পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হমেরু ভ্রাতৃদ্বয়ের থণ্ডিত পন্থাবলী ও মানচিত্ৰ হইতেই প্রচারক তাহার বিবরণ ও মানচিত্র প্রস্তুত করিয়াছেন । প্রায়শভাব্দী ধরিয় তাহ লইয়া ভৌগোলিক ও আবিষ্কারকগণ মহা আন্দোলন করিতে থাকেন। অবশেষে, গভীর গবেষণার পরে মিঃ মেজয়, জিনোর প্রচারিত মানচিত্রের স্থানগুলিকে এই ভাবে চিনাইয় দেন— এনগ্রোণ, লন্ট —ীণলগু : আইলও—আইসলও ; હ છે:লণ্ড –কোটলওস্ ; ফ্রিজলও—ফারো আইলস্ (দ্বীপ), মার্কলও—নব স্কোশিয়া ; এষ্টেটিলও-নিউ ফাউগুলও ; দ্রোজিও —উত্তর আমেরিকার-উপকুল ; আইকোরিয়া—আয়লণ্ডের কেবি উপকুল । ষ্টকায় পরে ১৫৭৬ খৃষ্টাব্দের বসন্তকালে উত্তর-পশ্চিম দিয়া ভারতবর্ষে আসিবার নিকটতর পথ আবিষ্কার করিবার মানসে ফ্রিবিবার নামক একজন ইংরাজ “গেব্ৰিয়েল” ও “মাষ্টকেল নামক দুষ্ট থানা ছোট জাহাজে করিয়া সুমেরুর পথে বাহির ইষ্টলেন । আট লা স্টক মহাসাগরে আসিয়াই মাইকেল যাত্রা | সংকল্প ত্যাগ করিল, তখন এক গ্রেব্রিয়েলষ্ঠ ডর্দিষ্ট পস্থা আবি স্কারের চেষ্টায় চলিতে লাগিল । ২ e এ জুলাই তারিথে ফ্রলিযার উচ্চ ভূমি দেখিতে পাইলেন; ইহার নাম তিনি কুইন এলিজাবেথ স্ । ফোরলও ( রাণী এলিজাবেথের অগ্রভূমি ) রাপিলেন। পর দিবস তিনি যে প্রণালীতে প্রবেশ করেন, তাছার নাম তিনি 'মেট ইন্‌কগনিট' (অজ্ঞাত) রাখেন। বহু সংখ্যক চার গাছের ও পাথরের নমুনা লইয়া শরৎকালে তিনি স্বদেশে ফিরিয়া আসিলেন । একথও চকুচকে বহুস্তরবিভক্ত অভ্র দেথিয়া কতকগুলি লোকের ধারণ জন্মিল যে ইহার মধ্যে সুবর্ণ-রেণু সংমিশ্রিত আছে । ইহাতে ঠংeাণ্ডে লোকের আগ্রহ বাড়িয়া গেল, এবং পরবর্তী দুষ্ট বৎসরের মধ্যে বহুসংখ্যক বড় বড় অভিযান প্রেরণের বন্দোবস্ত হইতে লাগিল । ১৭৭৮ খৃষ্টাব্দের তৃতীয় অভিধানে পনের থানা জাহাজ প্রেরিত হইল। এম্‌ ম’ নামক ব্রিজ ওয়াটারের এক খান বাসসি (ছোট জাহাজ) ফিরিয়া আসিয়া সংবাদ প্রচার করিল যে দেশে প্রত্যাবর্তন করিবার সময় ইহ। আটলান্টিক মহাসাগরে স্থল দেখিতে পাইয়া তিন দিন পর্য্যস্ত তাহার ধার দিয়া বাহিয়া আসিয়াছিল । অনেক দিন পর্যন্ত ফ্রবিষার প্রণালী গ্রীনলণ্ডের মধ্য দিয়া প্রবাহিত বলিয়। ধারণা ছিল ; তখন ইকার দক্ষিণাবস্থিত স্থানকে ফ্রিজ লও বলাeহষ্টত । এখন পরিষ্কার জানা গিয়াছে যে, ফ্রবিষার কখনও গ্রীনলগু চক্ষুতে দেখেন নাই ; তাহার নামধেয় প্রণালী ও “মেট ইন্‌কগনিট’ ডেভিস প্রণালীর সন্নিকটে আমেরিকার দকে অবস্থিত । हेशब्र गरम ख्हेनिआन् সাওসিন গ্রভূতি বণিকৃদিগের সহ [ २२ ] I | I | } i সুমেরু য়তায় ও