পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রহ্মচারিন 驗 ব্ৰহ্মচায়ী দেবোদেশে অনুষ্ঠিত ব্ৰাহ্মণভোজনে নিমন্ত্রিত হইয়া ইচ্ছামত মধুমাংসাদি-বৰ্জ্জিত ব্ৰতবং অল্প এবং পিত্রাদির উদ্দেশ শ্রান্ধে অভার্থিত হইয়া আয়শ্যনীবারাদি ঋষিবৎ অগ্ন গ্রহণ করিতে পারেন । এইরূপ ক্তোজনে ব্রহ্মচারীর একান্ন সেবনের দোষ অথবা ডিক্ষাপ্রতের হানি হয় না। মম্বাদি ঋষিগণ স্বাক্ষণ ও ব্রহ্মচারীর প্রতি এইরূপ শ্ৰাদ্ধাদি স্থলে একায়ভোজনের বিধি দিয়াছেন। ক্ষত্রিয় ও বৈহু ব্ৰহ্মচারীর প্রতি ভিক্ষাচরণ বিহিত হইয়াছে বটে, কিন্তু একান্নসেবনের বিধি माहे। अकध्ान्त्री सङ्ग रुईरु अनििहे इउँन बा म इम्रैन....डिनि প্রতিদিন বেদাধ্যয়ন ও গুরুর হিতামৃষ্ঠানে যত্নবান হইবেন। প্রতিদিন শরীর, বাক্য, বুদ্ধি ও মনঃসংযম করিয়া কৃতাঞ্জলিপুটে গুরুর মুখের প্রতি দৃষ্টিপাত কলিয়া দণ্ডায়মান থাকিবেন। ব্রহ্মচারী সৰ্ব্বদা গুরু সন্নিধানে গুরুর অপেক্ষ স্থানান্নভোজন ও হীম বস্ত্র পরিধান করিবেন। গুরু অগ্রে উত্থান করা ও গুরু যখন শয়ন করিবেন, তৎপরে শয়ন করা বিধেয় । শয়ান বা উপবিষ্ট থাকিরা, ভোজন করিতে করিতে, কিংবা দূরে দণ্ডায়মান থাকিয়া, অথবা অন্যদিকে মুখ করিয়া, শুরুর আগ্রাগ্রহণ বা তাহার প্রতি সম্ভাষণ করিতে নাই। গুরুগমীপে শিষ্যের আসন ও শয্যা সৰ্ব্বদা গুরু অপেক্ষা অনুন্নত হওয়া উচিত। গুরুর অসাক্ষাতেও উপাধ্যায়-আচার্য্যাদি পুজনীয় বাক্যবিহীন গুরুনাম উচ্চারণ করতে নাই, কিংবা উপহাগ বুদ্ধিতে গুরুর গমন ও কথন। পর অনুকরণ করা উচিত নছে। ব্রহ্মচারী কোনস্থলেই গুরুর সহিত একত্র উপবেশন করিবেন না । ব্রহ্মচারী গুরুর সবর্ণাঙ্গীগণকে গুরুর স্থায় পুঞ্জ এবং অসবর্ণ স্ত্রীদিগকে প্রত্যুখনি ও অভিবাঙ্গন দ্বারা সম্মাননা প্রদর্শন করিবেন । কিন্তু তিনি গুরুপত্নীয় গাত্রে তৈলম্বক্ষণ, তাহাকে স্নান, তাহার গারমর্দন বা কেশ-সংস্কার করিয়া দিবেন না। যুৰ ব্ৰহ্মচারী তরুণী গুরুপীকে কখন পাদগ্রন্থপ দ্বার অভিবাদন করিবে না। ইহলোকে মমুযাদিগকে দূষিত করাই স্ত্রীলোকদিগের স্বভাব। একারণ পণ্ডিতগ4. স্ত্রীলোক সম্বন্ধে চিরদিন সাবধান থাকিতে পরামর্শ দেন। ইঞ্জিয়গণ অতিশয় বলবান, এইজন্স বিশ্বান অধিৰা সকলেরই সাবধানতা আবশুক । ব্রহ্মচারী সূর্য্যোদয় বা স্বৰ্য্যাস্ত সময়ে কখনই শয়ান থাকিবেন না, কারণ এই সময়ে উtহার সন্ধ্যোপাসনা করিতে रुझेप्रु । जांनङ्गउ इॐफ अॉब्र अश्रानङ्गङ इउक, फिनि শয়াল-জন্ত পাপের নিমিত্ত সমস্তদিন উপবাস-প্রায়শ্চিত্ত করবেন। যদি তিনি প্রায়শ্চিভ না করেন, তাহা