পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পর্তুগীজ [ 8& J পর্তুগীজ পর মহারাষ্ট্রলেমাপতি শালসেটা আক্রমণ করেন, কিন্তু এবার ইংরাজ ও পর্তুগীজের একত্র হইয়া যুদ্ধ করার মহারাষ্ট্রবল পরাজিত হইয়াছিল । ১৭৩১ খৃষ্টাকে ৩রা জুলাই বৰ্মাই নগরে এক সন্ধিপত্র লিখিত হয়, তাহাতে মহারাষ্ট্রপতি পর্তুগীজদিগের যে সকল স্থান অধিকার করিয়াছিলেন, তাহ ছাড়ির দিতে সম্মত হইলেন । কিন্তু এই সন্ধি অনুসারে কোন কার্য হয় নাই। ২রা অক্টোবর পর্তুগীজের পানিয়াল গ্রামে মহারাষ্ট্রদিগকে পরাজয় করিলেন । ১৭৩২ খৃষ্টাব্যে ১৭ই জামুয়ারী উভয়পক্ষের প্রতিনিধি সন্ধির প্রস্তাব লইয়া বোম্বাই নগরে উপস্থিত হন। ১৭৩৪ খৃষ্টাব্দে ৮ই মে, পর্তুগীজ-সেনাপতি ডম লুইজ বোটেলহো দস্থানায়ক অঙ্গিয়ার গতিরোধ করিবার জন্ত বহু যুদ্ধজাহাজ লইয়া কসাই নগরে আগমন করেন। ইত্যবসরে শম্ভাঙ্গী-অঙ্গিয় চেউল-দুর্গ অধিকার করিয়া বসিলেন। পর্তুগীজ-সেনাপতি কোলাবার শাসনকর্তার পরামর্শে শত্তাজিকে তাক্রেমণ করিলেন । কিন্তু শস্তাজির পরাক্রমে পর্তুগীজ-সেনাপতি পৃষ্ঠপ্রদর্শন করিতে বাধ্য হইয়াছিলেন। শেষে বোম্বাইএর ইংরাজগবর্ণর অঙ্গিয়া ও পর্তুগীজের বিবাদ মিটাইয় দেন । কোলাবার শাসনকর্তা জঙ্গিয়ার সহিত যুদ্ধ করিলে, পর্তু গীজদিগকে কএকটী স্থান দিবেন এরূপ আশা দিয়াছিলেন। কিন্তু তাহ ন পাওয়াতে ১৭৩৭ খৃষ্টাব্দে পর্তুগীজের শস্তাজি জঙ্গিয়ার সহিত যোগ দিয়া তাহার ভ্রাতা মান্নাজির বিরুদ্ধে কোলাব আক্রমণ করিলেন। পেশবা এই সংবাদ পাইয়া ভার পাইলেন । তাছার অধীনে শঙ্করজী কতরাবার, অম্বরগাও, নাগল, দমু ও অবশেষে মহিম অধিকার করিলেন । পর্তুগীজের অবনতমস্তকে মহারাষ্ট্রকরে মহিমদুর্গ অর্পণ করিয়া স্ত্রীপুত্র লইয়া বসাই নগরে চলিয়া সামিলেন। মহিম অধিকারের পরেই মহারাষ্ট্র-সেনাপতি কালমী, সরিদান, ত্রিপুর, অসারিম্ প্রভৃত্তি পর্তুগীজ দুর্থ দখল করিলেন । ইহার পর ৩• • • অশ্বারোহী ও ৬• • • মহারাষ্ট্রসেন আসিয়া মার্শ্বাগোয় অবরোধ করিল। গোয়াবাসীর মানসন্ত্রম রক্ষার জচ্চ পর্তুগীজ রাজপ্রতিনিধি সন্ধি করিয়া ফেলিলেন। ১৭৩৯ খৃষ্টাব্দে ২রা মে সন্ধি হইয়া গেল। স্থির হইল, শালসেট ও বারদেশের যাহা রাজস্ব আদায় হইবে, তাহার শতকরা ৪০ ভাগ বাজীরাও পাইবেন। পর্তুগীজ গবমেণ্ট বাজীরাওকে ৭ লক্ষ টাকা দিতে বাধ্য হইলেন। দমন প্রদেশ ও তাহার দুর্গগুলির বিনিময়ে বাজীরাও বসাই পাইলেন। ইহার পর দস্থাপতি অঙ্গি যার উৎপাতে পর্তুগীজের ব্যতিব্যস্ত হইয় পড়িল। এখন পর্তুগীজ-গবর্মেন্টের রক্ষার উপযোগী অর্থ সামর্থ্য নাই। কাজেই পর্তুগীজ-গবণর বাজীরাওকে চেউল জেলা প্রদান করিয়া পুনরায় সন্ধিস্থত্রে আবদ্ধ হইলেন। এখন কেবল গোয়, দমন ও দীউ এই তিনটার্মাত্র স্থান পর্তুগীজদিগের অধিকারে থাকিল। বর্তমানকালেও এই তিনটী স্থানে পর্তুগালরাজের আধিপত্য চলিতেছে এবং পর্তুগাল হইতে গবর্নর-জেনারল আসিয়া এই তিনটা স্থান অদ্যপি শাসন করিতেছেন।৯ ( গোয় ও পর্তুগাল দেখ। ] মায়াজির সাহায্যাৰ্থ সৈন্ত পাঠাইয়া পর্তুগীজদিগকে পরাজয় করিলেন এবং মারাজিকে আশ্রয় দিলেন। এই বর্ষে মহারাষ্ট্রের শালসেট ও টানা দুর্গ অধিকার করিয়াছিল। এই সংবাদে গোয়াবাদী পর্তুগীজগণ একপ্রকার উন্মত্তপ্রায় হইয়াছিল। তাহার অবিলম্বে বহু সৈন্ত পাঠাইয়া বসাই নগরে মহারাষ্ট্রদিগকে আক্রমণ করিল। এখানে মহারাষ্ট্রগণ পর্তুগীজদিগের গতিরোধ করিতে পারিল না, কিন্তু অবিলম্বে তাহারা .সোৎসাহে শালসেটা, মনোর, সেবাল, সবাজ ও আর কএকটা পর্তুগীজ-তুর্গ অধিকার করিয়া ফেলিল । ঃপর পেশবা বসাই অধিকার করিবার জন্য প্রভূত সৈন্ত পাঠাইলেন। এই সময়ে পৰ্ব্ব গ্রীজের মহিম, ত্রিপুর, অসারিম, কালমী, সরিদান, দয়, বনার প্রভৃতি স্থানের দুর্গগুলি ছাড়িয়া দিয়া, কেবল বলাই, দমন, চেউল ও ীিউ দুৰ্গরক্ষায় অগ্রসর হইল । ১৭৩৮ খৃষ্টাব্দে নবেম্বর মাসে চিম্নাজি বসাই অধিকারের IXI R

