পাতা:বিশ্বকোষ তৃতীয় খণ্ড.djvu/৪৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাবুল লক্ষ টাক। আফগানস্থানের অন্যান্য প্রদেশ অপেক্ষ। এখানকার সৈন্যসংখ্য কিছু অধিক । এখানকার রাস্তাগুলিও মৰ্ম্ম নহে । পুৰ্ব্বে এখানে হিন্দুরাজগণের অধিকার ছিল, তাহার অনেক প্রমাণ পাওয়া যায় । [ গান্ধীর দেখ । ] ২ উক্ত কাবুলজেলার প্রধাননগর কাবুল। কাবুল ও নগর নামক দুইটী নদীর সঙ্গমস্থলে অবস্থিত । গঙ্গনী হইতে ৮৮ মাইল, খিলাত-ই-ঘিলজাই হইতে ২২৯ মাইল, পেশোবার হইত্তে ১৭৫ মাইল । অক্ষা ৩৪° ৩৯′ উঃ ও দ্রাঘি• ৬৯.১৮ পূঃ । ১৮৭৬ খৃষ্টাবোয় আদমসুমারীতে ইহার ১,৪০,• • • লোক সংখ্যা ছিল । এখানে তাপমানযন্ত্র ৩০° ডিগ্রি নামে ও ১ e৫ ডিঃ উঠে । o কে-তাকৎ লা ও কোঃ খোজ সফর নামক দুইটী গিরিশ্রেণী মিলিত হইয়া কোণের মত হইয়াছে, সেই স্থান সমতল । সেইখানেই কাবুলনগর অবস্থিত। ইহার চারিদিক্‌ বেষ্টন করিলে দেড় ক্রোশের অধিক হয় না। প্রধান দুর্গ বাল-হিলার নগরের দক্ষিণ পুৰ্ব্বভাগে অবস্থিত। পূৰ্ব্বে চারিদিকে ইষ্টকের প্রাটীর ছিল, এক্ষণে স্থানে স্থানে তাহার ভগ্নাবশেষ দেখা যায়। নগরের অধিকাংশ স্থানই বৃক্ষবাটিকায় পরিপূর্ণ। বসতি ৫• • • থরের অধিক নহে। নগরের গমনাগমনের জন্ত পূৰ্ব্বে ৭টি ফটক ছিল, এগণে লহরি ও সরদার নামক দুইটি মাত্র ইষ্টকনিৰ্ম্মিত দরজ। দেখা যায়। লোকের ঘর বাটী অধিকাংশ কাটা ইটের ও কাদার গাথুনি । পূৰ্ব্বে পাক গাথুনি হইত, তাহার অনেক প্রমাণ বুঝা যায়। নগরটি কয়েক মহল্লায় বিভক্ত, মহল্লাগুলি আবার কুচে বিভক্ত। কুচগুলি প্রাচীর-বেষ্টিত । যুদ্ধবিগ্রহের সময় প্রাচীরগুলি মেরামত হইয়া থাকে । তখন এ গুলি এক একটি দুর্গেরও মত হইয় উঠে । প্রবেশের জন্ত এক একটি ফটক মাত্র থাকে। এইরূপ আত্মরক্ষার ব্যবস্থার নাম কুচবনী । ভিতরের রাস্তাগুলি অত্যস্ত সঙ্কীর্ণ। নগরে অনেকগুলি বাজার অাছে, তন্মধ্যে দুইটি প্রধান । দুইটিই প্রায় সমান্তরালে অবস্থিত । একটির নাম গোর-বাজার, অপরটি দরজা লাহোরির বাজার । নগরের দক্ষিণদিকে সোর-বাজারে চার-ছাতা নামক একটি ইমারত অtছে, উহা দেখিতে বড় মুনার । বাজারের মধ্যে ঐটা দেখিবার জিনিস ; উহার ৪টা বড় বড় খিলান কর। গাথুনি । তাহার উপর নানা চিত্র বিচিত্র। আলিমর্দন খ ५झ् वttौ नि'१ि १८झन । मश्रिनिनि २tश्ािनि दानि ७ डिभूद्म শাহের সমাধিস্থান। এদুটিও দেখিবার জিনিল । কাবুলের শাসনকৰ্ত্ত খোদ আমীর। পূৰ্ব্বে বালহিলারেই রাজভবন છું ১২৩ -- s * कांशूल ছিল । এক্ষণে আমীর নগরের মধ্যে অন্যস্থানে বাস করেন । নগরে একটি বিদ্যালয় আছে। বিদেশী বণিক অথবা ব্যবगांशौनिtश्रम शांकि एाङ्ग छछ ७५itन २8 ।। ५4णै नग्नोहे श्रांtझ, ggBBD DDDDDSDDDD D BB DDS KYES BDDD লোকের স্ন।