পাতা:বিশ্বকোষ চতুর্থ খণ্ড.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীর স্বয়ষ্ণুর ভগ্নাবশিষ্ট মন্দির পুনর্নির্মাণ করাইলেন। হর্ষদেব কর্তৃক ঐপরিহাসকেশব মূৰ্ত্তি নষ্ট হইয়াছিল, উচ্চল আবার তাছা প্রতিষ্ঠা করেন । ত্ৰিভূবনস্বামীর মন্দির ও তৎসংলগ্ন শুকা- | বলী প্রাসাদ হর্ষদেব কর্তৃক হতশ্ৰী হইয়াছিল, উচ্চল তাহাও পূৰ্ব্বমত ধনশালী ও সৌন্দর্য্যপূর্ণ করিয়া দেন। জয়াপীড় কনোজ হইতে যে সিংহাসন আনিয়াছিলেন, উচ্চল যখন রাজধানী অধিকার করেন, তখন তাহার কতক পুড়িয়া যায়, সেই সিংহাসন আবার নূতন করিক নিৰ্ম্মাণ করাইলেন। উচ্চল কায়স্থগণের অত্যাচার লক্ষ্য করিয়া একবারে সমস্ত কায়স্থকে রাজকাৰ্য্য হইতে অপসারিত করিলেন । লোষ্ট্রধরাদি দুষ্ট কায়স্থগণ রীতিমত শাস্তি পাইলেন। কম্পনাপতির দংশক মহাপ্রভাবশালী হওয়ায় উচ্চলের ক্রোধভাজন হইয় পড়েন এবং বিষলাটায় পলাইয়া গেলেও খশগণ কর্তৃক বিনষ্ট হন । দ্বারপতি রক্কক ঐ দোষে বিজয়ক্ষেত্রে নির্বাসিত ও উচ্চলের দত্ত সামান্য সংখ্যক মুদ্রায় জীবিক। নিৰ্ব্বাহ করিতে লাগিলেন । মাণিক্য, তিলক, জনক প্রভৃতি বীরেরাও ঐরূপে নিৰ্ব্বাসিত হইলেন । আর সডের পুত্র সড়, ছুড় ও বডডাস মন্ত্রী হইলেন ; যম, ইলা, অভায় ও বাণ প্রভৃতি অপরিচিত ব্যক্তিবর্গ স্বারপতি প্রভৃতি উচ্চপদ পাইলেন। বৃদ্ধ কন্সপ কাৰ্য্যগ্ৰহণার্থ আহত হইয়াছিলেন, কিন্তু উচ্চলের মতিছন্ন দেখিয়া আসিলেন না । এদিকে সুস্সল লোহরে থাকিয়া রাজ্যলোভে উচ্চলের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিলেন । বরাহ বাৰ্ত্ত নামক স্থানে দুই ভ্রাতার প্রথম যুদ্ধ হয় । মুসলল পরাজিত হইয়া লোহরে পলাইলেন। উচ্চল কিন্তু সংবাদ পাইলেন যে, সুস্সল পরদিন আবার ফিরিবেন, এ জন্ত গগগচজের অধীনে একদল সৈন্য পাঠাইলেন। পথিমধ্যে সুস্সলের সহিত যুদ্ধ বাধিল । যুদ্ধে স্বসসলের ভাল ভাল যোদ্ধা নিহত হইল । শেষে উচ্চলও সসৈন্যে ক্রমরাজ্য পৰ্য্যস্ত ভ্রাতার অমুসরণ করিলেন । সেল্য: পুরের যুদ্ধে সুস্সল হরিয়া লোহরের পাৰ্ব্বত্যপথ ধরিয়া স্বরাজ্যে ফিরিলেন । উচ্চল সেল্যপুরের ডামররাজ লোষ্ট্রককে বিনাশ করিলেন, কারণ তিনি স্বরাজ্য দিয়া সুস্থলকে পলায়নের সাহায্য করিয়াছিলেন। উচ্চল ভ্রাতৃদেহের বশবর্তী হইয়া লোহর পর্য্যন্ত ভ্রাতার অনুগমন করিলেন না। এদিকে স্তীমাদেব রাজা কলশের এক সন্তান ভোজকে সিংহাসনে ৰসাইরা দয়ঙ্গরাজ জগদলকে সাহায্যাৰ্থ জাহান করিলেন । দর্শনপালের ভ্রাতা সঞ্জপাল ও রাজা হর্ষদেবের এক পুত্র সঙ্গণ ইহাদের সহিত যোগ দিলেন। দয়ঙ্গরাজ जानिदाब्र नमइ ॐक्रष्णग्न नश्ऊि भूक कब्रिदांग्र देहांछ छैदांत्र [ ১২৪ } কাশ্মীয় দিকে অগ্রসর হইলেন ; কিন্তু উচ্চল তাহাকে বন্ধুভাবে গ্রহণ করিয়া মিষ্ট কথায় স্বরাজ্যে ফিরাইয়া দিলেন। সঙ্গণ দরদরাজের সহিত গমন করিলেন, ভোজও রাজ্য ত্যাগ করিয়া স্বদেশে পলাইলেন, কিন্তু পথিমধ্যে স্থত হইয়া দম্য বলিয়। শাস্তি পাইলেন । দেবেশ্বরের পুত্র পিট্রক ডামরগণের সাহায্যে রাজ্যলাভের চেষ্টা করেন, কিন্তু পারেন নাই । রামলনামে এক খাদ্যবিক্রেতা আপনাকে মল্লের পুত্র বলিয়। পরিচয় দিয়া রাজ্যলাভের চেষ্টা করেন, অনেক নিৰ্ব্বোধ রাজাও তাহাকে সাহায্য করিতে চাহেন, কিন্তু রাজতৃত্যগণ কৌশলে তাহাকে ধরিয়া তাহার নাক কাটিয়া দেয় । এই সময় ভিক্ষাচার (ভোজদেবের পুত্র) কিশোর অবস্থাপন্ন । উচ্চল শুনিলেন তিনি রাজ্ঞী জয়ামর্তীতে আসক্ত । কাজেই তাহাকে বিনাশ করিতে আদেশ দিলেন । ঘাতক তাহাকে বিতস্তার খরস্রোতে ফেলিয়া দিল । ভাগ্যবলে তিনি এক ব্রাহ্মণ কর্তৃক রক্ষিত হন। সাহাররাজ কন্যা দিদ এই সংবাদ পাইয়। ভিক্ষাচারকে নিজালয়ে আনেন এবং নিরাপদে বঁাচাইবার জন্য মালবরাজ্যে পাঠাইয়া দেন। মালবরাজ নরবর্ম তাহার পরিচয় পাইয়া তাহাকে অস্ত্র ও বিদ্যা শিক্ষা দেন । এই সময়ে উচ্চল পিতৃনামে ও ভগিনী স্বলাচের নামে এক একটি মঠ স্থাপন করেন। রাজ্ঞী জয়ামতীও একটি মঠ ও বিহার নিৰ্ম্মাণ করান । ইহার পর উচ্চল ক্রমরাজ্যের বর্হশচক্র নামে তীর্থদর্শনে গমন করেন। পথিমধ্যে চণ্ডাল দস্থ্যর তাহাকে আক্রমণ করে। সঙ্গে বেশী অনুচর না থাকায় তিনি পলাইতে বাধ্য হন, শেষে বনমধ্যে দিকভ্রম হওয়ায় নিবিড় জঙ্গলে প্রবেশ করেন। এদিকে নগরে সংবাদ আসিল, উচ্চল চণ্ডাল হস্তে নিহত হইয়াছেন । কামদেববংশীয় রডের ভ্রাতা নগরাধ্যক্ষ ছুড় নগরে শাস্তিস্থাপন করিয়া রাজ্যলাভার্থ পরামর্শ করিতে লাগিলেন । কায়স্থগণের পরামর্শে ছড়ই রাজা হইবার চেষ্টায় রছিলেন, কিন্তু উচ্চল জীবিত, এই সংবাদ আসিলে তাছার উচ্চলকে বধ করিবার চেষ্টায় রছিল। এদিকে উচ্চল কোন কারণে জয়ামতীর উপর বিরক্ত হইয়া বৰ্ত্তলার রাজকন্যাবিলাকে বিবাহ করিলেন। এই সময়ে রাজপুরীর রাজা সংগ্রামপালের মৃত্যু হওয়ায় তাহার পুত্র সোমপাল জ্যেষ্ঠকে বঙ্গী করিয়া রাজা হইলেন। ইহাতে উচ্চল কুদ্ধ হইয়। যুদ্ধযাত্রা করেন ; কিন্তু সোমপালের ब्रांजाणांजन ७ यब-वियब्रल ८मभिप्रां ऊँीशांङ्ग गश्छि चौछ कनTांब्र बिबांइ cनन । ♛हे गमtग्र cछां★tनामब्र फेन्द्र বিরক্ত হইয় তাহাঙ্কে পদচ্যুত কয়েম। তৎপন্ধে ভোগসেন