বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য দিগের সহিত যুদ্ধ উপস্থিত হয়, পারসিক খৃষ্টানগণ তাহাদিগের প্রতি সহানুভূতি প্রকাশ করায় তাহাদিগের প্রতি ঘোরতর অত্যাচার চলিয়া ছিল, তাহাদিগের উপাসনামন্দির ভগ্ন ও কতশত পুরোহিত প্রস্তরাঘাতে নিহত হইয়াছিল ৷ ৩৩৭ খৃঃ অধো রোমকদিগের সহিত যুদ্ধ ঘটে এবং শাহপুর বহুলৈঙ্কসহ রণক্ষেত্রে উপস্থিত হইয়াছিলেন । ২৫ বৎসর পরে এই যুদ্ধের অবসান হয়। শাহপুর সংগ্রামে বহুবার রোমকদিগকে পরাজিত করিয়াছিলেন, কিন্তু রোমকদিগের দুর্গ সকল স্বধৃঢ় হওয়ায় তিনি সম্যক্ বিজয়লাভ করিতে পারেন নাই । অবশেষে রোমকসম্রাটু জুলিয়ান শাসনীয়রাজধানী আক্রমণ করিবার জন্ত শত্রুরাজ্যে প্রবেশ করিলেন । কিন্তু রাজধানী সুরক্ষিত দেখিয়া পশ্চাৎপদ হইলে প্রত্যাবর্তনকালে শক্রহস্তে তাহার বহু সৈন্ত বিনষ্ট ও অবশেষে নিজে নিহত হন । তাহার মৃত্যুর পর রোমকদিগের সহিত শাহুপুরের সন্ধি হইল । সন্ধি অনুসারে শাহপুর তাইগ্রীস্ নদীর পূর্বদিক্ৰন্থ ভূমি এবং মেসোপটমিয়ার কিয়দংশ প্রাপ্ত হইলেন ও স্থির হইল যে, রোমকেরা আৰ্ম্মেণিয়াধিপতির কোন প্রকার সাহায্য করিবেন ল। এই সন্ধিসর্তে এবং আৰ্ম্মেণিয়াধিপতি তাহার হস্তে বনী হইলেও শাহপুর আৰ্ম্মেণিয়া অধিকার করিতে পারেন নাই । জাৰ্ম্মেণিয়া ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল, এবং এখানকার খৃষ্টানের রোমকদিগের পক্ষপাতী ছিল। রোমকেরা গোপনে তাহাদিগকে সাহায্য করিতে থাকে। ৩৭১ খৃঃ অবে প্রকাগুরূপে রোমকসৈন্ত শাসনীয় সৈন্তগণের সন্মুখীন হইয়াছিল, কিন্তু এই সময়ে গথের রোমকরাজ্য আক্রমণ করায় উভয়পক্ষে পুনরায় সন্ধি হইল। ৩৭৯ খৃঃ অব্দে ২য় শাহপুর কালগ্রাসে পতিত হন। ২য় শাহপুরের মৃত্যুর পর দ্বিতীয় অৰ্দশীর এবং তৎপরে ৩য় শাহপুর রাজত্ব করেন । ইহাদের রাজত্বসময়ে বিশেষ কোন ঘটনা উপস্থিত হয় নাই। ৩য় শাহপুরের পুত্র মজুদেজার্দ ৩৯৯ খৃঃ অঙ্গে রাজা হন। পারসিকেরা তাহাকে বুদ্ধিমান কিন্তু অধাৰ্ম্মিক বলিয়া নির্দেশ করিয়াছেন। খৃষ্টধৰ্ম্মাবলম্বিগণের প্রতি অনুকম্পাগ্রদর্শনই ইহার কারণ বলিয়া বোধ হয় । এই ৩য় শাহপুরের রাজত্বকালে খৃষ্টানের উপাসনাকালে একত্র সমবেত হইতে পারিতেন এবং তাহাদিগের প্রধান ধৰ্ম্মযাজক দৌত্যকার্য্যে নিযুক্ত হইয়া রোমে গমন করেন। ৪•৮ খৃঃ অন্ধে রোমক-সম্রাটের সহিত র্তাহীর বন্ধুতা জন্মে। এই কারণে পারস্তের সন্ত্রান্তলোকের তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বরকান প্রদেশে অবস্থানকালে তাহাদিগের চক্রাস্তে गश्न उँशन्न भूङ्का श्ञ । [ २१२ ] SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASSSAS পারস্য পিতার মৃত্যুসংবাদ পাইয়। ৪র্থ শাহপুর আৰ্ম্মেণিয়া হইতে রাজধানী অভিমুখে যাত্র করেম, কিন্তু পথিমধ্যে নিহত হন । র্তাহার মৃত্যুর পর খসরু নামে এক ব্যক্তি সিংহাসন লাভ করেন, কিন্তু শাহ পুরের ভ্রাত বহরাম রাজ্যপ্রার্থী হওয়ায় খসরু রাজপদত্যাগ করিতে বাধ্য হন। বহরাম সৰ্ব্বদা প্রফুল্লচিত্ত ও কামিনীর সহবাসপ্রিয় ছিলেন । তিনি রাজপদে অধিষ্ঠিত হইয়াই খৃষ্টানদিগের প্রতি অত্যাচার করিতে লাগিলেন ও রোমকদিগের সহিত বিবাদ ঘটাইলেন । তাহার সেনাপতি রোমকাধীন কনস্তান্তিনোপল অধিকার করেন । ৪২২ খৃঃ অন্ধে উভয়পক্ষে সন্ধি হয়। এই সন্ধি অনুসারে খৃষ্ঠানগণের উপর অত্যাচার কিছুকালের জন্য বন্ধ থাকে। এই সন্ধির পর হুণজাতির সহিত পারসিকদিগের বিবাদের প্রথম স্বত্রপাত। হুণেরা বত্তিয়া ও তাঁহার পার্শ্ববর্তী প্রদেশে বাস করিত। তাছাদের সহিত খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর শেষভাগ পর্যন্ত যুদ্ধ চলিয়ছিল । বহরামের মৃত্যুর পর তাহার পুত্র ২য় যজদেজাদ রাজা হইলেন। ইহীর সময়ে খৃষ্টানদিগের উপর অত্যাচার হওয়ায় আৰ্ম্মেণিস্নায় বিদ্রোহ উপস্থিত হয় এবং অবশেষে তাহাদিগের ধৰ্ম্মে কোন প্রকার হস্তক্ষেপ করা হইবে না স্বীকার করায় বিদ্রোহ প্রশমিত হয় । যজুদেজাদের মৃত্যুর পর তাহার দুই পুত্রের মধ্যে বিবাদ বাধে । পিরোজ হুণগণের সাহায্যে আপন ভ্রাতাকে বিনাশ করিয়! সিংহাসন অধিকার করেন । কিন্তু সিংহাসনপ্রাপ্তির পর হুণগণের সহিত আবার যুদ্ধ বাধিল । পিরোজ কয়েকট যুদ্ধে জয়লাভ করিলেন বটে, কিন্তু মরুভূমিতে যুদ্ধ হওয়ায় তাহাকে অনেক অসুবিধা ভোগ করিতে হইয়াছিল এবং এই জন্ত তিনি হৰ্ণদিগের সহিত সন্ধি করিতে বtধ্য হইলেন । ৪৮৪ খুঃ অব্দে পিরোজ সন্ধিভঙ্গ করায় পুনরায় বিরোধ উপস্থিত হয় । এই যুদ্ধে পিরোজ পরাজিত ও নিরুদেশ হন। হণের পারস্তে প্রবেশ করিয়া নগরগ্রামলুণ্ঠন ও অত্যাচার তারস্তু করিল । পারসিকের প্রতি বৎসর করদানে স্বীকৃত হওয়ায় হুণের স্বদেশে ফিসিয়া আসিল । পিরোজের মৃত্যুর পর তাহার ভ্রাতা বলাশ রাজা হইলেন, কিন্তু পারসিক পুরোহিতগণের বিপক্ষতাচরণ করায় অল্পকাল মধ্যেই তিনি রাজচ্যুত হইলেন ( ৪৮৯ খৃঃ অঃ ) । পিরোজের পুত্র ১ম কবাধ ৪৮৯ খুঃ অবো সিংহাসনে অধিরোহণ করেন। পুরোহিত ও সন্ত্রাস্ত পারসিকগণের প্রাধান্ত খৰ্ব্ব করাই তাছার প্রধান লক্ষ্য ছিল, কিন্তু ইহাতে রাজ্যমধ্যে বিদ্রোহবহি জলিয়া উঠিল এবং নিজে শক্রহন্তে বন্দী হইলেন। পরে কবাধ পলাইয়া গিয়া ছুণদিগের আশ্রয়