নের জন্য স্নানাগার অাছে, সে গুলিকে হাম্মাম বলে । হাম্মামে জল গরম থাকে । গ্রীষ্মের সময় চারিদিক হইতে বণিকৃগণ আসিয়া থাকে। ক্রয় বিক্রয় অধিকাংশই দালালদিগের দ্বার সম্পন্ন হয়। নগরের স্থানে স্থানে কুপ আছে ; কিন্তু ভtহাদের জল কিছু ভারি। নদীর জল অনেক ভাল । নগরে আসিবার জন্য কয়েকটি সেতু আছে। তন্মধ্যে গুল-ই-কিস্তি (অর্থাৎ ইষ্টকের পুল ) নামক সেতুই প্রধান । কতকগুলি ডোঙ্গ যোড় দিয়া পুল-নওয়া (নৌ-সেতু ) নিৰ্ম্মিত হইয়াছে। পাক। সেতু আরও কয়েকটি আছে। অনেক স্থানে নদীতে জলের স্বল্পতা হেতু সেতুর অধগুকত হয় নাই । তৈমুরশাহ কাবুলে আফগানস্থানের রাজধানী স্থাপন করেন। সেই অবধি যাদুঙ্গাই-বংশীয় সকল রাজাই কাবুলে থাকিতেন । সাজুজাই বংশের পতনের পর এই নগর দোস্তমুহম্মদের হস্তে আসিল । ইংরাঞ্জদিগের আমলে কাবুলে অনেক যুদ্ধবিগ্রহ ঘটে। [ अ|ग१ानश्ॉन ¢न ५ । ] ইংরাজের ১৮৩৯ খৃষ্টাবে ৭ই আগষ্ট সসৈন্যে শাহ সুজাকে কাবুলে পাঠাইয় দেন । ইংরাজদিগের সেনাদল দুই বৎসর কাল তথায় অবস্থিতি করিল। পরে ১৮৪১ খৃষ্টাব্দে ২রা নবেম্বর কাবুলের সেনাগণ বিদ্রোহী হইয়। আমীর শাহ মুজাকে খুন করে । দোস্ত মুহম্মদের পুত্র আকবর র্থ তখন ইংরাজদিগের সহিত সন্ধি করিতে চাহিলেন । ইংরাজদিগকে কাবুল পরিত্যাগ করিতে হইবে, এই মৰ্ম্মে গন্ধি হইবার কথা বাৰ্ত্ত চলিল। যার উইলিয়ম ম্যাকনটন শাহ সুজার সহিত সন্ধিয় কথা বাৰ্ত্ত কহিতে গেলেন । শাহসুজা সেই সুযোগে ম্যাকনটনকে পিস্তল দিয়া গুলি করিলেন। ম্যাকনটন সাহেবের সঙ্গে ট্রেবর, মেকেঞ্জি ও লরেন্স সাহেব ছিলেন । ঘিলজাই সেনাগণ টেবর সাহেবকে ও খুনা করিল। অপরাপর সাহেবগণ আবদ্ধ হইলেন। শেষে স্থির হইল যে, ইংরাজদিগকে টীক। কড়ি সমস্ত দিতে হইবে, কেবল ৬টি কণমান লইয়t তাহারা চলিয়া আদিবেন। ১৮৪২ খৃষ্টাব্দে ৬ই জানুয়ারি, ইংরাজযেন ফিরিতে আরম্ভ করিলেন। ৪৫•• সেন ও ১২,••• অনুচর দারুণ শীতে বরফ ভাঙ্গির আলিতে লাগিলেন । সেই দলের মধ্যে কেবল ডাক্তার ব্রাইডন শশল্পীয়ে জলালাবাদে ফিরিয়া অভ্যালেন। ৯৫ জন বন্দী হইয়াছিল ; তাহারাও অবশেষে ফিরিয়া জালে। ১৮৪২ খৃষ্টাব্দের ১৫ই সেপ্টেম্বর ইংল্লাজ