আনুকূল্যে জন ডেভিস নামক একজন নোবিজ্ঞানাভিজ্ঞ ইংরাজ উত্তর-পশ্চিম পথ আবিষ্কায়ের জন্ত তিনবার সমুদ্রযাত্রা করেন। প্রথম বার ১৫৮৫ খৃষ্টাব্দের ৭ই জুন তারিখে, তিনি ডাটমাউথ হহঁতে বাহির হইয়া নোসদিগের পরিত্যাগের পরে সৰ্ব্বপ্রথমে এই গ্রীনলণ্ডের পশ্চিম উপকূল পরিদর্শন করেন। তিনি ইহার ‘লও অব ডিসোলেশন ( পরিত্যক্ত প্রদেশ ) নাম রাখিয়াছিলেন । ইহায় পরে তিনি ৬৪°১০′ উত্তরে গিলবাট স্ প্রণালী আবিষ্কার করেন ও স্বনামখ্যাত প্রণালী পার হইর ইহার পশ্চিমকুলের কিয়দংশ দেখিয় আসেন। দ্বিতীয় বারের বাত্রায় তিনি হাডসন প্রণালীতে যে এচও জলস্রোত প্রবাহিত হইতেছে, তাহ দেখয় আসেন। ১৭৮৭ খৃষ্ঠাধে তিনি তৃষ্ঠার বার বহির্গত হন । এবারে ৭২° ৪১' উত্তরে তিনি একটি গ্রেনাইট্‌ পাথরের দ্বীপ আবিষ্কার করেন ও তাহার নাম ‘সাগুসনস্ হোপ ( সাণ্ডাস নেব আশা ) রাখেন। তৎপুকৈ ওলন্দাজেরাও একটা ড ওর-পুঞ্জ পথ আবিষ্কারের জষ্ঠ পদ্ধপরিকর হয়েছিলেন। ১৭৯৪ খৃষ্টাব্দে তামৃষ্টারডামের বণিক-সম্প্রদায়ের সাহায্যে পেয়েণ্টস বুঙ্গৎ একথান অর্ণবsši জুলাই তারিখে তিনি নব জেমন্ত্রী দেখিতে পান; ইহার পরে ৩রা আগষ্ট পয্যন্ত বরফ-প্রবাতের মধ্য দিয়া নানা কণ্ঠে রাস্তা করিয়া তিনি নাসাউ অস্তরীপ ও একেবারে উত্তর-পশ্চিম প্রাস্তস্থ অরেঞ্জ ( কমলা ) দ্বীপপুঞ্জ পয্যন্ত সমস্ত পশ্চিম উপকূল পরিভ্রমণ করিয়া আসেন। ওলন্দাজদেগের প্রেরিত দ্বিতীয় অভিযানে বিশেয কোন ফলদায়ক হয় নাই । ১৫৯৬ খৃষ্টাব্দের ১৩ই মে তারিখে আবার জেকব, ছিম্স্কার্ক ও রিজ,প এর অধিনায়কত্বে আর এক অভিযান গ্রেরিত হয় । তাহারা ক্রমাগত উত্তর দিকে চলিয়া আসির ৯ই জুন তারিখে বেয়ার (ভলক) দ্বীপ আবিষ্কার করেন । মারও উত্তরে আসিয়া তাহারা পিটসবাজেনের উত্তরপশ্চিম প্রাস্ত দেখিতে পান। বরফস্ত,পের জন্ত তাহারা আর অধিকদুর অগ্রসর হইতে পারিলেন না । এই স্থানকে তাহার। গ্রীনলঙেরই একাংশ বলিয়া মনে করেন ও নুতন দেশ ( নিউ লও) বলিয়া ইহার নামকরণ করেন। ১লা জুলাই তারিখে তাহারা আবার বেয়ার দ্বীপে ফিরিয়া আসিলেন। এখান হইতে হিমুস্কার্ক পুর্বাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। ২৬এ আগষ্ট তারিখে ইহার উত্তর সীমা ঘুরিয়া আসিয়া তাছার আইসহাভেনে ( বরফ বন্দরে ) পৌঁছিলেন। এখানে শীত কাটাইরা বসন্ত-সমাগমে তাহার নৌকা করিয়া লাপলণ্ডের দিকে অগ্রসর } হইলেন ও পরিশেযে স্বদেশে ফিরিয়া আসিলেন । এই অভিযানের ফলে হলওে তিমি ও মিল শিকারের ব্যবসায় আরম্ভ হইল। " পোত লইয়। এই পথ আবিষ্কারের জষ্ঠ বস্থিত হইলেন ।