পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশ (ইংরাজ্যভু্যদয় ) এবং স্মাৰ্ত্তগণের মধ্যে নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও জগন্নাথ তর্কপঞ্চানন পূৰ্ব্বপুরুষদিগের শেষ গৌরব কথঞ্চিৎ রক্ষা করিয়া क्रिोब्रां८छ्म । যদিও বিদ্যালোচনা সম্বন্ধে মুসলমান শাসনকর্তৃগণের (བྷེར་ཤ་ཟ་ যত্ন ছিল না, কিন্তু এ বিষয়ে তৎকালিক জমিদারদিগের অনেক উৎসাহ দেখা যায়। র্তাহার ব্রাহ্মণপণ্ডিতদিগের অর্থচিন্তা দূর করিবার নিমিত্ত র্তাহাদিগকে ‘ব্রন্ধোত্তর ভূমি দান করিয়া গিয়াছিলেন। তাহারা সংস্কৃত শিক্ষার্থী ছাত্রদিগের নিমিত্ত টোল বা চতুষ্পাঠীর ব্যয় যোগাইতেন। তাহার গুণী লোক দেখিলে তাহাকে আশ্রয় দিতেন। কবি রামপ্রসাদ সেন এবং ভারতচন্দ্র রায় নদীয়ার জমিদার রাজা কৃষ্ণচন্ত্রের জাশ্রয় পাইয়াছিলেন। কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায় ও তৎপুত্র রঘুনাথ রায়ের আশ্রিত ছিলেন। প্রাচীন গ্রন্থভণিতায় এরূপ প্রতিপালকের অসংখ্য প্রমাণ পাওয়া যায় । [ বাঙ্গালাভাষা দেখ। ] ইংরাজাভু্যদয় । বাঙ্গালায় বাণিজ্যোন্নতিলাভের আশায় ইংরাজ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী মাম্ৰাজ হইতে সমুদ্রপথে বঙ্গাভিমুখে আগমন করেন। ১৬১৪ খৃষ্টাব্দে সর টমাস রে মোগল সম্রাটু জাহাঙ্গীরের কৃপায় বাণিজ্য করিবার আদেশ প্রাপ্ত হন। ১৬২৪ খৃষ্টাব্দে বাঙ্গালার মোগল-প্রতিনিধি ইব্রাহিম খাঁ। ফতে জঙ্গের শাসনকালে উক্ত কোম্পানী পাটনায় বস্ত্রবিক্রয়ের জন্ত কুঠী স্থাপন করেন। তদবধি • ক্রমশঃই বাঙ্গালায় অতি প্রচ্ছন্নভাবে ইংরাজের প্রভাব বিস্তৃত হইতে থাকে। কোম্পানীর কৰ্ম্মচারিগণ কিরূপে আপনাদের কুঠী রক্ষার জন্য সৈন্ত সমাবেশ করিয়াছিলেন, তাহ ইতিহাসপাঠক মাত্রেই অবগত আছেন। ১৬৪৩ খৃষ্টাব্দে হুগলী নগরে এবং ১৬৪২ খৃষ্টাব্দে বালেশ্বরে কুঠী সংস্থাপিত হয়। ১৬৪৫-১৬ খৃষ্টাব্দে সম্রাটু শাহ জহানের আমুকূল্যে ও ডাঃ সার্জন গেত্রিয়ল বাউটনের প্রার্থনায় হুগলীতে ইংরাজ-বণিকৃসম্প্রদায়ের প্রতিপত্তি বিস্তৃত হইয় পড়ে। তদবধি উক্ত কোম্পানী আপনাদের স্বাধিকার রক্ষায় বিশেষ যত্নবান হন । কারণ ঐ সময়ে প্রতিদ্বন্দ্বী ওলন্দাজ, দিনেমার, ফরাসী, জৰ্ম্মণ প্রভৃতি বিভিন্ন বণিকসম্প্রদায়ের সহিত প্রতিপক্ষতা করিয়া ইংরাজদিগকে আপনাদের স্বার্থরক্ষা করিতে হইয়াছিল। এই সময় ইংরাজগণ আপনাদের বাণিজ্যকুঠী স্ববন্দোবস্তে পরিচালিত করিবার