পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলধ্বজ [ २t~० ] নীলপল্লী অধিপতি ছিলেন। বিষয় জৈমিনিভারতে এইরূপ উপস্থিত হইলে অৰ্জ্জুনের সৈন্ত সকল দগ্ধ হইতে লাগিল । লিখিত আছে,— তখন অৰ্জ্জুন নারায়ণান্ত্র স্মরণ করিলেন। অগ্নি এই .রাঙ্গা নীলধ্বজ মহিষ্মতী নগরীর অধীশ্বর ছিলেন । ইহার পত্নীর নাম জালা, পুত্রের নাম প্রধীর। ইহার স্বাহ নামে একটী কন্যা হয় । এই কথার যখন বিবাহুযোগ্য কাল উপস্থিত হইল, তখন রাজা কষ্ঠীকে জিজ্ঞাসা করিলেন, আমার পটমগুপে সহস্ৰ সহস্র রাজা অবস্থান করিতেছেন, ইহাদের কাহাকে পতিত্বে বরণ করিতে অভিলাষ কর। স্বাহ সলজ্জভাবে উত্তর করিলেন, মামুষ লোভের বশীভূত ও মোহে আচ্ছন্ন, আমি মামুষকে পতিত্বে বরণ করিতে ইচ্ছা করি না। অতএব আপনি দেবলোকে উপযুক্ত বর সন্ধান করুন। নীলধ্বজ এই কথা শুনিয়া কছিলেন, তুমি দেবরাজ ইন্দ্রকে পতিত্বে বরণ কর, শুনিয়াছি তিনি মামুর্ষী । কামনা করেন । স্বtছ। এই কথা শুনিয়া কছিলেন, ‘পিতঃ ! দেষরীজ ইন্দ্র দেবগণের সর্বস্ব হরণ করিয়াছেন, তপস্থিগণের বিরুদ্ধে অভূIখান করিয়া থাকেন, পরের অভু্যদয় সহ করিতে পারেন না, মহর্ষি গোতমের ভার্য্যার সতীত্ব নাশ করা প্রভৃতি বহুবিধ অকার্যামৃষ্ঠান করিয়াছেন, এই জন্ত । আমি তাঙ্গকে বরণ করিতে ইচ্ছা করি না। অগ্নিই সকল ! বস্ত্রকে পবিত্র করিয়া থাকেন, এইজন্ত পাবক অগ্নিকেই | অামি পত্তিত্বে বরণ করিতে ইচ্ছা করি। নীলধ্বজ অগ্নিদেবের সহিতই কথার বিবাহ দিলেন। অগ্নিদেব বিবাহ করিয়৷ মাহিষ্মতী । নগরীতে অবস্থান করিতেন। কোন শত্ৰ আসিয়া এই নগরী অব । রোধ করিলে অগ্নি যুদ্ধক্ষেত্রে সাহায্য করিতেন । এইজন্য কেহই ; ঠঙ্গর প্রতিকূলাচরণ করিতে পারিত না। যখন অৰ্জুন অশ্বমেদের অর্থ সষ্টা চতুর্দিক বিজয় করিয়া বেড়ান, সেই সময় | ঐ অঞ্চমী মৰ মাখিয়তীনগরীতে প্রবেশ করে। এধীর পত্নী । ও সর্গীদিগের সহিত লতামগুপে ক্রীড়া করিতেছিলেন, এমন সময় যদৃষ্টা ক্রমে ঐ অশ্ব ঐ স্থানে উপস্থিত হয়। প্রবীরমহিষী | মদনমুখী ঐ মুন্দর অশ্বের মস্তকে জয়পত্র দেথিয়া ঐ অশ্ব ধরিতে বলেন ! প্রধাঁর এই যঞ্জীয় অশ্ব ধারণ করিয়া পুর মধ্যে লইয়া গেলেন, পরে সমস্ত স্ত্রীমণ্ডলী অন্তঃপুরে প্রবেশ । করিল। কেবল স্বয়ং প্রবীর সসৈন্তে যুদ্ধ প্রতীক্ষা করিতে | লাগিলেন। পরে অর্জুন ও বৃষকেতুর সহিত ঘোরতর সংগ্রাম হইল। প্রবীর বিপক্ষগণের শরজালে এককালেই অদৃশু হইয়া গেলেন, তখন পাবক প্রতিম নীলধ্বজ তিন অক্ষৌহিণী সৈঙ্গের সহিত