পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

see বিরাজ-বেী দ্বিতীয অঙ্ক বিরাজ । ( একমুহূৰ্ত্ত স্বামীর মুখের পানে চাহিযা থাকিযা ) চোখ আছে ? টের পাও ? বেশ, পেলেই ভাল । নীলাম্বর । ( কিছুক্ষণ নীরবে কাটিবার পর ) বিরাজ ! বিরাজ । কেন ? নীলাম্বর । আজকাল এমন হয়ে উঠেছ কেন ? এ যেন একেবারে বদলে গেছ । বিরাজ। বদলালেহ বদলাতে হয । বলিয়া পাথ রাখিয়া ঘরের ভিতর চলিয়া গেল । নীলাম্বর সিড়ির উপর বসিয়৷ রহিল। একটু পরে সে নির্মালিত চোখে গুণগুণ করিয়া গান গাহিতে লাগিল। বিরাজ ঘরের ভিতর হইতে গামছা লইযা বাহিরে আসিল ও ব্লকের উপর স্বামীর পিছনে নিঃশব্দে দাড়াইয়া রহিল । নীলাম্বর জানিতে পারিল না। বিরাজ নামিযা তাহার সামনে আসিয়া দাডাইল । পদশব্দে নীলাম্বর চোথ মেলিয গান থামাইল নীলাম্বর । ( উদ্ধত ভাবে ) কী ? আরও কিছু বলবি ? বল । বিরাজ জবাব দিল না । সে তীক্ষ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। নীলাম্বর মুথ নত করিল বিরাজ । ( কক্ষস্বরে ) আর একবাব মুখ তোল দেখি ? নীলাম্বর মুখ তুলিল না আবার ঐ গুলো খেতে শুরু করেছ ? সেই ভাল । গাজা গুলি থেযে বোম্ ভোলা হযে বসে থাকবার এই ত সময । বিরাজ গামছা রাখিযা দিয়া খিড়কির দ্বার দিয়া প্রস্থান করিল, নীলাম্বর গুম হইয়া বসিয়া রহিল। বাহির হইতে তুলসী প্রবেশ করিল, তাহার অঞ্চলে চাল তুলসী । এই নাও গো বেীমা, তোমার—(জিব কাটিয়া সলজ