পাতা:বিশ্বকোষ তৃতীয় খণ্ড.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- গেলেন। দুর্গ অধিকার করিয়া নবাৰসৈন্ত চলনকোট ধাত্রা করিল। পথিমধ্যে বুধনগরের জমীদার উত্তমনারায়ণের নিকট হইতে এক পত্রবাহক আসির এক পত্র দিল যে, বলদেব झुश्ष्रेनछनण गरेग्न सूक्ष्नशन्न आँजभ१ कब्रिाइन, किरू উত্তমনারায়ণ তাহাকে বাধা দিতে না পারিয়া খোজাখাটে নবাবসৈন্তের সহিত মিলিত হইবার আশায় সেইখানে গিয়াছেন । মুহম্মদ জমান খাঁ কতক সৈন্ত লইয়া বলদেবের বিরুদ্ধে তৎক্ষণাৎ বুধনগর অভিমুখে যাত্রা করিলেন, পথে উত্তমনারায়ণ মিলিলেন। নবাবসৈন্সের অবশিষ্ট চনানকোটে গেল। জমান খা পোমারী নদী পার হইয়৷ বলদেবের একটি ক্ষুদ্র কুর্গ অধিকার করিয়া অগ্রসর হইলেন। বলদেব দেখিলেন, জমান খ প্রায় আসিয়া পড়িয়াছেন, অমনি বুধনগর ত্যাগ করিয়া ছত্রী নামক স্থানে গমন করিলেন, এবং সেখানে পৰ্ব্বতের ধারে ধীরে কয়েকটি দুর্গ করিয়া রহিলেন। জমান খাও কাজেই ফিরিয়া বিষ্ণু পুরের জঙ্গলে স্কন্ধাবার স্থাপন করিলেন, এবং বর্ষ। অতীত হইলে বলদেবকে আক্রমণ করিবেন বলিয়া স্থির করিলেন। বলদেব ইতিমধ্যে বিষ্ণুপুরের দেড়ক্রোশ দূরে কালাপানি নীতীরস্থ বিপক্ষের রক্ষিদল ছিন্ন ভিন্ন করিয়া ফেলিলেন। পাণ্ডু ও ঐঘাট হইতে এই সময়, তাহারও নুতন সৈন্ত আসিয়া পহছিল। তিনি মধ্যে মধ্যে রাত্রিতে আক্রমণ করিয়া নবাবসৈন্তকে ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন। বর্ষ। কাটিল, আসামরাজের জামাত আসিয়া বলদেবের সহিত যোগ দিলেন। তৎপরে ১৬৩৭ খৃষ্টাব্দে ৩১এ আগষ্ট রাত্রে বলদেব বিপক্ষদিগের দুইটি ক্ষুদ্র কুর্গ অধিকার করিলেন, কিন্তু পরদিন প্রাতে জমান খাঁ হঠাৎ কতকগুলি সৈন্ত লইয়া বলদেবকে আক্রমণ করিলেন, এবং কতকাংশ র্তাহার সহিত সন্মুখ যুদ্ধে নিযুক্ত রাখিয়া, অবশিষ্ট কতকাংশ লইয়া বলদেবের রক্ষিত স্থান সকল আক্রমণ করিলেন। সে সকল স্থানে তখন তাদৃশ সৈন্ত ছিল না, কাজেই একে একে বিপক্ষের হস্তে পতিত হইল। অনেক সেনাপতি মরিল, বহুসৈন্ত ক্ষয় হইল ; বন্দুক, কামান, অস্ত্ৰ শস্ত্র অনেক গেল, কিন্তু বলদেব সম্পূর্ণ পরাজিত হইলেন না দেখিয় নবাবসৈন্য সেইদিনই রাত্রে বিষ্ণুপুর জঙ্গলে পলাইয়া গেল। তৎপরে নবেম্বর মাসে চন্দনকোট হইতে নূতন সৈন্ত আসির, তিনদিক্ হইতে বলদেবকে আক্রমণ করিল। তখনও বলদেবের