পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হনুমৎ হইয়াছে । তাঞ্জনার এই কথা শুনিয়া স্বশ্রোণি ! আমি তোমার পতিব্ৰত্য নষ্ট করি নাই, সুতরাং তোমার মনের তয় দূর হউক, তোমাকে আলিঙ্গন করিয়া মনে মনে যে তোমাতে গমন করিয়াছি, তাহাতে তোমার বুদ্ধিশালী এবং অতি বীৰ্য্যবান এক পুত্র জন্মিবে, এই পুত্র সকল বিষয়েই আমার অনুরূপ হইবে । এইরূপে বায়ু তাহার গর্ভে এক পুত্র উৎপাদন করেন । অঞ্জন এই পুত্র প্রসব করিয়া ফলসংগ্রহের জুই অরণ্যে গমন করিলে এই শিশু ক্ষুধাতুর হষ্টয়া ক্রনন করিতে লাগিল । তৎকালে স্বৰ্য্যদেব জবাপুষ্পবৎ রক্তিমরূপবর্ণ পরিগ্রহ কারয়। উদিত হইতেছিলেন, শিশু তাহ দেখিয়া ফল মনে করিয়া স্য্যের অভিমুখে লম্ফ দিল । যখন ঐ বালক স্বর্যাদেবকে পারতে ইচ্ছুক হইয়। তরুণ দিবাকরের দিকে নভোমণ্ডলের মধ্য পথ দিয়া বেগে ধাবিত হইতে লাগিল। তৎকালে তাহাকে লম্ফ প্রদান করিতে দেখিয়া দেব, দানব, যক্ষ সকলেই বিস্মিত হইল । নিজ পুত্র প্লবমান হইলে বায়ু তুষারের স্তায় শীতল হইয়া | স্য্যের দাহ-ভয় হইতে পুত্রকে রক্ষা করিতে করিতে হনুমানের পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। পিতৃশক্তি প্রভাবে বহুসহস্ৰ যাজল তাকাশপথ অতিক্রম করিয়৷ এই বানর স্বর্য্যের সন্নিহিত শুইল । সুর্য্যদেবও এই শিশু দ্বারা অনেক দেবকাৰ্য্য সাধন ঠষ্টবে ভাবির তাহাকে দগ্ধ করিলেন না । এই বানর যে দিন ভাস্করকে ধরিবার জন্ত উৎপ্লত হয়, সেই দিনই রাহু সুৰ্য্যকে গ্রাস করিতে ষায়, কিন্তু এই শিশু স্বৰ্য্যদেবের বথের উপরে রাহকে স্পর্শ করে, এই জন্ত রাহু ভীত হইয়া সুর্য্যমণ্ডল হইতে পলায়ন করিল। রাহু তখন কুপিত হইয়া ইন্দ্রের নিকট গমন করিয়া কহিল, ইন্দ্রদেব ! আপনি চন্দ্র ও স্বর্যাকে আমায় গ্ৰাস করিবার অধিকার দান করিয়া আবার অপর এক জনকে অধিকার প্রদান করিয়াছেন । ইহাতে ইন্দ্র কুপিত চষ্টয়া য়াহুর সহিত তখায় গমন করিতে লাগিলেন, কিন্তু রাহু ইন্ধের পূর্বে ভখায় উপস্থিত হইল। হনুমান রাহুকে দেখিয়া একটা ফল মনে করিয়া স্বর্যাকে পরিত্যাগপূৰ্ব্বক রাহুকে ধরিবার জন্য উৎপতিত হইল। রাহু ইহার বৃহৎ শরীরদর্শনে পরাভূখ তষ্টয় প্রত্যাবৃত্ত হইলেন। তখন রাহু অতিশয় ভীত চটয়৷ ইঞ্জকে ত্ৰাত মনে করিয়া তাহাকে ডাকিতে লাগিলেন । ड्रेट्झ प्रांश्द्र श्रार्डनांभ eनिम्नां ‘उम्न नहि, श्राभि हेंशt८क ३५ কবিতেছি, এই ৰলিয়া তাহার সন্নিহিত হইলেন । হনুমান ইন্দ্রবাহন ঐরাবণ্ডকে দর্শন করিয়া তাহাকে ধরিবার ইচ্ছায় ধাবিত তইলে ইন্দ্র কুপিত হইয়া তাহাকে বঞ্জ দ্বারা আঘাত করিলেন । ইঞ্জের বজ্রপ্রহারে