পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্ব ] বিরাজ-বে। 9 @ নীলাম্বর নীরবে তাহার দক্ষিণ হস্ত বিরাজের মাথার উপর রাখিল । বিরাজ চোখ মুছিল। এমন সময় রকের অন্তরাল হইতে সুন্দরীর কণ্ঠ আসিল— সুন্দরী । বেীমা, উকুন জেলে দেব কি ? বিরাজ রক হইতে উঠানে নামিয়া আসিল, সুন্দরী সামনে আসিল বিরাজ । ( চাপা স্বরে ) উজুন ? তা দে, তোদের জন্তে দুটো র7ধতে হবে ত । সুন্দরী। খালি আমাদের জন্যে রণধতে হবে ? অার তুমি ? বিরাজ। আমার শরীরটা ভাল নেই। আমি আর কিছু খেতে পারব না এবেলা । সুন্দরী । ( বড় গলায় নীলাম্বরকে শুনাইয়া ) ভূমি কি মা তবে রাত্তিরে খাওয়া একেবারে ছেড়ে দিলে ? বিরাজ। আঃ, থামৃ তুই । সুন্দরী । না খেয়ে যে আধখানি হয়ে— বিরাজ । বাজে বকিস নে সুন্দরি, যা উকুনে অঁাচ দিগে যা । সুন্দরী । উচুনে অঁাচ দিতে হবে না, জিজ্ঞেস করলে পাছে তুমি না বল, তাই আমি আগেই উকুনে আগুন দিয়ে দিইছি, তা তুমি রাগই কর আর যাই কর । বলে রাত উপোষী থাকলে কাতিও শুকিয়ে যায়— বিরাজ তাড়াতাড়ি তাহার হাত ধরিয়া টানিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিল। নীলাম্বর স্তব্ধ চিস্তাকুল বসিয়া বসিরা ক্ষণকাল পরে ঘরের ভিতর হইতে চাদর আনিয়া কাধে ফেলিয়া বাহির হইয় গেল মঞ্চ ঘুরিল