স্যাগত ইয়া প্রবীরকে মুক্ত করলেন এবং | অগ্নিকে যুদ্ধে বরণ করিলেন। অগ্নিদেব যুদ্ধক্ষেত্রে । নারায়ণান্ত্র নিরীক্ষণ করিয়া শান্তমূৰ্ত্তিধারণ করিলেন এবং রাজা নীলধ্বজকে বুঝাইয়া বলিলেন, আপনি অশ্ব প্রত্যপূর্ণ করুন। ভগবান বিষ্ণু যাহার সহায়, তাহার সহিত যুদ্ধে জয় লাভ করে, এরূপ ব্যক্তি কে আছে ? রাজা ইহা যুক্তিযুক্ত বিবেচনা করিয়া অশ্ব প্রত্যপণ করাই স্থির করিলেন। এদিকে রাজমহিষী জালা কোপান্বিত হইয়া কহিলেন, মহারাজ রাজকোষে বিপুল অর্থ, হরবাহিনী সেনা ও পুত্রপৌত্ৰাদি বিদ্যমান থাকিতে ক্ষত্রিয়ধৰ্ম্মে জলাঞ্জলি দিয়া অশ্ব প্রতাপর্ণ করা নিতান্ত অন্যায়। রাজা মহিষীর কথা শুনিয়া পুনৰ্ব্বার যুদ্ধার্থ প্রস্তুত হইলেন। তখন আবার ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল। এই যুদ্ধে নীলধ্বজের মহাবল পুত্র ও ভ্রাতৃগণ নিহত, রথ ভগ্ন ও সারথি নিপতিত হইল, স্বয়ং নীলধ্বজও মূৰ্ছিত হষ্টয়া রথোপরি পতিত হইলেন। সারথি তাহাকে যুদ্ধক্ষেত্র হইতে লইয়৷ গেল । পরে রাজা নীলধ্বজ সংজ্ঞা লাভ করিয়া জালাকে ভৎসনা করিয়া নানা উপহারের সহিত অর্জুনকে অশ্ব প্রত্যপণ করিলেন এবং স্বয়ং অশ্বরক্ষায় নিযুক্ত হইলেন। এদিকে রাজমহিষী জাল তৎক্ষণাৎ ভ্রাতা উন্মকের নিকট উপস্থিত হইয়া, নিজ দুরাবস্থার বিষয় পরিচয় দিয়া অৰ্জুনকে বধ করিবার নির্মিত্ত অনুরোধ করেন, কিন্তু উলুক ইহাতে সন্মত হন নাই । তখন জাল আলয় হইতে বহির্গত হইয়৷ গঙ্গাতীরে যাইয়৷ পাণ্ডবগণ ভীষ্মদেবকে অন্যায়রপে বধ করিয়াছে, এই কথা বলিলে, তাহ শুনিয়া গঙ্গাদেবী ক্রুদ্ধ হইয়া অভিশাপ প্রদান করেন যে, অর্থ হইতে ৬ মাসের মধ্যে অর্জুনের শির ভূপতিত হইবে। তখন জালা স্বকাৰ্য্য সিদ্ধ হইবে জানিতে পারিয়া অগ্নিতে দেহ পরিত্যাগ করেন ও ভয়ানক বাণরূপে অবিভূত হইয়। ধনঞ্জয়ের সংহারবাসনায় বক্রবাহনের তৃণীয় মধ্যে প্রবেশ করিলেন । ( জৈমিনিভারত ১৫ অঃ ) o { মহাভারতের বৃত্তান্ত নীল শব্দে দেখ। ] ৪ কামরূপের একজন রাজা । [ কামরূপ দেখ। ] নীলনাগ, কাশ্মীর রাজ্যস্থ একটা হ্রদ। এই হ্রদ হইতে একটা জুলস্রোত বহির্গত হইয়া বরামূলার নিকটে সিন্ধুদেশস্থ ইরাবতী নদীর সহিত মিলিত হইয়াছে। অক্ষা” ৩৩° ৪৮' উঃ এবং দ্রাঘি” ৭৪” ৪৭ পূৰ্ব্বমধ্যে ও শ্রীনগরের ২১ মাইল দক্ষিণপশ্চিমে পীরপঞ্চাল পৰ্ব্বতের উত্তরপূর্বে অবস্থিত। এই হ্রদ হিন্দুদিগের অতি পবিত্র তীর্থ । নীলপট, একজন কষি । মালপল্লী, মাঙ্গাজ প্রেসিডেন্সীর অন্তর্গত গোদাবরী জেলার