লগুড় [ ১৩৫ ] অপভ্রংশে লখেরা শব্দের উৎপত্তি। এই জাতির উৎপত্তি সম্বন্ধে নানাপ্রকার কিংবদন্তী প্রচলিত আছে। ইহারা আপনাদিগকে পটৰাস জাতির অন্ততম শাখা এবং তাহদের দ্যায় কায়স্থজাতি স্কুইভে সমুদ্ভুত বলিয়া স্বীকার করে। অন্ত একটা উপাখ্যান হইতে জানা যায় যে, পাৰ্ব্বতীর বিবাহকালে, দেবাদিদেব মহাদেব হিমালয়-কস্তার হস্তের বলয় প্রস্তুত করিবার নিমিত্ত পাৰ্ব্বতীর, গাত্রমল লইয়া এই জাতির সৃষ্টি করেন। এই জন্য ইহার দেববংশী নামেও খ্যাত আছে। আর একটা উপাখ্যান হইতে জানা যায় যে, শ্ৰীকৃষ্ণ গোপীদিগের বলয় প্রস্তুত করিবার জন্য এই জাতির স্বাক্ট করেন। তাহাতে প্রসঙ্গক্রমে বর্ণিত আছে যে, ইহার প্রথমে যদুবংশীয় রাজপুত ছিল। পাগুবদিগের বিনাশসাধন মানসে কুরুরাজ যে জতুগৃহ নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, ইহার সেই গৃহনিৰ্ম্মাণ-কার্য্যে দুৰ্য্যোধনের সহায়তা করায় নিন্দিত ও সমাজচ্যুত হয়। তদবধি ইহার সেই গালার ব্যবসা দ্বারাই জীবিকানিৰ্ব্বাহ করিতেছে। ইহাদের মধ্যে বিধবাবিবাহ প্রচলিত আছে। ইচ্ছা করিলে ইহলো বিবাহবন্ধনও ছেদন করিতে পারে। সকলে মদ্য ও মাংস খায়। বিহার অঞ্চলে ইহার লহেরী জাতি বলিয়া প্রসিদ্ধ । লগ, ১ খঞ্জ। ২ গতি। ভূদি পরীক্ষ খঙ্গার্থে অক গতার্থে সক, সেট, । লট, লগতি। লিট, ললাগ। লুট, লগিতা। লুঙ, অলীং । শিচ, লগয়ুতি। ইনিং লগ লগধাতু লট, লঙ্গতি। লগড় (ত্রি ) চারু। (ত্রিকাশ ) লগত (পুং ) বেদাঙ্গজ্যোতিষপ্রণেতা জ্যোতিৰ্ব্বিভেদ। লগধ এইরূপ নামও পাওয়া যায় । লগরি, পাৰ্ব্বতীয় জাতিবিশেষ। লগ! ( দেশজ ) বাশের ধ্বজ, নদীতে নৌকা চালাইতে ইহা ব্যবহৃত হয়। কোমস্থানে নৌকা বাধিতে হইলে লগা পুতিয়া তাহাতে নৌকা বাধা হইয়া থাকে। লগার মাথায় "আঁকসী" বাধা হয়। লগলিক (স্ত্রী) চারিচরণাত্মক ছন্দোভেদ। ইহার প্রতি চরণে চারিট অক্ষর। প্রথম ও তৃতীয় বর্ণ গুরু এবং অপর দুইট লঘু। লগিত (ত্রি) লগ-কৰ্ম্মণি ত্রু । সঙ্গযুক্ত, চলিত লাগ । লগী ( দেশজ ) লগা । লগুড় (পুং ) দণ্ড, চলিত লাঠী, বংশাদিময় দণ্ডকে লগুড় কহে। (অমর ) ২ লৌহময় অস্ত্রভেদ। (সুভূতি ) ইহার আকৃতি ও পরিমাণাদির বিষয় শুক্রনীতিতে এইরূপ লিখিত আছে । “লগুড় স্বরপাদ তাৎ পৃথংশ স্থলশীর্ষক । লৌহবদ্ধাগ্রভাগশ্চ হ্রস্বদেহ: সুপীবরঃ ॥ দওীকারে দৃঢ়াঙ্গশ্চ তথা হস্তদ্বয়োন্নতঃ। উত্থানং পাতনঞ্চৈব পেষণং পোথনং তথা । চতস্রো গতয়স্তন্ত পঞ্চমী নেহ বিস্ততে । দৃঢ়কায় পত্তিবর্গস্তেন যুধ্যেত শত্রুভি: " (শুক্রনীতি) লগুড়ের পাদদেশ স্বক্ষ, অংশ পৃথু এবং শীর্ষ স্থল হইবে, ইহার অগ্রভাগ লৌহদ্বারা বন্ধ, স্থপীবর ও স্বদেহ, দণ্ডের ষ্ঠায় আকৃতিবিশিষ্ট, অঙ্গ অতিঢ়ি এবং পরিমাণ দুইহাত। দৃঢ়কায় পদাতি সকল এইরূপ লগুড়ের দ্বারা শত্রুদিগের সহিত যুদ্ধ করিবে। উথান, পাতন, পেষণ ও পোথন ইহার এই চারি প্রকার গতি । লগে ( দেশজ ) সঙ্গে। সম্পর্কে। 卿 লগ্ন ( ক্লী) লগতি ফলে ইতি লগ সঙ্গে ( ক্ষুদ্ধসন্তেধ্বাস্তলগ্নেতি । পা ৭। ২। ১৮) ইতি নিপাতনাৎ সাধু । রাশিদিগের উদয়। অহোরাত্রের মধ্যে স্বাদশ রাশির উদয় হয়, সুতরাং অহোরাত্রে স্বাদশটা লগ্ন কল্পিত হইয়াছে। ‘রাশীনামুয়ো লগ্নং’ ( দীপিকা ) প্রতিদিবারাত্রের মধ্যে যথাক্রমে দ্বাদশট রাশির উদয় হইয়া থাকে। ঐ এক এক রাশির উদিতকালের মানকে লম্ব মান কহে । পৃথিবী ৬০ দণ্ড একবার আপনার কক্ষে আবৰ্ত্তন করে । ইহাকেই পৃথিবীর আহ্নিকগতি বলা যায়। এই এক আছিকগতিবশতঃ পৃথিবী মেষাদিক্ৰমে দ্বাদশট রাশি অতিক্রম করে। সুতরাং ইহাদ্বারা সহজেই বুঝা যায় যে, একরাশি অতিক্রম করিতে প্রায় ৫ দণ্ডকাল লাগে, কিন্তু সুস্বরূপে গণনা করিতে হইলে সকল লগ্নের লগ্নমান সমান হয় না, ইহার কারণ পৃথিবীর আকাশ সম্পূর্ণ গোল নহে, সেই জন্ত লগ্নমানের হ্রাস বৃদ্ধি হইয়া থাকে। স্বৰ্য্যের উদয়কালে যে লগ্নের উদয় অর্থাৎ পূৰ্ব্বাকাশে প্রকাশ হইয়া থাকে, তাহাকে উদয়লগ্ন এবং সুৰ্য্যের অস্তগমনকালে যে লগ্নের উদয় হয়, তাহাকে অস্তলগ্ন কহে। এই লগ্নমান সকল দেশে সমান নহে । কলিকাতা ও তাহার পশ্চিমস্থ দেশসমূহের অয়নাংশ-শোধিত سمسttriة}tة রাশি দ• প• বি• রাশি দ - পঃ বিs মেষ 8 || 4 || 0 তুলা ৫ } ৩৭ { e বৃষ ৪ । ৪৯ ৷৷ ৪০ বৃশ্চিক \". মিথুন ৫ । ২৮ । ৪৭ १श्र १ । २१ । २० কর্কট ৫। ৪•। ২০ মকর ৪ । ৩৩ । ২ • সিংহ ৫ । ৩৩ । • कूड ७ | 4१ ।। ० কন্যা ৫ । ২৯ l • মীন ৩ । ৪৭। •
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৩৫
অবয়ব