বা আসামরাজের সৈন্ত আসিয়া পড়ে নাই, কাজেই বিপক্ষের ভীষণ আক্রমণে বলদেবের चब्रगश्शक ठेगछ fज़ारेउ शाब्रिण न, नैौऽहे ब्रt१ उन्न ○○○ [ ৫২৯ ] काँभङ्गं* नेिब्रां *णांईण । यणtनद प्रिंटज भङ्गब**भांड्रम कब्रिहणम्र । पञांगांमब्रांरखब्र जांभांडा रुनौ इहै८णम । रङांबनिहे नछनल শ্ৰীঘাট ও পাণ্ডুর দিকে পলাইল। এইস্থানে জালামরাজ সসৈন্তে রসদাদি লইয়া উপস্থিত ছিলেন। মৰাবসৈন্ত এইবার ইহাকে আক্রমণ করিতে আসিল। - অক্ষয় পাহাত্নী, শ্ৰীঘাট ও পাণ্ডুতে ভীষণ যুদ্ধ হইল, আসামরাজ পরাস্ত হইয়া স্বরাজ্যে প্রত্যাবর্তন করিলেন। কোচহাজো প্রদেশ भूगणभांटनद्र श्रशिकांद्गङ्ख् इहेश। श्रांनाभधीख कलजननैौ ও ব্রহ্মপুত্রের মধ্যে কাজলী দুর্গ মুসলমানের অধিকার করিয়াই ক্ষান্ত হইল। এদিকে একদল সৈন্ত দরদে গিয়া বলদেবকে তাড়া করিল। বলদেব অবশেষে আসামে দশায় দুইটি পুত্রের সহিত এইখানেই স্বৰ্গলাস্ত করেন। এই যুদ্ধেই কামরূপ সম্পূর্ণরূপে মুসলমানের অধীন হইল। ॐब्रिडेङ शांना नाननाश्नाश इहेड श्रृंशैऊ क्रुि बूझडौ বা মিঃ মাটিনের গ্রন্থে বলদেবের নাম পাওয়া যায় না ; পরীক্ষিং নারায়ণের চন্দ্রনারায়ণ * নামে পুত্রের কথাও কোন গ্রন্থে নাই। নরনারায়ণের পর যে সকল রাজা কুচবিহারের রাজা হন, তাহাদের বিষয় কুচবিহারের ইতিহাসে লিখিত হইবে । [ কুচবিহার দেখ। ] আসাম বুরী হইতে জানা যায় যে—শুক্লধ্বজের পুত্র রঘুদেব রাজা হইয়া নগর সংস্কার ও হয়গ্ৰীব মাধবের মন্দির নিৰ্ম্মাণ করেন। ইহার পিতা আসামের আহম রাজগণকে যুদ্ধে পরাস্ত করিয়া শাসনে রাখিয়াছিলেন ; কিন্তু ইনি তাহা পারেন নাই, ইনি স্বৰ্গনারায়ণ প্রতাপসিংহ নামক আসামের আহমরাজকে মঙ্গলদই নামক নিজ কন্য। প্রদান করিয়া নিরাপদে রাজত্ব করেন। আধুনিক বুৰঞ্জী মতে ১৫১৫ শকে রঘুদেৰ রাজা হইয়াছিলেন। রঘুদেৰ গদাধরতীরে যে নগর নিৰ্ম্মাণ করেন, তাহার চলিত নাম গিলাঝাড় বা গিলাবিজয় (এই স্থানে গিলাগাছের বন যথেষ্ট ছিল। ) রঘুদেবের পুত্র পরীক্ষিংনায়ারণের যে মন্ত্ৰী দিল্লীর বাদশাহের পক্ষে কানুনগো হইয় আসেন, র্তাহার নাম কবীজ বড়ু। রাদামাটার বর্তমান জমীদারের এই কবীন্দ্র বড় স্থার বংশধর। - পাটনায় পরীক্ষিতের মৃত্যু हरेरल, ॐशंद्र ड्रांझा

  • भाषणोइनानी नामक 'गोब्रनैौ इंडिशtनह भtछ, ब्राज1$♚यॉब्रांस५ भन्नेौकिtठब्र भूव । .