পাতা:বিশ্বকোষ চতুর্দশ খণ্ড.djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিংহ হয় । ইংরাজসেনা মারবাড়েশ্বরের পক্ষ হইয়া সামস্তদিগকে সমুচিত দণ্ডদান করেন। ১৮১৮ খৃষ্টাকের সন্ধি অনুসারে মেঃ ওয়াইডার বৃটিশ গবমেণ্টের প্রতিনিধি স্বরূপে আজমীঢ় প্রদেশের সুপারিন্টেণ্ডেণ্ট হইয়া যোধপুর রাজ্যে গমন করেন। তিনি মারবাড়ের রাজনৈতিক অবস্থার সংস্কার জন্ত গোপনে রাজা মানসিংহের সহিত সাক্ষাৎ করিতে অভিলাষী হন ; কিন্তু তাহাতে সমর্থ না হইয়া তিনি প্রস্থান করিলে পর লেঃ কার্গেল টড সুহেব কোম্পানীর পক্ষে মারবাড় রাজ্যের এজেন্ট হইয়া আইসেন। রাজা মানসিংহের সহিত কাৰ্ণেলের বিশেষ বন্ধুতা হইয়াছিল। এই সময়ে মারবাড়প্রাস্তে মন্ত্রী অক্ষম্নচাদের হৃদয়ভেদী অত্যাচার ও উৎপীড়ন আরম্ভ হয় । যুদ্ধে অক্ষয় চাদ, কিল্লাদর নাগোজী, মুলজী, দন্ধল, জীবরাজ, বিহারা খিচী, ব্যাস শিবদাস ও শ্রীকৃষ্ণ জ্যোতিষী প্রভৃতি অত্যাচারী সর্দারগণ ধৃত ও বন্দী হন। রাজা মানসিংহ তাহাদের প্রত্যেকের প্রাণসংহার করিয়া নিষ্কণ্টক হইয়াছিলেন। তৎপরে তিনি পোকর্ণের সলিমসিংহের বংশ উৎসাদন করিতে চেষ্টিত হইলেন । সামন্তবর্গ এই সংবাদে তাহার প্রতি বিরক্ত হইয়া উঠিলেন, কিন্তু মানসিংহ প্রতিহিংসাবৃত্তি সফল করিবার জন্ত যেন সংহার-মুৰ্ত্তি:ধারণ করিলেন। তাহার আদেশে ৮ সহস্ৰ বেতনভোগী কামানবাহী সৈন্ত রজনীযোগে নিমাজের সামন্ত সুরতান সিংহকে আক্রমণ করিল। যুদ্ধে সুরতান নিহত হইলেন, কিন্তু সলিম সিংহ পলাইয়া আত্মরক্ষা করিলেন। এতদিনের পর রাজপুত বীর মানসিংহ প্রকৃত বীরতেজে মারবাড়রাজ্য ধ্বংস করিতে উস্তত হইলেন। ১৮৫০ সম্বতে ইংরাজ কোম্পানীর সহিত মঙ্গরাজাধিরাজ মানসিংহের সন্ধি হয় । জয়পুরাধিপ স্বীয় ভাগিনেয় ধনকুল সিংহকে সিংহাসন দান করিতে অভিলাষী হইয়া পুনরায় মারবাড় আক্রমণ করেন। প্রথমে মানসিংহ ইংরাজের সাহায্য পান নাই । অবশেধে ইংরাজসৈন্ত রণক্ষেত্রে উপনীত হওয়ায় ধনকুল সসৈন্তে পলাইয়া যান। এই সময়ে জয়পুররাজ ইংরাজ গৰমেণ্ট কর্তৃক বিশেষ রূপে লাঞ্ছিত হইয়াছিলেন। ১৮৯২ সম্বতের সন্ধি অনুসারে যোধপুররাজ সৈন্যসাহায্যের পরিবৰ্ত্তে এক লক্ষ পঞ্চদশ সহস্র মুদ্র দিতে স্বীকৃত হন । খুটিশ গভমেণ্ট ১৮৩৫ খৃষ্টাব্দে পুনরায় রাজা মানসিংহের অধিকারভুক্ত মহীরবাড়া প্রদেশের অন্তর্গত ২৮ থানি, গ্রাম নয় বৎসরের জন্ত ইজারা গ্রহণ করিয়াছিলেন। উহার উপসত্ত্ব হইতে র্তাহারা বার্ষিক ১৫ হাজার টাকা লইতেন। ১৮৪৩ খৃষ্টাৰে উক্ত সম্পত্তির মেয়াদ অস্ত হয় । উক্ত বর্ষেই রাজা মানসিংহ কলেবর পরিক্ত্যাগ করেন। তিনি ইংরাজ [ ७०8 ] 議 आमांन بلغ* রাজের সহায়তার মারবাড়রাজ্যের বিশেষ সংস্কারকল্লি গিয়াছিলেন। A. মানসিক (ত্রি ) মানস-ঠঞ, । মনোভাব, মানস। কোন বিপদ হইতে উদ্ধার হইবার জন্ত দেবতার নিকট পূজাদি মানসিক করিতে হয় । ২ বিষ্ণু (ভারত ১২৩৩৮৪ ) মানসী (স্ত্রী) মানস-স্ত্রীস্থাৎ ষ্ট্ৰীপ, ১ ৰিয়াদেবীবিশেষ । २ भcनtउद! । r “ততোহভিধ্যায়তগুস্ত জঙ্কিরে মানসীঃ প্রজাঃ * ( צורוי רז3נייfs) মানসীব্যথ৷ ( স্ত্রী ) হৃদয়জাত শোকদুঃখাদি। মানসূত্র ( ক্লী) মানস্ত গাত্রপ্রমাণস্ত তন্মানার্থং বা স্বত্রং । স্বর্ণাদিনিৰ্ম্মিত কটিহুজ, চলিত গোট, রেট । ( ধনঞ্জয় ) মানসোত্তর ( পুং ) পধাতুশ্রেণীভেদ। মানসোঁকস (পুং) মানসং সরঃ ওকে বাসস্থানং যন্ত । হংস। মানস্কৃত (পুং) পূজা বা অভিমানের কর্তা । (শুক্লধজুঃ ৩•।১৪) মানস্থলা (স্ত্রী ) দেশজ । মানস্ত (পুং ) মনসের গোত্রাপত্য । ( পা ৪১,১০৫ ) মানহন (ত্রি) মানং হস্তি হন-কিপ, । মানহস্তা, মাননাশক। মনিহানি (স্ত্রী ) মানস্ত হানিঃ । মানের হানি । অবমাননা । মানহীন (ত্রি ) মানেন হীন । মানরহিত, মানভ্রষ্ট, যাহার মান নষ্ট হইয়াছে। মামা ( দেশজ ) নিষেধ, বারণ । মান, যুক্ত প্রদেশের গড়বাল জেলার অন্তর্গত একটা গিরিসঙ্কট। হিমালয়শিখরে চীন ও ভারত-সাম্রাজ্যের ব্যবধানে অবস্থিত । অক্ষাও ৩৭° ৫৭' উঃ এবং দ্রাঘি• ৭৯.৩৫% 었: II বিষ্ণুগঙ্গা নদীকুল দিয়া মান উপত্যকাস্থ মানাগ্রামে উপগত হওয়া যায় । সমুদ্রপৃষ্ঠ হইতে এই পথ ১৮ হাজার ফিটু উচ্চে স্থাপিত হইলেও পুৰ্ব্বে ভারতবাসিগণ এই সঙ্কট দিয়া চীনতাতারে গমনাগমন করিত। হিন্দুতীর্থযাত্রগণ এই পথেই মানস-সরোবর তীর্থসন্দর্শনে আসিয়া থাকে । মানাই (দেশজ্ঞ ) মনোমত সাজান। মনাঙ্ক ( পুং ) গীতগোবিন্দটীকা, দুর্গমাগুবোধিনী নামে মালতীমাধবটীকা, মেঘাভু্যদ্বয়কাব্য, বৃন্দাবনষমক ও বুলাৰন. কাব্যরচয়িত। ইনি মালাঙ্ক নামেও পরিচিত ছিলেন। মানাঙ্ক, রাষ্ট্রকুটবংশীয় জনৈক রাজা । মানাঙ্গুলমছাতন্ত্র (ক্লী) প্রাচীন তন্ত্রভেদ। মানান ( দেশজ ) ১ গুপ্তভাবে কৃত কাৰ্য্যাদি স্বীকার করান ২ লওয়ান। ৩ কর্তৃত্বস্থাপন। ৪ মনোমত গঠন সম্পাদন। ৫ মথাস্থানে সন্নিবেশকরণ বা সাজান ।