পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরাষ্ট্র, এদিকে ঘোর বর্ষাকাল উপস্থিত হইল। মেঘসকল অনবরত বর্ষণ করায় পৃথিবী জলপ্লাবিত হষ্টল। ভয়ানক জলপ্লাবনে রাজা দি কৃজ্ঞানশূন্ত হইয়। অতীব বেগশালী সলিলপ্রবাহে অনায়ত্ত হইয়া ভাগিয়া বাইতে লাগিলেন। কিছুতেই তটভূমি এাপ্ত হইলেন না। দূরে ভাগিয়া জলমধ্যে এক মৃগীকে প্রাপ্ত হঠলেন ও তাঁহারই পুচ্ছ ধারণ করিয়া গমন করিতে লাগিলেন । মৃগীর পুচ্ছ ধারণ করিয়া অন্ধকারে ইতস্ততঃ ভ্রমণ করিতে করিতে তটভূমিও প্রাপ্ত হইলেন। সেই নরপতি তপঃ প্রভাবে রুশ ও শিরামাত্র সরে হইয়াছিলেন । স্বত্তরাং তটভূমি প্রাপ্ত চইয়াও তিনি ঐ মৃগীর পুচ্ছধারণ করিয়৷ গমন করিতে লাগিলেন, পথে যাঙ্গতে যাইতে তিনি এক রমণীয় বন প্রাপ্ত হইলেন । রাজা যৎকালে হরিণীব পুচ্ছধারণ করিয়া গমন করিতেছিলেন, তৎকালে তাহার হৃদয়ে অতিশয় হর্ষ এবং কামবেগের সঞ্চার হইল। তিনি অনুরাগভরে মৃগীর পৃষ্ঠদেশ স্পশ করিতে লাগিলেন, মৃগী তাঙ্গ জানিতে পারিয়া রাজাকে সম্বোধন করিয়া কহিলেন, রাজন্‌! কিজ আপনি কম্পিতহস্তে আমার ! পৃষ্ঠদেশ স্পশ করিতেছেন। কায্যের গতি বিপরীত দেখিতেছি, i আপনি তাপস, তাপসের কামবিকার ধৰ্ম্মগঠিত । যাহা হউক, আপনার মন অস্থানে সঙ্গত হয় নাই, আমিও আপনার অগম্য। নচি, কিন্তু এই “লোল” আপনার সঙ্গমে আমার ব্যাঘাত করিতেছে । | রাজা মৃগীর এই বাক্য শ্রবণ করিয়া কৌতুহলান্বিত হইয়৷ তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃগী তুমি কে ? কি রূপেই বা মাহুযের হায় কথা কহিতেছ, আর লোলই বা কে, যে তোমার সঙ্গমে আমার বিঘ্ন করিতেছে। মৃগী কহিল, রাজন! আমি পূৰ্ব্বে আপনার ভার্যা ছিলাম, আমার নাম উজ্জ্বলাবতী, আমি দৃঢ়ধম্বার দুহিতা । আপনার মহিষীদিগের মধ্যে আমিই প্রধান ছিলাম। রাজা কহিলেন, তুমি এমন কি কৰ্ম্ম করিয়াছ, যাহার প্রভাবে তোমার ঈদৃশ যোণিসংঘটন হইল। তুমি পতিব্ৰতা ও ধৰ্ম্মপরায়ণা ছিলে, তবে তোমার এ প্রকার পরিণাম হুইবার কারণ কি ? মৃগী কহিল, আমি কুমারী অবস্থায় পিতৃগৃহে অবস্থানকালে একদা সখীগণের সহিত অরণ্যবিহারে গমন করিয়া দেখিলাম, এক মৃগ মুগীর সহিত সমাগত হইয়াছে, তখন আমি সমীপবৰ্ত্তিনী হইয়া মৃগীকে তাড়না করিলাম। মৃগী আমার তয়ে অন্যত্র গমন করিল। ইহাতে মৃগ ক্রুদ্ধ হইয়া আমাকে ভৎসনা করিয়া কছিল, তুমি এরূপ মত্ত হইয়াছ যে, আমাদের আধানকাল বিফল করিলে, তোমার কি কিছুমাত্র ভয় নাই । - আমি তাহাকে মাহুধের