পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

金切* বিবাজ-বেী দ্বিতীয় অঙ্ক তুলসী । কী বল না গো ? বিরাজ। সে কিছু না । বলছিলুম, তুই যদি দযা কবে একবার দোকানে গিযে সের পাচে ক চাল এনে দিতিস, চাল বাড়ন্ত । কিন্তু সে থাক । তোর সময হবে না মা, তুই যা । তুলসী । ( অতিশয রাগ করিল ) না, আমার সময হবে না বেীমা, সময হবে না । তুলসী ছোটনোক চাড়ালের মেযে কিনা, তাই সে ত মনিস্ক্যি নয—তুলসীর বাপ ত তোমাদের উঠোন ঝণট দিয়ে থায নি, তুলসীর সোয়ামী পুত্ত র ত আজও তোমাদেব আচ্ছযে তোমাদের জমীতে ঘর বেঁধে থাকে না, তাই তুলসীর সময হবে কী করে বাছা । সময হবে না গো-— বিরাজ । তা নয় মা, তোর কাজ বযেছে, স্বামীব অসুখ বললি, তাই বলি– তুলসী। মরুক না সোযামী । কে জালাতে বলেছে বেঁচে থেকে। তাই বলে তুমি এমন কথা বলবে ? বিরাজ। রাগ কবিস নে তুলসী, রাগ করিস নে মা । তুলসী । না আগ করব কেন ? আগ খালি তোমারই হতে পারে মা, তুমি দয়ামী কিনা। দযামী না হলে আর তুলসী চাড়ালনীকে বল দযা করে দোকানে যেতে ! সে দাওয়া হইতে একটা টাকা তুলিয়া লইযা দ্রুতপদে বাহির হইয়া যাইতেছিল বিরাজ । ওরে দাড়া তুলসী, ধামাটা এনে দি । তুলসী প্রস্থানের মুখে ফিরিয়া বলিল— তুলসী । থাক গে মা থাক, অত আত্তিতে আর কাজ নেই। আমার আঁচল আছে । প্রস্থান