পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ [ ৩৭১ ] বে রুদ্রামের শিলালিপি উদ্ধৃত করিয়াছি, তৎপাঠে স্পষ্টই জানা ধাইতেছে যে, মহাক্ষত্রপ রুদ্রদাম দক্ষিণাপথস্থিত জনপদ ব্যতীত ক্ষত্রপাধিকারভুক্ত স্বরাষ্ট্র প্রভৃতি *मूकाश জমপদ আপনার অধিকারভুক্ত করিয়াছিলেন, তাহার অধীনে সুবিশাখ নামক একজনু পল্লব সুরাষ্ট্রে ক্ষত্রপ হইয়াছিলেন। কিন্তু রুদ্রাম সহ, কৃষ্ণগিরি প্রভৃতি দক্ষিণাপথস্থিত জনপদসমূহ অধিকার করেন নাই, ঐ সকল জনপদ তাহার কুটুম্ব শাতকণি-রাজেরই অধিকারভুক্ত ছিল। উক্ত শাতকণির প্রিয়পুত্র বাশিষ্ট-পুত্র শাতকণি (চতুরপন) মহাক্ষত্রপকস্তার পাণিগ্রহণ করেন • । ডাক্তার ভাওারকরের মতে, বশিষ্টপুত্র পুড় মারি ১৩• হইতে ১৫৪ খৃষ্টাৰো, তৎপুত্র গোতমীপুত্র যজ্ঞশ্ৰী শাতকণি ১৫৪ হইতে ১৭২ খৃঃ অঃ এবং তৎপুত্র বাশিষ্ট্ৰপুত্র শাতকণি (চতুরপন ) ১৭২ হইতে ১৯• খৃঃ অস্ব পৰ্য্যন্ত রাজত্ব করেন । । এদিকে মহাক্ষত্রপ রুদ্রদামের শিলালিপি ও প্রাচীন মুদ্রাসমূহ আলোচনা দ্বার স্থির হইয়াছে, তিনি প্রায় ১৩০ হইতে ১৭• খৃঃ অদ পর্যাঙ্ক রাজ্য-শাসন করেন । । এরূপ স্থলে রুদ্রদামের লিপিতে যে শাতকণির উল্লেখ আছে, তিনি যজ্ঞঐ শতকণি হইতেছেন। অধিক সম্ভব, তিনি মহাক্ষত্রপ রুদ্রদামের সহিত যুদ্ধে পরাস্ত হইয়া রুদ্রদামছুহিতা মঢ়রীর সহিত নিজপুত্র বাশিষ্ঠীপুত্র চতুরপনের বিবাহ দিয়াছিলেন। বোধ হয়, এই আত্মীয়তাস্থত্রেই রুদ্রদাম দক্ষিণাপথে হস্তক্ষেপ করেন मारें । বশিষ্টপুত্র চতুরপনের ঔরসে শকরাজকন্যার গড়ে মঢ়রাপুত্র-পকসেন জন্ম গ্রহণ করেন। চতুরপনের পর এই মহাক্ষত্রপ-দৌহিত্র শকসেন দাক্ষিণাপথের অধীশ্বর হইল্পীছিলেন (১৯• হইতে ১৯৭ খ: জস্ব ) | শকাধিপ রুদ্রদামের পিতামহ যে শকাব্দ প্রচার করেন, কালে তাহার ও তাহার বংশীরগণের চেষ্টায় সেই অঙ্গ.সমস্ত ভারতে প্রচলিত হইয়াছিল। নিম্নে রুদ্রদামবংশীয় মহাক্ষত্রপ-রাজগণের বংশাবলী ও রাজ্যকাল উদ্ভূত হইল – » Bhandarkar's Dekkan, 2nd ed, P. 29, + Bhandarkar's Dekkan, 2nd, ed. P. 89. 1 Cunimgham's Coins of Mediaeval India, p. 11. डोब्रज्रयर्ष

  • * (१» धुं: ज:) दै བ་དཀར་ (>>・ー〉o・*:静 ৩ মহাক্ষত্রপ রুদ্র দাম

( ১৩৪—১৭e ) | छ बांभङछॐ} ৬ রাজসিংহ ( » o « - 3 o « ) ) ه دr ۰ -R - • ( | ৫ জীবদtম (• ہاد - ج 3 د) | | | ৮ সজলদীম ৭ ফ্লাসেন ১০ জামসেন ( २२२ १:) { २० ०-२२२ } ( २२4-२७२ ) ৯ পৃথিবীসেন 33 ੋਵੇ। ( २२२-२२¢ ) ( ૨૭૨-૨૭૧ ) T | | ১৪ বিগুরুসেন ১২ বীরদাম ১৩ যশোদাম ১০ জামফটীি ( २७४-२१५ ) ( ૨૭- ) ( ૨૭ા ) ( »«w ) הויסקית אצ ( રcાના-૨૧૪ ) T. | ১৮ বিশ্বসিংহ ०१७ईमभ న सििनन् ? ( २१७ ५: ) ( ૨૧-૨’ : ? ) ২• বিশ্বসেন ২১ ষ্টীযদাম ) ه ۰ تا- ۰ هده ( ২৪ জামদাম ) ? ૭૨૭--૭8 ૪ ( (به ۰نی - - می ) | ২৬ সত্যসিংহ ২২ ক্লাসিংহ ( ৩৭৫-৩৭৮ } ২৫ জুললেন ( “p. } ( ૭a d-૭૧૭ ) ২৩ যশোদাম ( কস্তী ) २१ झर्झ*ि१छ् (৩১০-৩২৫ ) | ( ૭૧૦-૭, • ) ২৮ সিংহুসেন ( ৩৮১-৩৮ই ) উক্ত তালিকায় ও মুত্র-সাহায্যে দেখা যাইতেছে যে, পশ্চিম ভারতে শকৰংশয় ২৮জন নৃপতি ১ম শকান্ধ হইতে ৩১৯ শকাব পৰ্য্যস্ত রাজত্ব করিয়া গিয়াছেন। ১৪শ ও ১৫শ ক্ষত্রপের মধ্যবৰ্ত্তিকালে ( প্রায় ২৫৫ খৃষ্টাব্দে ) ঈশ্বরদত্ত নামে এক ব্যক্তি শকশাসন উৎসাদন করিবার চেষ্টা করেন, কিন্তু ঙাহার চেষ্টা ফলবতী হয় নাই। ২৭শ ক্ষত্রপ ক্ষত্রসিংহ নিজ মুলা কাপ মহারাজ বলিয়া আত্মপরিচয় দিয়া গিয়াছেন। আৰ্য্যাৰর্কে গুপ্ত এবং দক্ষিণাপথে চেঙ্গি ও চালুক্যগণের অভু্যদয়ে ক্ষত্রপরাজ্য বিলুপ্ত হইয়াছিল এবং কালক্রমে বুiজ্যসম্পদইন ক্ষত্রপ-বংশধরগণ হিন্দুসমাজে মিশিয়া গিয়াছিলেন, লেই नरत्र विथTाफ लकजांठिब्र नॉबe गूठं श्रेब्राह । রাজস্থানের ইতিবৃত্তলেখক টভূ সাহেবের অনুবর্তী হইলে বলা যাইতে পারে,—শষ্ণরাজবংশীয়গণই পশ্চিম ভারত হইতে বিতাড়িত হুইয়া রাজস্থানের মরুদেশ আশ্রয় করিয়াছিলেন এবং স্বৰ্য্যৰংশীয় রাজপুত ৰলিয়। পরে পরিচিত হইয়াছিলেন।