পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 84७ ] বঙ্গদেশ (বৃত্তিভোগী নবাববংশ ) বঙ্গদেশ ( বৃত্তিভোগী নবাবৰংশ ) খৃঃ অঃ ছিঃ ৰঙ্গেশ্বর भां★ब्लिक नेिहौ६ग्न ১৬৮৪ ১৪৯০ সায়েন্তী থা હૈો ১৬৮৯ ১৯৯৯ ইব্রাহিম খাঁ ২য় લૈ ১৬৯৭ ১১০৮ আজিম উসসান હૈ ১৭৯৪ ১১১৬ মুরশিদ কুলি খাঁ శ్రీ ১৭২৫ ১১৩৯ সুজা উদ্দিন খ মহম্মদ শাহ, ১৯৩৯ ১১৫১ আলী উদ্দৌলা সরফরাজ খ Ֆ ১৭৪০ ১৫৫৩ আলিবর্দী খাঁ মহব্বত জঙ্গ Ֆ ১৭ ও ১১৭• সিরাজ উদ্দৌলা আলমগীর ১১৫৭ ১১৭১ মীর জাফর আলী খাঁ ১৭৬০ ১১৭৪ কাশিম আলী থা শাহ আলম ১৭৬৩ ১১৭৭ মীর জাফর আলী থা Ֆ ১৭৬৫ ১১৭৯ নজিমউদ্দৌলা శ్రీ ১৭৬৫ খৃষ্টাব্দে জানুয়ারী মাসে মীর জাফরের মৃত্যুর পর, তৎপুত্র নজম উদ্দৌলা ইংরাজ কোম্পানীর সহিত সন্ধিস্থত্রে আবদ্ধ হইয়া ইংরাজকরে বঙ্গরাজ্য-রক্ষাভার সমর্পণ করেন। তিনি কেবলমাত্র নামে নবাব-নাজিমের পদাভিষিক্ত রহিলেন, বাঙ্গালায় ফৌজদারী ও দেওয়ানী বিচারের পরিদর্শনভার তাহার উপর ন্যস্ত থাকিল না ; তিনি বস্তুতঃই বিচারবিভাগের ব্যবস্থাপকত্ব ও সৰ্ব্বময়কর্তৃত্ব হারাইলেন । তাহার অধীনস্থ এক জন দেওয়ানের তত্ত্বাবধানে নিজামতেব কার্য্য চলিতে লাগিল । অযোধ্যার উজীর সুজা উদ্দৌলার পরাভবের পর, ইংরাজ কোম্পানী আলাহাবাদ ও কাড় প্রদেশ দিল্লীশ্বরকে উপঢৌকন দিয়া তৎপরিবর্তে বঙ্গ, বেহর ও উড়িষ্যার দেওয়ানী সনন্দ লাভ করেন, তাহতে নবাব-নাজিমের “নিজামৎ” রক্ষার জন্ত বার্ষিক ৫৩৮৬১৩১ দিক্কা টাকা বৃত্তি ধাৰ্য্য হইয়াছিল। ইংরাজগণ সেই স্বত্রে মুর্শিদাবাদেব মত্বাবদিগকে ঐ বৃত্তি দিতে বাধ্য হন। পরে ইংরাজের কুটনীতিতে উহ। ক্রমশঃ হ্রাস প্রাপ্ত হয়। বাস্তবিক পক্ষে এই সময় হইতে ইংরাজ কোম্পানী বাঙ্গালার প্রকৃত শাসনকৰ্ত্ত হইয়াছিলেন । নিজামত মসনদের উপসত্ত্বভোগী বাঙ্গালার পরবর্তী নবাব নাজিমগণের বংশ-তালিকা নিম্নে প্রদত্ত হইল ;– বৃত্তিভোগী বাঙ্গালীর নবাবষংশ । ১৭৬৫ নজম উদ্দৌলা—মীরজাফর আলীর পুত্র, ১৭৬৬ খৃষ্টাব্দের ৩রা মে ? ইহার মৃত্যু ঘটে। ইনি দেওয়ান ইংরাজ কোম্পানীর নিকট হইতে বার্ষিক ৫৩৮৬১৩১ সিন্ধা টাকা বৃত্তি প্রাপ্ত হন। ১৭৬৬ শৈফ উদ্দৌলা-মীরজাফরের ২য় পুত্র ; ১৭৭০ খৃষ্টাব্দের ১০ই মার্চ মৃত্যু হয়। ইহার সময় বার্ষিক বৃত্তির হার কমিয় ৪১৮৬১৩১ সিঙ্ক টাকা ধাৰ্য্য হইয়াছিল। ১৭৭০ মুবারক উদ্দৌলা --মীরজাফর ৩য় পুত্র ; ১৭৯৩ খৃষ্টাব্দের সেপ্টেম্বর মাসে মৃত্যু ৷ বৃত্তি ৩১৮১৯৯১ সিৰু৷ छैॉरु थांशुं झन । ईहांब्रहे श्रथिकांद्रकांएल ४११२ খৃষ্টাকে উক্ত বৃত্তির টাকা কমাইরা বার্ষিক ১৬ লক্ষ রৌপ্যমুদ্র ধার্ঘ্য হয়। সেই হার অস্থাপিওঁ চলিয়া আসিতেছে। ১৭৯৩ নাশির উল মুলক উজীয় উদ্দৌলা দেলবার জঙ্গ-মুবারকের পুত্র, ১৮১৯ খৃষ্টাব্দের এপ্রিল মাসে তাহার মৃত্যু ঘটে । ১৮১. সৈয়দ জৈন উদ্দীন আলী খাঁ ওরফে আলী জাহ – নাশির-উল মূলকের পুত্র। ১৮২১ সৈয়দ আহ্মদ আলী খাঁ ওরফে বালা জাহ-আলী জাহের ভ্রাতা, ১৮২৪ খৃষ্টাব্দে ৩০এ অক্টোবর মৃত্যু। ১৮২৫ সৈয়দ মুবারক আলী খাঁ ওরফে হুমায়ুন জাহ —বালা জাহের পুত্র । ফরিদু জাহ, সৈয়দ মনসুর আলী খা নসরৎ জঙ্গ— হুমায়ুন জাহের পুত্র। ইনি নানা কারণে ঋণজালে জড়িত হওয়ায় ইংলণ্ড প্রবাসী হন । এই সময়ে ইংরাজ-গবর্মেন্ট তাহাকে অর্থসাহায্য করিতে স্বীকৃত হওয়ায়, তিনি বার্ষিক লক্ষ টাকা মাসহরা ও ঋণমুক্তিব জষ্ঠ ১০ লক্ষ টাকা প্রাপ্তির আশায় ১৮৮০ খৃষ্টাব্দের ১লা নবেম্বর (মতান্তরে ১৮৮৩ খৃষ্টাব্দে ) চিরপোষিত নবাব নাজিম মৰ্য্যাদা ত্যাগ করিতে স্বীকৃত হইয়া স্বীয় অভিপ্রায় জ্ঞাপন করেন। ১৮৮২ খৃষ্টাব্দে তাহার পুত্র সৈয়দ হসন আলী খাঁ সনদ দ্বারা মুর্শিদাবাদের নবাব বাহাদুর উপাধি পান। ১৮৯১ খৃষ্টাব্দের ১২ই মার্চ তারিখে নবাব সরু সৈয়দ হসন আলী খা বাহাদুর জি, সি, আই, ই ১৮৮০ খৃষ্টাব্দের ১লা নবেম্বৰ তারিখে স্বীয় পিতৃকৃত নবাব-নাজিম পদত্যাগাঙ্গীকার সাব্যস্ত ও স্বীকার করিয়া সেক্রেটারী অব ষ্টেটসের ইণ্ডেঞ্চার পত্রে স্বীয় অভিমত জ্ঞাপন করেন। উক্ত বর্ষের উক্ত মাসের ২১এ তারিখে সর্বোসিল ভরতপ্রতিনিধি *** ( by the Council of his Excellency the Viceroy and Governor General of India) was সালের ১৫ নং রাজবিধিতে (Act XW. of 1891 ) তাহ স্থিরীকৃত ও পরিগৃহীত হয়। এই মর্যাগ ত্যাগ করিয়া তিনি তৎপরিবর্তে ইংরাজরাজের নিকট হইতে একটা বংশানুক্রমিক বার্ষিক বৃত্তি এবং মুর্শিদাবাদ, কলিকাতা, মেদিনীপুর, ঢাকা, মালদহ, পূর্ণিয়, পাটনা, রঙ্গপুর, হগলী, রাজশাহী, বীরভূমি ও সাঁওতাল-পরগণার মধ্যে কতকগুলি নির্দিষ্ট আয়ের ভূসম্পত্তি প্রাপ্ত হইয়াছিলেন। ইহার পাঁচপুত্র-জাসক কদের সৈয়দ >br○ア