পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু ] বিরাজ-বেী Y 80t বিরাজ । এবার আমি ঘরে যাব বাবা । সাধু । ( মাথা নাড়িয়া ) অচ্ছি বাৎ । বহুৎ আচ্ছি বাৎ । রামজী কছে ত ঘরই যাও । বিরাজ । ই বাবা, ঘরই যাব । তুমি আশীৰ্ব্বাদ কর— বলিতে বলিতে তাহার কাশি স্বরু হইল। কাশির দমকে বুক চাপিয়৷ ধরিল ও মুথে অতি কাতর যন্ত্রণার চিঙ্গ ফুটিল । ক্রমে কাশির বেগ কমিলে, বলিল— আশীৰ্বাদ কর বাবা, যেন কোনমতে দেহটাকে টেনে নিযে গিয়ে তার পায়ে ফেলতে পারি। পথে পড়ে এটা শেষ না হয় যেন । সাধু। ( কয়েক মুহূৰ্ত্ত নীরব থাকিয় ) কাহা তেরি ঘর হৈ, কৌন তেরি আপন হৈ, রামজী জানতেহৈ ; সবহি রাম রঘুপতিক হৈ । ইয়ে ঘর, ইয়ে পথ, ইয়ে জঙ্গল, ইযে সনসার, ইয়ে শরীর মন পাপ পুন, সব হি উনূহিকা। লে, খা লে মায়ি, রামনাম ভজনকে লিয়ে শরীর রাখনা চাহিয়ে । বিরাজ । ঠিক ত বাবা । এই দেহটা কি আমার আপনার, যে তার অনুমতি ভিন্ন এমন করে নষ্ট করছি ? অপরাধ হয়ে থাকে, সে বিচার করবার ভার কি তোর ওপর হতভাগী ? এখনও তোর অহঙ্কার ? ষার জিনিস তিনি বুঝবেন।--বাবা, তুমি কোথা যাবে ? সাধু। রামজী কহে, ইধার ভি বা সেকত হ, উধার ভি যা সেকত ই । চাহে নেহি ভি যা সেকতে হু । হা: হা: হা:– হাসিল বিরাজ। তুমি পুরুষোত্তম দর্শনে যাবে না বাবা ? সাধু। হা, রামজী লে যাবে ত আলবৎ ৰাৰে । আগর নছি লে Şe