তাড়িত হষ্টয়া বানর পর্বতোপরি পতিত ১ষ্টল এবং তখায় পড়িয়া ইহার বামহল্প ভাঙ্গিয়া গেল । পবন কহিলেন, [ 8७8 ] হনুমৎ হনুমান বজ্রাঘাতে আকুল হইয় পড়িলে পবন ইহাকে লষ্টয়৷ গুহামধ্যে প্রবেশ করিলেন । তখন তিনি দেবগণের প্রতি ক্রুদ্ধ হইয়া ত্রিভুবনের বায়ু রোধ করিতে লাগিলেন। বায়ু রুদ্ধ হইলে ত্রিলোক বায়ুীন হইয়া কাষ্ঠবৎ হইয়া উঠিল। তথন ইন্দ্রাদি দেবগণ ব্ৰহ্মার নিকটে উপস্থিত হইয়া সমস্ত বৃত্তাস্ত বলিলে তাহারা সকলে বায়ুর নিকটে গমন করিয়া বায়ুকে স্তব করিতে লাগিলেন। বায়ু পিতামহকে দেখিয় তাহাকে প্ৰণাম করিলে পিতামহ বজ্রাঘাতে আহত শিশুকে হস্ত দ্বার ম্পর্শ করিলেন। ব্ৰহ্মা স্পর্শ করিবামাত্রই শিশু জীবন লাভ করিল। বায়ু ইহাকে প্রাপ্তজীবন এবং সকল প্রকার বেদনাদি অপগত দেখিয়া আনন্দিত হষ্টলেন এবং পুনরায় সকল ভূতে বিচরণ করিতে লাগিলেন। তথন ব্রহ্ম বায়ুর হিতকামনায় দেবগণকে কহিলেন, ইন্দ্রাদি দেবগণ ! এই শিশু দ্বার তোমাদিগের কর্তব্য কাৰ্য্য সকল সম্পাদিত হইবে, অতএব তোমরা সকলে ইহাকে বর প্রদান কর । তখন ইন্দ্র কছিলেন, আমার করটুতি বজের আঘাতে এই বানরের হস্থভঙ্গ হইয়াছে, সুতরাং এই বানরশ্রেষ্ঠ হনুমান নামে বিখ্যাত হষ্টবে। আমি ইহাকে আরও একটা অদ্ভুত বর দিতেছি যে, আজ অবধি হনুমান আমার বঞ্জের আঘাতে নিহত হুইবে না। তখন স্বৰ্য্য কহিলেন, ইহাকে আমার তেজের শতাংশের এক অংশ দিলাম। যখন এষ্ট বানর শাস্ত্র সকল অধ্যয়ন করিতে পারিবে, তখন আমি ইহাকে শাস্ত্র অধ্যয়ন করাইব। হনুমান বাগ্মী হইবে । বরুণ বর দিলেন, আমার পাশ অথবা বারি হইতে শত অযুত বৎসরে ও ইহার মৃত্যু হইবে না। যম প্রীত হইয়া ইহাকে দণ্ডের অবধ্য, নিয়ত অরোগিত্ব এবং যুদ্ধে অবিষাদ বর দিলেন । কুবের বর দিলেন, এই হনুমান আমার অবধ্য। মহাদেবও এইরূপ বর দিলেন । বিশ্বকৰ্ম্ম বর দিলেন যে, আমি যে সকল অস্ত্র নিন্মাণ করিয়াছি এবং আষার যে সকল দিব্য অস্ত্র আছে, এই বালক সেই সকল অস্ত্রে অবধ্য হইয়া চিরজীবী হইবে। তখন ব্ৰহ্ম তাহাকে কহিলেন, তুমি ব্ৰহ্মজ্ঞ ও চরায়ু, সমস্ত ব্ৰহ্মাস্ত্র এবং ব্ৰহ্মশাপের অবধ্য হইবে । এইরূপে দেবগণ বর প্রদান করিলে ব্ৰহ্মা বায়ুকে কহিলেন, পবন । তোমার এই পুত্র শক্রগণের ভয়ঙ্কর, মিত্রগণের আহলাদজনক এবং অজেয় হইবে। অধিকস্ত হনুমান ইচ্ছায়সারে নানা রূপ-ধfরণ, নানা স্থানে গমন এবং নানা দ্রব্য ভক্ষণ করিতে পারিবে, কীৰ্ত্তিমান ও অপ্রতিহতগতি হইবে। আর রাবণবিনাশে য়ামচক্সের সহায়তা করিয়া রামের এীতিপদ এবং সময়ে লোমহর্ষণ কাৰ্য্য সকল সম্পাদন করিবে । পিতামহ প্রভৃতি দেবগণ এইরূপ বর দিয়া ফিরিয়া গেলেন।