পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

------- পালিতানা [ ७२8 1 পালিত্য মন্ত্রাণি নিজ্জিতজগস্তি কিমপিতানি ॥” ( গীতগো” ৩১৩ ) ১১ সেতু । ১২ কল্পিত ভোজন । ১৩ প্রশংয়। ১৪ উৎসঙ্গ । ১a প্রস্থ । ১৬ চিহ্ন । ‘জাতশ্বশ্ৰুঞ্জিয়াং গ্রাস্তে সেতে কল্পিতভোজনে । প্রশংসা কর্ণলতয়োরুৎসঙ্গে প্রস্থচিহ্নয়োঃ * ( হেম ) পালি, রাজপুতানায় যোধপুররাজ্য মধ্যে একট নগর । অক্ষা” ২৫° ৪৬’ উঃ এবং দ্রাঘি’ ৭৩" ২৫, ১৪% পুং, নসিরাবাদ হইতে দিশায় যাইবার পথে অবস্থিত। পশ্চিম রাজপুতানার মধ্যে ইহ প্রধান বাণিজ্যস্থান। পূর্বে এই নগর প্রাচীরবেষ্টিত ছিল ; কিন্তু রাজপুত রাজাদিগের পরস্পরের সহিত যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হইয়াছে। এই নগরের বর্তমান আয় ১• • • • • টাকা। ১৮৩৬ খৃঃ অব্দে এই নগরে ভয়ানক মড়ক উপস্থিত হয় । ১৮৮২ খৃঃ অব্দে পালিনগর রাজপুতানা-মালব-রেলওয়ের একটি শাখার সহিত সংযুক্ত হইয়াছে । পালি, অযোধ্যার অন্তর্গত হর্দোই জেলায় শাহাবাদ তহসালের একট পরগণা । এই পরগণার পূর্বভাগ দিয়া গার। নদী প্রবাহিত হইতেছে। এই নদীর চরে প্রচুর পরিমাণে অহি* ফেন, তামাক, ও শাকসবজি উৎপন্ন হয়। পরগণার অন্তান্ত স্থান প্রায়ই জঙ্গলে পূর্ণ। পরগণার পরিমাণ ৭৩ বর্গ মাইল । গবমেন্টের রাজস্ব ৩৭০৪০ টাকা । ২ উক্ত তহসীলের একটি নগর এবং পালি পরগণার সদর । অক্ষা ২৭° ৩১ ৪৫° উঃ এবং দ্রাঘি’ ৭৯° ৫৩' ২• পূঃ । ইহা দেশীয় রঞ্জাদিগের সময়ে সমুদ্ধিশালী নগর ছিল ; কিন্তু এখন ইনশ্ৰী হইয়াছে। এখানে ২ট মসজিদ ও একটা হিন্দুমন্দির আছে। এথানে মোটা কাপাসবক্স প্রস্তুত হইয় থাকে। পালি, কোচ জাতির একটা শাখা । মালদহ অঞ্চলে ইহাদের বাস । [ কোচ দেখ। ] পালিংহির (পুং ) মওলিসপভেদ । ( স্বশ্ৰত কল্পস্থা ৪ অ” ) পালিক। ( স্ত্রী ) পালিরেব, স্বার্থে কন্‌ টাপ্‌ চ। ১ অশ্রি, কোণ । ২ কর্ণপত্র । ( শব্দচ" ) ৩ দধ্যাদি ছেদনী, পৰ্য্যায়— কুস্তলিক । (হারাবলী ) ৪ পালনকৰ্ত্তী, যিনি পালন করেন। পলিখেরা, মথুরার সেনানিবেশ হইতে ৩ মাইল দূরে অবস্থিত একখানি গগুগ্ৰাম । এই গ্রামে একট প্রাচীন স্তপ আছে ; তাহা হইতে কতকগুলি পুরাতন ভগ্নস্তম্ভ এবং একটী নাগিনী মূৰ্ত্তি পাওয়া গিয়াছে। পালিগঞ্জ, পাটনা জেলাস্থ একটী ক্ষুদ্র নগর, শোণনদী তীরে অবস্থিত। এখানে একটী থানা অাছে । পালিতান, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত কাঠিবাড় গোছেলবার বিভাগে একটা দেশীয় রাজ্য । অক্ষা” ২১* ২৩ ৩০" ও _ - ২১° ৪২' ৩০" উঃ এবং দ্রাঘি” ৭১° ৩১ ও ৭২• • ৩০% পুঃ । পরিমাণ ২৮৮ বর্গমাইল । পাৰ্ব্বত্যস্থান ভিন্ন অপ্তাগু স্থান গ্রীষ্মপ্রধান । এখানে জ্বরের প্রাচুর্ভাব অত্যন্ত অধিক । এখানকার রাজার গোহেল-রাজপুত-বংশীয় । তিনি রাজ্যসংক্রান্ত সমুদয় কাৰ্য্য নিৰ্ব্বাহ করেন । রাজ্যের আয় ২• • • • •N টাকা, তন্মধ্যে বরদার গাইকবাড়কে ও জুনাগড়ের নবাবকে ১৯৩৬৪২ টাকা কর দিতে হয় । রাজ্য মধ্যে ৪৫s সৈন্ত ও ১৭ট বিদ্যালয় আছে । ২ উক্ত পালিতান রাজ্যের প্রধান নগর, অক্ষা” ২১° ৩১ ১ •* উঃ, এবং দ্রাঘি” ৭১° ৫৩' ২০' পূঃ । আহ্মদাবাদ হইতে ১২০ মাইল, বরোদা হইতে ১০৫ এবং বোম্বাই হইতে ১০৫ মাইল দূরে শত্রুঞ্জয় নামক পাহাড়ের পাদদেশে অবস্থিত। লোকসংথ্যা ১ • ৪৪২, তন্মধ্যে হিন্দু ৮৫৮৬ ও জৈন ১৯৫৭ । এই স্থান সমুদ্রপৃষ্ঠ হইতে ১৯৭৭ ফিটু উচ্চ। জৈনদিগের যে পাচটা পবিত্র পৰ্ব্বত আছে, শত্রুঞ্জয় তন্মধ্যে সৰ্ব্বশ্রেষ্ঠ । এই স্থানে তীর্থঙ্কর আদিনাথের মন্দির অাছে । শক্রঞ্জয় পৰ্ব্বতের শিরোভাগ মন্দিরশ্রেণীতে বিভূষিত । এই স্থানে চৌমুখ নামে যে মন্দির আছে, তাহ ২৫ মাইল দূর হইতে দেখিতে পাওয়া যায় । সময় সময় এই স্থানে বহুসংখ্যক তীর্থযাত্রীর সমাগম হয় । আদিনাথের মন্দির থাকায় প্রায় প্রত্যেক জৈনই তীর্থদর্শন মানসে অন্ততঃ একবার এই স্থানে আগমন করিয়া থাকেন। জৈনমন্দির ব্যতীত শত্রুঞ্জয় পৰ্ব্বতে হিন্দু মন্দির ও মুসলমান পীর হেঙ্গরের মন্দির আছে। পৰ্ব্বতোপরি উঠিবর জন্ত সোপান আছে । মন্দির সকল মৰ্ম্মর প্রস্তরনিৰ্ম্মিত । এই মন্দির সকলের শিল্পনৈপুণ্য ও এই স্থানের প্রাকৃতিক শোভা দর্শন করিলে মন আনন্দরসে আপ্লুত হয়। শিল্পশাস্ত্রবৎ ফাগুসন এই সকল মন্দিরের শোভাদর্শনে মুগ্ধ হইয়। বলিয়া গিয়াছেন যে, হিন্দুরা এই সকল মন্দিরনিৰ্ম্মাণে যেরূপ নূতনত্ব ও শিল্পনৈপুণ্যের পরাকাষ্ঠী প্রদর্শন করিয়াছেন, সেরূপ য়ুরোপে মধ্যযুগের পর হইতে আর দৃষ্ট হয় না । [ শত্রুঞ্জয় দেথ। । পালিত (ত্রি ) পাল-ক্ত। রক্ষিত । “চিত্ৰলেখা তমাঙ্কায় পেত্ৰং কৃষ্ণস্ত যোগিনী । যযৌ বিহায়সা রাজন! দ্বারকাং কৃষ্ণপালিতাম্।”(ভাগ"১০৬২অঃ) ২ ক্রোষ্ট বংশীয় নুপভেদ। ৩ দেশভেদ । (হরিবং ৩৭ অঃ) ৪ শাখোট বৃক্ষ । ( শব্দার্থকল্পত” ) ক্সিয়াং টাপ । ৫ কুমারামুচর মাতৃভেদ। ৬ কায়স্থাদির উপাধিবিশেষ । পালিত্য (ক্লী ) পলিতস্ত ভাব পলিত-ব্যঞ, ১ কেশের শুভ্ৰতাদি। পালিতস্ত অদূরদেশাদি সঙ্কাশাদিত্বাৎ ণ্য। ২ পলিতের সন্নিকৃষ্টদেশাদি ।