পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্নায়ু - মধ্যে ইহা ক্ষুদ্রতম। দর্শনেন্দ্রিয়ের পেশীর গতিসাধনই ইহার প্রধান কাৰ্য্য । পঞ্চম স্নায়ু—ইহা যুগ্নস্নায়ু । মস্তিষ্কজাত স্নায় সমূহের মধ্যে ইহা বৃহত্তম । ইহার ইট মূল, তন্মধ্যে একটা বৃহৎ, অপরট ক্ষুদ্র। বৃহত্তর মূলট চৈতন্তসাধক এবং ক্ষুদ্রট গতিসাধক ৷ এই স্নায়, মস্তিষ্কের তলদেশ হইতে উৎপন্ন হইয়াছে। প্রধানতঃ ইহার দুইট ক্রিয়া, প্রথম চৈতন্তসাধন, যে অংশ দ্বারা এই ক্রিয়া সাধিত হয়, তাহা মুখমণ্ডলসন্মুখ, কপাল, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখগহবর, জিহবা ও দম্ভে বিস্তৃত । দ্বিতীয় গতিবিধান এই অংশ চৰ্ব্বণকারী পেশীসমূহে ব্যাপ্ত। ষষ্ঠ স্নায়ু-ইহা ও যুগ্নস্নায়ু । গতিবিধান ইহার প্রধান কাৰ্য্য। সপ্তম স্নায়ু —ইহ যুগ্মস্নায়ু। এই যুগ্মমায়ু দুইটা স্নায়ুরজুতে বিভক্ত । উভয়েরই গঠন ও ক্রিয় বিভিন্ন রূপ । ইহাদের মধ্যে একটা বাহ, অপরটা আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ স্নায়ু বাহ অপেক্ষ ক্ষুদ্রতর । ইহার নাম মৌখিক স্নায়ু। বাহ স্নায়ুকে শ্রবণস্নায়ু কহে । কেহ কেহ এই দুইটা স্বায়ুকে পৃথক পৃথকৃ বলিয়া নিৰ্দেশ করেন। উক্ত ময়ুর ছুইটী অংশ একটী ক্ষুদ্র স্বায়ু দ্বারা সংযুক্ত । এই স্বায়ু দ্বারা মুখমণ্ডলস্থ পেশাসমুহের মঞ্চলনক্রিয়া সাধিত হয়। কেবল চবর্ণকার্য্যে সাহায্যকারী পেশা সকল ইহার আগুগ ৩ নহে । সুতরাং স্পষ্ট প্রতীতি হইতেছে যে, অস্বাধন ও কিরৎ পরিমাণে আভ্রাণ ও শ্রবণ প্রভৃতি প্রধান প্রধান কায্য ইহা দ্বারা সাধিত হুইয়া থাকে । এতদ্ব্যতীত ইহt মুখস্থ লাগানিঃসরণে প্রভূত পরিমাণে সাহায্য করে। এই স্নায়ুর পক্ষাঘাত হইলে আদিত, শ্রবণশক্তির কিয়ৎ পরিমাণে হানি এবং দর্শন, আঘ্রাণ ও আস্বাদনশক্তির নাশ হুইয়া থাকে । অষ্টম স্নায়ু-ইহাও যুগ্মম্বায়ু। ইহাতে তিনট পৃথক পৃথকৃ স্বায়ু আছে। কেহ কেহ ইহাকে পৃথক্ না বলিয়া একটী বলির নির্দেশ করেন। এই স্নায়ুর একটা দ্বারা চৈত্তগুৰিধান এবং পরিচালন ও আস্বাদনকাৰ্য্য সাধিত হয় । অপরটা শ্বাসমণ্ডল, হৃৎপিগু, অন্নবহ নালীর উদ্ধাংশ ও তৎসংক্রান্ত আভ্যস্তরীণ যন্ত্র সমুদায়ে বিস্তুত হইয়াছে। ইহার কার্য একরূপ নহে। ইহা স্বল্পবস্ত্র, পাকস্থলী, অস্ত্রমওল প্রভৃতির ও ফুসফুসের শক্তিবিধান করে, হৃৎপিণ্ডের কার্য্য সংযত করির রাখে এবং লালানিঃসারণে अङ्iप्लङl Cग्नु । কশেরুকা প্রণালীর অভ্যন্তরস্থ স্নায়ু পদার্থের দীর্ঘ নলাকার পিওকে মেরুরঙ্গু বলা যায়। ইহা মজ্জাময় তিনটা ঝিল্লি দ্বারা अल्लोनिङ । पैं छिर्नाको किल्लो चटनका९t° अखिएकङ्ग सिक्किन्जरब्रम्न जत्रुরূপ। মেক্ষমঙ্গ৷ হইতে ৩১ টা যুগ্মনাল উৎপন্ন