হইলে एक्लारोग्र भश्*ाज्ठप श्ऎष्य । [ s२8 ] SiSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ব্রহ্মচারিণী ব্রহ্মচারী এই সকল নিয়ম পালন করিয়া জীবনের চতুর্থ ভাগ গুরুগৃহে যাপনকরিবেন। ব্ৰহ্মচৰ্য্যাশ্রমের পর ব্রহ্মচারী গুরুগৃহ হইতে প্রত্যাবর্তন করিয়া দারপরিগ্রহ করিয়া গৃহী হইবেন । ( মমু ২ অe ) সামান্য ব্রহ্মচৰ্য্য দ্বিজমাত্রেরই কর্তব্য, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈং এই তিন জাতিই ব্রহ্মচৰ্য্যাবলম্বন করিবেন। ব্রহ্মচারী অবস্থায় বিশ্লেষ পীড়াদি ব্যতীত একস্থানান্ধত অল্প ভোজন করিবেন না। ক্ষত্রিয় ও বৈশু গ্ৰহ্মচারীর শ্রাদ্ধ-ভোজনে অধিকার লাই। ব্রহ্মচারী ম মাত্রেরই মধু, মাংস, অঞ্জন, গুরু ভিন্ন অপরের উচ্ছিষ্ট ভোজন, নিষ্ঠুরবাক্য, স্ত্রীসম্ভোগ, জীবহিংসা, উদয়াস্ত সময়ে স্থৰ্য্যদর্শন, অশ্লীল অর্থাৎ মিথ্যাৰাক্য বা জুগুন্সিত বাক্য এবং পরিবাদ অর্থাৎ সত্য হউক বা মিথ্যা হউক পরের দোষোল্লেখন প্রভৃতি বিষয় পরিত্যাগ করিবেন । ব্ৰহ্মচারী এক এক বেদ অধ্যয়নে স্বাদশ বর্ষ করিয়া ব্ৰহ্মচৰ্য্য করিবেন, ইহাতে অসমর্থ হইলে পাচ বৎসর। নৈষ্টিক ব্রহ্মচারী আচাৰ্য্য সন্নিধানে, আচার্য্যের অভাবে আচাৰ্য্যপুত্রের নিকটে, তদভাবে আচাৰ্য্য পত্নীর সমীপে এবং তিনি না থাকিলে অগ্নিহোত্রীয় অগ্নির নিকটে যাবজীবন বাস করিবেন। জিতেন্ত্রিয় ব্রহ্মচারী উক্ত বিধি অবলম্বন পূৰ্ব্বক ক্রমে দেহত্যাগ করিলে মুক্তিলাভ করেন। ইহ-সংসারে তাহাকে আর জঠরযন্ত্রণা ভোগ করিতে হয় না। ( যাজ্ঞবল্ক্যস• ১ অঃ ) ব্রহ্মচর্য দুই প্রকার-উপকুৰ্ব্বাণ ও নৈষ্টিক । ধিনি বিধি পূর্বক বেদ অধ্যয়ন করিয়৷ পরে গৃহস্থাশ্রম অবলম্বম করেন, র্তাহার নাম উপকুৰ্ব্বাণ এবং যিনি মরণাস্ত ব্রহ্মচৰ্য্য অবলম্বন করেন, তাহাকে নৈষ্টিক ব্রহ্মচারী কহে। “ব্রহ্মচাৰ্য্যুপকুৰ্ব্বাণে নৈষ্টিকে ব্ৰহ্মতৎপর। ষোৎধীত্য বিধিবদবেদান গৃহস্থাশ্রমমাত্রজেৎ। উপকুৰ্ব্বাণকে জ্ঞেয়ে নৈষ্টিকে মরণাস্তিষ্ণঃ ॥” (কুৰ্ম্মপু• ২অ•) বিষ্ণুপুরাণে লিখিত আছে। উপনয়মের পর ব্রহ্মচৰ্য্য অবলম্বন করিয়া গুরুগৃহে বেদাধ্যয়ন করিতে হইবে।

  • বালঃ কৃতোপনয়নো বেদাহরণতৎপরঃ । গুরুগেছে বসে ভূপ । শ্ৰহ্মচারী সমাহিত: ” (বিষ্ণুপু• ৩৯১) २ श्रृंकुदिुश् । 拳 "ব্রহ্মচারী বহুগুণঃ সুবর্ণশ্চেতি বিশ্রুতঃ * (ভারত১১২৩৫৫)

खश्रह्लकांङ्गिणे (जैौ ) अकनि cवप्न कब्रडॅौठि वैक-कब्र निनि । জিয়াং উীপ, বোম্বাত্রগম্য চিচ্ছক্তিযুক্ত স্বৰ্গ জেৰী। “ৰেৰে চয়তে বস্থাত্ত্বেন না ব্রহ্মচাষ্টি " (মেৰীপুs as অ )