স্থার কথা বলিতে শুনিয়া উীতা [ లిపివి ) স্বরাষ্ট্র হইয় জিজ্ঞাসা করিলাম, আপনি কে ? কেনই বা এ প্রকার যোনি প্রাপ্ত হইয়াছেন । প্রত্যুত্তরে তিনি কছিলেন, আমি নিবৃতিচক্ষু নামক ঋষির পুত্র, নাম স্বতপা । মৃগীতে অভিলাষ হওয়ায় মৃগ হইয়া গেমভরে ইহাতে অনুগত হইয়াছিলাম । এই মৃগীও বনমধ্যে আমার কামনা করিয়াছিল, তুমি তাহার সহিত আমায় বিয়োগ সম্ভাটিঙ করিলে । এই জন্ত তোমাকে অামি অভিশাপ দিতেছি । আমি সবিনয়ে বললাম, মুনে ! ন জানিয়াই আমি এই অপরাধ করিয়াছি, আপনি প্রসন্ন চউন, আমাকে আর অভিশাপ প্রদান কপ্লিবেন না, আমি এষ্ট প্রকার বলিলে তিনি কহিলেন, তুমি যদি আমায় আত্মদান কর, তাহ হইলে আর তোমাকে শাপ দিব না । আমি কহিলাম, আমি মুগী নহি, আপনি মৃগরূপ ধারণ করিয়া অরণ্যমধ্যে অন্য মৃগীলাভ করিতে পরিবেন। অতএব অামাতে অসুরাগবদ্ধ হইবেন না । এই কথা বলিলে রোষভরে স্বতপার নয়নযুগল অরুণবর্ণ হইল। তখন তিনি কছিলেন, তুমি মৃগী নহ, বলিয়া পরিহাস করিলে, অতএব তুমি মূগাই হইবে । তাহার এই অভিশাপ শুনিয়! আমি অঙি কাতর ভাবে তীহাকে বলিতে লাগিলাম, আমি বালিকা, কি বলিলে কি হয়, তাহা জানি না, সেই জন্যই এইরূপ বালয়ছি । আমি আপনার নিকট অপরাধিনী, আপনি দয়া করিয়া আমার শাপ বিমোচন করুন । আমি এইরূপে বারংবার কাতরোক্তি করিলে তিনি প্রসন্ন হইয়। কহিলেন, আমি যাহা বলিয়াছি, তাহার অন্তথা হইবে না, তুমি মরণাস্তর এই বনে মৃগী হইয়া জন্মিবে। মহুধি সিদ্ধবীৰ্য্যেয় পুত্র লোল, সেই অবস্থার তোমার গর্ভে জন্ম গ্রহণ করিবেন । তুমি তথন জাতিস্মর হইবে । অতএব গর্ভ উপস্থিত হইলে তুমি স্মৃতি লাভ করিয়া মামুযের হার কথা কহিতে পরিবে। অনস্তর লোল জন্মিলে পতি কর্তৃক অচ্চিতা হইয়া মৃগযোনি পরিহার করিবে এবং দুষ্কৃতকারী লোকদিগের অপ্রাপ্য লোকসকল প্রাপ্ত হইবে । মহাবীৰ্য্য লেtলও পিতৃশত্রুদিগকে বিনাশ ও সমগ্র মেদিনী জয় করিয়া মন্ত্র হইবেন । এইরূপে আমি অভিশপ্ত হইয়া মরণাত্তর এই যুগযোনি লাভ করিয়াছি। আপনার সংস্পর্শে আমার জঠরে গর্ভসঞ্চার হইয়াছে এবং এই জন্তই পুৰ্ব্বে যলিয়াছি যে, আপনার মন অস্থানে পতিত হর নাই, কিন্তু এই গর্ভস্থ লোল আপনায় কামপ্রবৃত্তির নিম্ন করিতেছে। রাজা এই বৃত্তান্ত শুনিয়া নিরতিশয় আলোদিত হইলেন । অনস্তর মৃগী সৰ্ব্বমূলক্ষণসম্পন্ন একপুত্র প্রসব করিল। এই পুত্র ভূমিষ্ঠ হইবামাত্র সৰ্ব্বভূত অতিশয় হর্ষান্বিত হইল । মৃগী শাপমুক্ত হইয়। উত্তম লোক লাভ করিল।