হইয়াছে। ঐ সকল , भांबूcगरे जछ cमक्रनग्बीणांछ बाबू नांटम अङिश्छि रहेब्राप्इ । [ ২৭৯ ] স্নায়ু কশেরুক মজ্জা দুই প্রকার, স্নায়বিক পদার্থে গঠিত। সেক্ট টুইট স্বায়ুপদার্থও মস্তিষ্কের স্বায়ুপদার্থের স্তার ধুসর ও শুভ্র এই দুই প্রকার । গ্ৰীৰাদেশীয় স্নায়ু ৮টা, এই সকল স্নায়ু যত নিম্নে আলিয়াছে, ততই ইহাঙ্গের আয়তন বৃদ্ধি পাইয়াছে। পৃষ্ঠদেশীয় স্নায়ু ১২টী, ইছাদের মধ্যে প্রথম স্নায়ুটা পুণ্ঠদেশীয় প্রথম ও দ্বিতীয় কশেরুকার মধ্যভাগ হইতে এবং শেষ স্নায়ুটী দ্বাদশসংখ্যক পৃষ্ঠাবলম্বী ও প্রথমসংখ্যক কটিদেশীয় करलङ्गकांब्र ग८था उंडूङ श्हेब्राह्छ् । কটজাত স্নায়ু সংখ্যায় দশটা। প্রত্যেক পাশ্বে পাটো করিয়া আছে। ইহাদের মধ্যে অনেকগুলি নিম্নে বৰ্দ্ধিতায় হল, হইয়া সাহানুভূতিক স্বায়ুগণের সহিত মিলিত হইয়াছে। উক্ত ত্ৰিবিধ স্বায়ু ব্যতীত পৃষ্ঠবংশমূলে পাচট এবং শঙ্খtবৰ্ত্তে স্নায়ু আছে। এই দুই প্রকার স্বায়ু যথাক্রমে পৃষ্ঠবংশমুণীয় ও শঙ্খবৰ্ত্তীয় নামে অভিহিত। উপরে যে সকল স্নায়ার উল্লেখ করা হুষ্টল, সেই সকল স্নায়ু ব্যতীত ক্ষুদ্র ও বৃহৎ আরও কতকগুলি স্নায়ু আছে সাহানুভূতিক স্নায়ুসমূহ–সাহানুভূতিক স্নায়ুবিধান দুইটা প্রস্থিময় স্নায়ুরজু দ্বারা গঠিত এবং মধ্যে মধ্যে এক একটা স্নায়ুরজজু দ্বারা পরম্পর সংযুক্ত । ইহার পৃষ্ঠবংশে প্রত্যেক কশেরুকার সম্মুখ ও পাশ্বদেশে কিয়ৎ পরিমাণে স্থিত। মেরুদণ্ড বা মেরুপৃষ্ঠ যত বড়, সাছামুভুতিক স্নায়ুবিধানের গ্রস্থিময় স্নায়ুরজজু ও তত বড়।. উদ্ধে ইহার করোটীর তলদেশ হইতে নিম্নে মজ্জাবৰ্ত্ত পৰ্য্যন্ত বিস্তৃত । পৃষ্ঠবংশের ভিন্ন ভিন্ন প্রদেশানুসারে উক্ত দুইটী স্নায়রুজুর নাম করণ হইয়াছে। যথা গ্ৰীবাবলম্বী, পৃষ্ঠ প্রদেশীয়, কটস্থানীয় ও পৃষ্ঠবংশমূলীয় । গ্ৰীবাবলম্বী অংশের তিনটি মাত্র গ্ৰন্থি আছে, অবশিষ্ট তিনটী অংশে যতগুলি কশেরুকা আছে, তাহীদের ওস্থিসংখ্যাও তত । এই স্নায়ুর বিবিধশাখা ও প্রশাখ প্রত্যেক গ্রন্থি হষ্টতে অন্তঃ ও বাহ শাখাসকল নির্গত হইয়াছে। অন্তঃশাখাসকল রক্তবহ৷ নাড়ী ও আভ্যন্তরীণ যন্ত্রসমূহে ব্যাপ্ত হইয়াছে, তাহার বক্ষঃ উদর ও বস্তিগহবরে মস্তিষ্ক, কশেরুকা, মজ্জাজতি স্নায়ুসকলের সহিত সন্মিলিত রহিয়াছে। এই সকল স্নায়ুতে ই প্রকার স্বত্র দেখা যায়। তন্মধ্যে এক প্রকার মজ্জাজাত স্নায়ু হইতে সাহাতুভূতিক স্নায়ুতে এবং অপরপ্রকার স্বত্ৰসকল গ্রন্থির সহিত -মজ্জাজাত স্নায়ুসমূহে গমন করিয়াছে। এই সকল অন্তঃ ও বহিঃশাখা ব্যতীত আরও কতকগুলি শাখাপ্রশাখা স্নায়ু দেখা यांच्च । एलाइtविप्नंa मtथा cकन cकान बांबू मखिकजाऊ घाष्ट्रসঞ্চলের সন্ধিত সন্মিলিত হইয়াছে। কতকগুলি স্বায়ু গলদেশস্থ