পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষপ্রবেশ ১৩ বার ২৯ দ্বও, ২২ পল, ৪১ বিপল, ২৪ অমুপল হয় । কিন্তু বাবের অঙ্ক সতের অপেক্ষা অধিক, অতএব ঐ অঙ্ককে ৭ দিয়া ভাগ করিলে ৬ অবশিষ্ট থাকে। সুতরাং ৭ই আশ্বিন শুক্রবার ২৯ দও, ২২ পল, ৪১ বিপল ২৪ অমুপল সময়ে তাহার বর্ষপ্রবেশ হইয়াছিল। ঐ সময় গণনা করিয়া দেখিলে দেখা যায় যে, তখন মীনরাশির পুৰ্ব্বদিকে উদয় হইয়াছে। অতএব ঐ মীনরাশিই বর্ষলগ্ন । পূৰ্ব্বে বলা হইয়াছে যে, উক্ত সময়ে ঐ ব্যক্তি ৫১ বৎসর মতিক্রম করিয়া ৫২ বৎসরে পদার্পণ করিয়াছিল। তাহার জন্মলগ্ন ধনু, ৫১ রাশি সরাইলে শেষ কুম্ভ হয় এবং তৎপর রাশি মীন, অতএব ৫২ বৎসর আরম্ভে পূৰ্ব্বোক্ত নিয়মানুসারে মীন লাশিতে তাহার জন্মলগ্ন সঞ্চার হইয়াছিল। কিন্তু ১৮০৪ শকান্দার আশ্বিন মাসে বৃহস্পতি অতিচারী হইয়া মিথুন রাশিতে ছিল, সুতরাং ঐন্ধপ জন্মলগ্ন সঞ্চালন করিলে গণনায় ব্যতিক্রম হয়। এস্থলে স্বগ্নগণনাব আবশুক। ঐ ব্যক্তির জন্মকালে বৃহস্পতি মকরের প্রায় ২২ অংশে অবস্থিত ছিল, এবং তাহার জন্মলগ্নশ্বট । ৮।১১৫০, অর্থাৎ বৃহস্পতি হইতে দক্ষিণাবর্তের জন্মলগ্ন প্রায় s০ অংশ অন্তর । তাছার বর্ষপ্রবেশকালে বৃহস্পতির স্ফুট ; ১৮৪০, অতএব উহা হইতে দক্ষিণাবর্তে ৪০ অংশ অস্তরে । অর্থাৎ মেষবশির ২৭ অংশে জন্মলগ্ন সঞ্চালিত । এইরূপে প্রতিবৎসর জন্মলগ্নের সঞ্চার হয় বলিয়া জন্মরাশি সুইতে গ্রহগোচরফল বিচার করা যায়। এক্ষণে ঐ সঞ্চালিত l | t | | শু ও বর্ষলগ্ন হইতে যেরূপে ৰাৎসরিক শুভাশুভ ফল নির্ণীত । হয়, তাহ অতিসংক্ষেপে বলা যাইতেছে। গ্ৰহগণ জন্মকালে শুভ হইয়া বর্ষপ্রবেশকালেও শুভ হইলে । aভঞ্চলেৰ আধিক্য হয় । কিন্তু জন্মকালে শুভ হইয়া বর্ষপ্রবেশ- | কালে অশুভ হইলে বর্ষের প্রথমদ্ধে শুভ এবং শেষাদ্ধে অশুভ ..। আর যদি জন্মকালে অশুভ হইয়া বর্ষপ্রবেশকালে শুভ । ছয, তবে বধের প্রথমাদ্ধে অশুভ এবং শেষাদ্ধে শুভ হইয় থাকে। । লগলগ্ন, জন্মলগ্ন, সঞ্চালিত জন্মলগ্ন ও জম্মরাশিতে শুভএহের যোগ বা দৃষ্টি থাকিলে, অথবা তদধিপতি গ্ৰহগণ শুভ গৃহগত হইয়া শুভযুক্ত বা দৃষ্ট হইলে সে বর্ষে বিবিধ প্রকার সুখ হয়, ইহার বিপরীতে অশুভ হইয়া থাকে। গুগল বা জন্মরাশি হইতে অষ্টম রাশিতে অথবা জন্মকালে সঞ্চালিত জন্মলগ্ন হইলে সেই বর্ষে বিশেষতঃ ঐ লগে যদি পাপ গ্রহের যোগ বা দৃষ্ট থাকে তাহ হইলে মানব পীড়াযুক্ত ও বিপদাপন্ন হয় । জন্মকালীন অষ্টমস্থ পাপগ্রহ বর্ষলগ্নে থাকিলে বিশেষ অশুভ [ ७4० ] } দে প্লাশিতে শনি কিংবা মঙ্গল ছিল, সেই রাশিতে, বর্ষলগ্ন কিংবা বর্ষপ্রবেশ ফল হইয়া থাকে। যদি বর্ষপ্রবেশের অল্পদিন পূৰ্ব্বে বা পরে পাপগ্ৰহগণ বক্ৰী হয় এবং বর্ষলগ্নে পাপগ্রহের যোগ বা দৃষ্ট থাকে, তাহা হইলে সেই বর্ষে নানাবিধ কষ্ট ও ব্যাধি হয়। বর্ষপ্রবেশকালে চঞ্জ জন্মরাশিতে জন্মনক্ষত্রযুক্ত হইয়া বর্ষলগ্নের চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, কিংবা দ্বাদশ গৃহ ভিন্ন অন্নগৃহে অবস্থান করিলে এবং তাছার প্রতি শুভগ্রহের দৃষ্টি থাকিলে, সে বর্ষে বিবিধ শুভফল হইয়া থাকে। নচেৎ বিপরীত ফল হয় । বর্ষলগ্নাধিপতি, জন্মলপ্লাধিপতি, সঞ্চালিত জন্মলগ্নাধিপতি ও জন্মকালীন বলবান গ্ৰহগণ বর্ষপ্রবেশকালে নীচস্থ অথবা দুৰ্বল হইলে রোগ, শোক ও অর্থনাশ হয়। বর্ষপ্রবেশকালে ধমুল শুভগ্রহযুক্ত বা দৃষ্ট হইলে ধনাগম, কিন্তু পাপগ্রহযুক্ত বা দৃষ্ট হইলে ধননাশ হয়। জন্ম ও বর্ষলগ্নে চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, কিংবা দ্বাদশে সঞ্চালিত লগ্ন হইলে অথবা উহাতে যদি পাপগ্রহের যোগ বা দৃষ্টি থাকে তাহ হইলে অশুভ হয়। জন্ম ও বর্ষ এই উভয় লগ্ন হইতে উক্ত স্থান ভিন্ন অঙ্গ কোন গৃহে জন্মলগ্ন সঞ্চালিত হইলে শুভফলের আধিক্য হয়। কিন্তু ঐ সঞ্চালিত লগ্ন জন্মলগ্ন হইতে শুভভাবস্থ হইয়া বর্ষলগ্ন হইতে অশুভ গৃহগত হইলে বর্ষের প্রথমাদ্ধে শুভ এবং শেষার্দ্ধে অশুভ হইয়া থাকে। আর যদি উহা জন্মলগ্ন হইতে অশুভভাবস্থ হইয়া বর্ষলগ্ন হইতে শুভগৃহগত হয়, তাহা হইলে বর্ষের প্রথমার্দ্ধে অশুভ এবং শেষার্দ্ধে শুভ হইয়া থাকে। সঞ্চালিত জন্মলগ্ন চতুর্থ কিংবা সপ্তম গৃহগত হইয়। যদি কোন শুভ গ্রহযুক্ত হয়, তাহা হইলে পূৰ্ব্বোক্তভাবে অশুভ না হইয়। বরং শুভ হইয়া থাকে। ঐ লয় রবিযুক্ত হইলেও শুভফললাভ হয় । বর্ষলগ্নে জন্মলগ্নের সঞ্চার হইলে সন্মান, অপত্য, রাজপ্রসাদ ও ধনলাভ, প্রতাপবৃদ্ধি, শরীরের পুষ্টি এবং শত্রুনাশ হয়। দ্বিতীয় স্থানে হইলে সন্মান, যশ, অর্থ, বন্ধু, সুথ এবং স্বাস্থ্য লাভ হয় । তৃতীয় স্থানে হইলে নিজ উৎসাহে ধন, যশ ও মুখলাভ, ধৰ্ম্মবৃদ্ধি, শরীরপুষ্টি এবং রাজসন্মান লাভ হয় । চতুর্থ স্থানে হইলে পীড়া, শত্ৰুভয়, স্বজনগণের সহিত কলহ, মনস্তাপ, জনাপবাদ ও মনকষ্ট হয়। পঞ্চম স্থানে হইলে আত্মজ; ধন ও রাজপ্রসাদ লাভ, প্রতাপবৃদ্ধি এবং ধৰ্ম্মোন্নতি হয় । ষষ্ঠ স্থানে হইলে শক্রবৃদ্ধি, রোগ, চেীর বা রাজভয়, কাৰ্য্য ও অর্থনাশ এবং দুবুদ্ধিবশতঃ অমুতাপ হয়। সপ্তম স্থানে হইলে পুত্র, কলত্র, মিত্র ও অর্থনাশ, শক্রবৃদ্ধি, কলহ, দুরধাত্রা এবং উৎসাহভঙ্গ হয়। অষ্টম স্থানে হইলে শত্রুভয়, ধৰ্ম্ম ও অর্থক্ষয়, বলহানি, রোগ, শোক, বিপদ বা মৃত্যু হয় । নবম স্থানে হইলে অর্থপ্রাপ্তি,