  • এই সময় হইতে পরবর্তী পর্তুগীজ শাসনকৰ্ত্তাদিগের নাম লিখিত হইল ;–

ডমু পিত্রে মস্করেনৃহস্ (Viceroy) ডম্‌ লুইজ ডি মেনেজিস্ ( Viceroy ) ডম্ ফ্রান্সিস্কে ডি ভাস্কোনসেলে ; ডম্ব লুইজ কেটানে ডি আলfool ( Governor ) ১৭৪২-১৭৪৩ { ডমু লৌরেনশো ডি নোরোনুহ, ডমৃ লুইজ কেটানো ডি-অলমিড (Governor ) ፃbz ! Shరిశి కి 8 | ፃቖ ! h8 - ? 8 | ¥o | br> l ኃ ፃ 8 9-» ፃፀ8 ! ডমু পিত্রে। মিগুএল ডি অলমিড-ই-পর্তুগাল ( Wiceroy ) Sh88- 4t 1 ध्”२ ।। ৮৩ । ফ্রান্সিস্কে ডি আসিস ( Wiceroy ) ডম্ব লুইজ মস্করেনহাস ( viceroy ) ডম্ব আন্টোনিও তাড়ির দা নিভ ব্রম দ। সিলভির, জোয় ও ডি মেসকিটাে মটােস টিক্‌সিয়া, ফিলিপি ডি ভল্লদেরি মোটে। co (Commission ) মানুএল ডি সালদানহ। ডি আলবুকার্ক ( Wiceroy ) ૩૧૬છ-> ૧૬૪ ১৭৫৭-১৭৫৪ । tr8! ४१d 8-४१६७ ॥

  • १९ ७ ।।

tres !