পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tse বিরাজ-বেী দ্বিতীয অঙ্ক বিরাজ । ( একটু ইতস্তত: করিযl ) হ্যাবে তুলসী, আমাকে ডালা খুচুনি বুনতে শিখিযে দিবি ? তুলসী । কও কথা ! তুমি আবার এ-ও শিখবে ? কি ভদরনোকের, বাউন কাযেতের কাজ মা ? ছি ছি— বিরাজ । ( অপ্রতিভ হইযt ) সত্যি সত্যি কি আর কবছি রে ? তবে শিখতে দোষ কী ? তুলসী। না মা, তুমি ঐ যে মাটির ছাঁচ তৈরি করতিছ, এই আমার দেথলি বুক ফেটে যায। তবে তোমার নক্ষ্মীব হত, যিটি ছোও তাই সোনা হয়ে ওঠে । গঞ্জের কারখানার ব্যাপবীরা ত আমাদের হাতের ছাচ আর নিতিষ্ট চায় না, নেহাৎ গরজে পড়ে নেয। কী পরিষ্কার কর মা । বিরাজ। পরিষ্কার না হাতী । তোর কাছেই ত শেথ । তুলসী । তবু সে হ’ল মাটি নিযে কাজ। আর এ বাশের বেতের কাজ, বড় বিচ্ছিরি কাজ মা, এসব আমাদেব ছোটনোকের কাজ না, ছোটনোকের কাজ । বিরাজ । না, না, আমি এমনি বলছিলুম । উঠান ঝ"ট দিতে প্রবৃত্ত হইল তুলসী । তা হাগা বাউন-বেীমা, একটা কথা বলি বাছা, আগ কর নি । এই নিবান্ধা পুরীতে একটি আছ, সুন্দুরীকে তাড়ানো ইস্তক এই বছর ঘুরতি চলল, একলা খেটে খেটে শরীলের যা আবস্থা করেছ বেীমা—না বাপু, থাক, আবার শরীলের কথা কইতি ভয় করে তোমার সামনে— বিরাজ । ভয় করে ত কস কেন ? কে তোকে কইতে মাথার দিব্যি দিচ্ছে ? যাকগে ও কথা । শোন, তোকে যে জন্তে খুজিছিলুম, ই্যারে, ওরা আর কোনও খবর দেয় নি ?