জন্য এক এক জন এজেণ্ট নিযুক্ত করেন । ইংরাজ কোম্পানীর এই প্রভাববৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিরেক্টরের আদেশে এজেণ্টের পরিবর্তে এক এক জন গবর্ণর নিযুক্ত হইয়াছিলেন। ১৬৯ খৃষ্টাধে জব চাৰ্ণক কলিকতাবাসী হন। ১৬৯২ [ 84b 1 বঙ্গদেশ (ইংরাজাভু্যদয় ) খৃষ্টাব্দে তাহার মৃত্যু হয়। ঐ বৎসরে হগলী হইতে কলিকাতার ইংরাজ কোম্পানীর এজেন্সী স্থানান্তরিত হইয়াছিল। ১৬৯৬ খৃষ্টাব্দে অরঙ্গজেব-পুত্ৰ আজিম উসসান বাঙ্গালার শাসনকর্তা হন। ১৬৯৮ খৃষ্টাব্দে তিনি ইংরাজ কোম্পানীকে কলিকাতা ও তৎসন্নিহিত দুখানি গ্রাম দান করিয়া তথাকার প্রজাবৃন্দের দোষ গুণের স্তায়বিচার করিৰার ক্ষমতা দেন। তাহারই আদেশে উক্ত বর্ষে কলিকাতায় ‘ফোর্ট উইলিয়ম' দুর্গের ভিত্তি স্থাপিত হয়। ইংরাজগবর্ণর ড্রেকের বিসদৃশ আচরণে বিরক্ত হইয়া নবাব সিরাজ উদ্দৌলা ১৭৫৬ খৃষ্টাব্দে কলিকাতা আক্রমণ ও জয় করেন। পর বৎসর মাম্রাজ হইতে আসিয়া কর্ণেল ক্লাইব কলিকাতা পুনরার মুসলমানের নিকট হইতে কাড়িয়া লন। ১৭৫৭ খৃষ্টাদের জুন মাসে সিরাজকে রাজ্যচ্যুত ও নিহত করিয়া ক্লাইব মীরজাফর আলী খাকে বঙ্গসিংহাসনে অভিষিক্ত করেন। এখান হইতে ইংরাজ কোম্পানীর রাজত্বের সূত্রপাত। মীরজাফর ইংরাজের অভিমতে বাঙ্গাল শাসন করিতে পরায়ুখ হওয়ায় মীর কাসিম আলীকে বাঙ্গালার শাসনভার দেওয়া হয়, কাসিম আলী ইংরাজদ্বেষী হইলে তাহাকে পদচ্যুত করিয়া পুনরায় মীরজাফরকে বঙ্গসিংহাসনে বসান হয়। ১৭৬৫ খৃষ্টাব্দে মীরজাফরের মৃত্যুর পর তৎপুত্র নজম উদ্দৌলাকে বাঙ্গালার মসনদে অভিষিক্ত করা হইয়াছিল। উক্ত বর্ষের জুন মাস হইতে নজম ইংরাজ কোম্পানীর বৃত্তিভোগী হন। এ সালের ১২ই আগষ্ট তারিখে মোগল-সম্রাট, ক্লাইবকে জায়গীরস্বরূপ বঙ্গ, বেহার ও উড়িষ্যার দেওয়ানী দেন। এই দেওয়ানী সনন্দই বাঙ্গালায় ইংরাজ রাজত্বের প্রধান ও প্রথম দলিল। তদবধি ইংরাজগণই বাঙ্গালার প্রকৃত শাসনকৰ্ত্ত হইয়া পড়েন এৰং মুর্শিদাবাদের নবাববংশ ইংরাজের বৃত্তিভোগ করিতে থাকেন । পূৰ্ব্বোক্ত তালিকায় অতি সংক্ষেপে এই প্রতিভাশালী নবাববংশের পরিচয় প্রদত্ত হইয়াছে। ইষ্ট ইণ্ডিয় কোম্পানির অধীনস্থ বাঙ্গালার এজেন্টগণ । নাম কাৰ্য্যগ্রহণকাল মিঃ রালফ কার্টরাইট tురిని * জইল a g + ইয়ার্ড কাপ্তেন জন ক্রকাভেন Yost e মিঃ জেমস ব্রিজম্যান

  • পল ওয়ালডে গ্রেভ - ‘్న ఆtళి * জর্জ গৰ টন ృఆt { * জোনাথান ত্রেবিশী ృళీstly * উইলিয়ম ব্লেক ఆeరి