবে । ওর যেমন বুদ্ধি তেমনই মনে করেছে। মোহিনী। না বাবা, যে যাই বলুক, এ হতে পারে না, কখনও হতে পারে না । নীলাম্বৱ । পারে মা পারে । জান ত মা, রাগ হলে সে পাগলীর জ্ঞান থাকতে না । যখন এতটুকুটি ছিল, তখনও তাই, যখন বড় হল