পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বে। v®(t আর মুথনাড়া সহ করার চেয়ে এ ঢের ভাল। আমার একটা ছেলে নেই, দুটো প্রাণী আমরা, যেমন করে হোক চলে যাবেই। সুন্দরী প্রদীপ লইয়া প্রবেশ করিল বিরাজ। সব ঘরে সন্ধ্যে দেখিয়েছিস্ ? সুন্দরী । হ্যা । বিরাজ। তবে দে । প্রদীপ লইল সুন্দরী । আমি একবার ঘর থেকে আসি বেীমা । বিরাজ। তা আয় । সুন্দরীর প্রস্থান বিরাজ চণ্ডীমণ্ডপের ভিতরে গিয়া প্রদীপ কুলুঙ্গির মধ্যে রাখিল, কুলুঙ্গি হইতে শপথ লইয়। তিন বার বাজাইল । তারপর প্রদীপ রকের উপর রাথির গলায় জাচল দিয়া নীলাম্বরের পায়ে প্রণাম করিল। নীলাম্বর নীরবে তাহার মস্তক একবার স্পর্শ করিল। বিরাজ পায়ের কাছে বসিল । ক্ষণকাল নীরবে কাটিবার পর— বিরাজ । হা গা, শাস্তরের কথা কি সমস্ত সত্যি ? নীলাম্বর । শাস্ত্রের কথা সত্যি নয় ত কি মিথ্যে ? বিরাজ । না, মিথ্যে বলছি নে, কিন্তু সেকালের মত একালেও কি সব ফলে ? নীলাম্বর । ( মুহূৰ্ত্তকাল চিস্তা করিয়া ) আমি পণ্ডিত নই বিরাজ, সব কথা জানি নে, কিন্তু আমার মনে হয়, যা সত্যি, তা সেকালেও সত্যি, একালেও সত্যি । বিরাজ । আচ্ছা, মনে কর সাবিত্ৰী সত্যবানের কথা । মরা স্বামীকে যে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিলেন, এ কি সত্যি হতে পারে ?