পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য == করেন, তাহাতে মিদীয়ার পাশ্ববর্তী স্থানের অধিবাসিবুন তাহার বহুত স্বীকার করেন এবং ইহার অল্পকাল মধ্যে বাবিলন তাহার ভূধিকারভুক্ত হয়। দেমিতার এইরূপ রাজ্যক্ষয়দর্শনে ভীত হইয়া সসৈন্তে রণস্থলে উপস্থিত হন এবং যুদ্ধে তিনি মিদীয়ার শাসনকর্তাকে বিনাশ করেস । ১ম অস্তি ওকের পর হইতে পার্থিবাধিপতির শান্তভাবে রাজত্ব করিতেছিলেন এবং ১৭১ খৃঃ পূঃ পৰ্য্যন্ত রাজ্যবিস্তার করিবার চেষ্টা করেন নাই। ১৭১ খৃঃ পূঃ, পার্থিব-নরপতি ফ্রবতি ( Phrantes ) প্রাণত্যাগ করিলে তাহার ভ্রাতা ১ম মিত্ৰদাত সিংহাসন লাভ করেন। মিয়দাত বুদ্ধিমান ও সাহসী ছিলেন। তিনি রাজপদে প্রতিষ্ঠিত হইয় রাজ্যবিস্তারের অভিলাষী হন । এই সময়ে বক্রিয়াধিপতি ইউখাদেমীর পুত্ৰ দেমিতার ( Dometrius = দেবমিত্র ) ভারতজয়ে অগ্রসর হন । তিনি পঞ্জীব অধিকার করিয়া শাকলে মাপন পিতৃ নামে রাজধানী স্থাপন করেন । তিনি সিন্ধুনদ বাছিয়া পত্তল, স্বরাষ্ট্র ও ভয়কচ্ছ জয় করিয়াছিলেন। কিন্তু অবশেষে ইউক্রোতিদেস নামে এক ব্যক্তি র্তাহার নিকট হইতে বত্তিয়ারাজ্য কড়িয়া লন। ইহার কিছু পরে বক্রিয়ায় অন্তর্বিপ্লব উপস্থিত হয়, এবং ইউক্রাতিসের (Ueratides ) মৃত্যুর পর আরও ঘোরতর হইয়া উঠে। কোন কোন ঐতিহাসিক লিখিয়াছেন, মিত্রদীত এই সুযোগে ভারতবর্ষ পর্য্যস্ত আপন রাজ্য বিস্তার করেন । তিনি পূৰ্ব্বভাগে এইরূপ বিজয়লাভ করিয়া গ্ৰীকসাম্রাজ্যের প্রতি দৃষ্টিনিক্ষেপ করিতে থাকেন । ১৫০ খৃঃ পূঃ অব্দে এক বাক্তি তান্তি গুক এপিফেনির পুত্র বলিয়া উপস্থিত হয় এবং পার্শ্ববর্তী নরপতিগণের সাহায্যে দেমিতারকে যুদ্ধে পরাভূত ও নিহত করিয়া সিংহাসন অধিকারপূর্বক ১৪৫ খৃঃ পূঃ পৰ্য্যন্ত রাজত্ব করেন । ইনি অবশেষে টলমির সহিত যুদ্ধে পরাস্ত হইয়া श्रृंशाग्रनदप्ल निरुज्र इन । ३ङ्द्र शृङ्गाल्न श्रृङ्ग २ग्र Cनबिज्रान्न (D"metrius) রাজ্যলাভ করেন । ইহার আচরণে সকলে এরূপ অসন্তুষ্ট হইয়া উঠেন যে, শীঘ্রই এক ব্যক্তি সিংহাসন প্রাণী হইয়। উপস্থিত হয় এবং রাজোপাধি গ্রহণ করে। পাচ বৎসরকাল যুদ্ধের পর সিরীয়ার অধিকাংশ দেমিতারের হস্তচু্যত হয় । যে সময়ে এশিয়ায় গ্ৰীকসাম্রাজ্যের এইরূপ শোচনীয় দশ উপস্থিত, সেই সময়ে মিত্ৰদান্ত মিদীয় আক্রমণ করেন এবং এই যুদ্ধে সফলকাম হইয়া বরকান প্রদেশে গমন করেন। ইহার পর বাধিলন ষ্টtহার হস্তগত হয়। অবশেষে ১৪৭ খৃঃ পূঃ অন্সে দেমিতারের সেমাপতি উহার নিকট পরাজিত হইলে এসিয়াস্থ সমুদয় সিরীযtপ্রদেশ মিত্রদীতের হস্তগত হয়। দেমিতার গ্রী - ৪ মাকিদনদিগের সাহায্যে পুনরায় রাজ্য [ ২৬৬ ] পারস্য উদ্ধারের চেষ্টা করেন। পার্থিবগণ তাহার সহিত কয়েকটী যুদ্ধে পরাজিত হয় ; কিন্তু ১৩৯ খৃঃ পূঃ মিত্রদাতের সেনাপতি কর্তৃক দেমিতারের সমুদয় সৈন্ত বিনষ্ট হয় ও তিনি স্বয়ং বনী হন। মিত্ৰদাত সমুচিত সন্মান প্রদর্শনপূর্বক বরকানে তাহার বাসস্থান নির্দিষ্ট করিয়া দেন, এবং আপন কস্তার সহিত র্তাহার পরিণয় কাৰ্য্য সম্পন্ন করান। এই সময় হইতে এসিয়ায় গ্ৰীকসাম্রাজ্য চিরকালের জন্ত বিলুপ্ত হইয়া যায়। মিত্রদীত ১৩৮ খৃঃ পুঃ অব্দে বুদ্ধ বয়সে প্রাণত্যাগ করেন। তিনিই পার্থিব ( Parthian ) সাম্রাজ্যের স্থাপয়িত । তিনি স্থায়পরায়ণ ও দয়ালু ছিলেন। তিনি অন্তান্ত দেশের উৎকৃষ্ট পদ্ধতি সকল আপন রাজ্যে প্রচলিত করেন । risis (Parthian) also ইরাণে মাকিদনিয়া-রাজ্যের অধঃপতনের সহিত পূৰ্ব্বইরাণে গ্ৰীক স্বাধীনতার অবসান হয়। ১০০ খৃঃ পূঃ পৰ্য্যস্ত স্বাধীন বক্তিয়ার উল্লেখ দৃষ্ট হয়। তৎপরবর্তী প্রাচীন মুদ্রণয় আর কোন স্বাধীন রাজার নাম পাওয়া যায় না । মিত্রদাতের মৃত্যুর পর তাহার পুত্র পিতার উত্তরাধিকারী হন, এবং পিতার নায় রাজ্যবৃদ্ধি করিতে আরম্ভ করেন । এষ্ট সময়কার যে সকল মুদ্রা পাওয়া যায়, তাহাতে লিখিত আছে যে তিনি শক ( Scythian )-দিগের নিকট হইতে মাগিয়ানা নামক স্থান বলপূৰ্ব্বক অধিকার করেন। এই সময়ে সেলুকসবংশীয়েরা আপনাদিগের আধিপত্য পুনঃ সংস্থাপনের জন্য সবিশেষ চেষ্টা করিতেছিলেন । ৭ম অস্তিওক প্রথমে সিরীয়ায় বিদ্রোচদমন করিয়া বাবিলন ও জেরুসালেম অধিকার করেন । তৎপরে ৮০০ • • সৈন্য সহ পার্থিবদিগের বিরুদ্ধে অগ্রসর হইতে থাকেন। পার্থিবদিগের বিদ্বেষী অনেক ভূপতি র্তাহীর সহিত মিলিত হন । মহা জীব ( Great Z b ) ও অন্য দুইটা যুদ্ধে পার্গিবের পরাজিত হইলে অস্তি ওক মিদীয়ায় প্রৱেশ করেন এবং তথায় শীত ঋতুর আগমনে সেনা সন্নিবেশপুৰ্ব্বক অবস্থিতি করিতেছিলেন, এই সময় সন্ধির প্রস্তাব ছয় । অস্তিওক অনেক অন্যায় প্রস্তাব করায় পার্থিবেরা অসম্মত হয়। &ীকদিগের অসদ্ব্যবহারে এই স্থানের অধিবাসীরা অত্যন্ত উত্যক্ত হইয়া উঠে এবং মিদিস গোপনে পার্থিবদিগের সহিত সন্ধি করেন । পার্থিবেরা সহসা অস্তিওকের শিবির আক্রমণ ও র্তাহাকে পরাজিত করে। ইহাতে র্তাহার প্রায় সমুদয় সৈন্য বিনষ্ট হয় এবং তিনি শক্রহস্তে বন্দী হইৰার ভূয়ে স্বয়ং পৰ্ব্বত হইতে লম্ফ প্রদানে ভূতলে পতিত হইয়া প্রাণত্যাগ করেন । ৭ম অস্তিওকের সহিত যুদ্ধকালে দেমিতার মুক্তি পাইয়াছিলেন। যুদ্ধাবসানে ফ্রবতি তাহাকে পুনরায় ধৃত করিবার