পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**भ पृष्ठ ] विब्रांज-cबो ళిe) বিরাজ । হ্যাগা, আর একটা দিন ধরে রাখতে পারবে ত জামায় ? একবার তোমাকে সামনে বসিয়ে খাওয়াব, সে সময়টুকু পাব ত ? নীলাম্বর । তা পাবে । বিরাজ । বাড়ি গিয়ে একবার সুন্দরীকে ডেকে পাঠিও, তাকে অামি মাপ করে যাব । আর আমার কারও ওপর স্বাগ নেই, কেনিও ক্ষোভ নেই । ভগবান যখন আমাকে ক্ষমা করে তোমাদের কাছে ফিরিয়ে এনেছেন— হরিমতি । ( বগদিতে কঁাদিতে ) ওঃ, ভারি দয়া তগৰানের । একেবারে শেষ করে এনে দিয়েছেন— বিরাজ । ( শাস্ত হাসিমুখে ) চুপ কর রে, চুপ কর । তায় কত জয় তোরা কী বুঝবি ? পাপ আমি করি নি, কিন্তু তবু সে প্রমাণ আমি করতুম কী করে, যদি না তিনি দয়া করে জামাৰে এই পায়ের তলায় এনে ফেলতেন ? দেহ নিম্পাপ না হলে স্বামীর পারে কেউ মরতে পায় না, এটা জানিস ত ? যোগীন । দাদা, পান্ধী এদিকে আনতে বলি ? বিরাজ। ই ভাই, বল । —আর দেখ গা, আমার বড় ক্ষিৰে পেয়েছে, কিছু আনতে বল না । তোমার হাতে খাৰ বলে জাজ চার দিন কিছু খাই নি । ৰলি বিরাজ তাহার সেই মধুর হাসি হাসিল। কিন্তু লীলাৰয় মুখ ফিাইল जय एवन कव्रिल । cवांनैौन बारड इंश्हीं बलिल-• যোগীন ? আমি আসছি, এখুনি— বিরাজ হাত তুলিয়া বলিল— বিরাজ। একটু দাড়াও ভাই। —ওগো, আমি ত বুকের মধ্যে Y}