পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৬৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুমায়ুন এই বিশাল সংসারে, হুমায়ুনের মত বন্ধু আর তাহার কেহই | নাই। পিতা পুত্রের মধ্যে এইরূপ গভীর স্নেহভক্তির উচ্চতম | নিদর্শন মুসলমান সমাজে বিরল । হুমায়ুন যদিও তাহার পিতার স্তায় কৰ্ম্মী ও দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন না, তথাপি তাহার বাল্যজীবন বিলাসের আবাসে অতিবাহিত না হওয়ায় তিনি সাহসিকত, তেজস্বিতা ও উদারত | প্রভূতি কতকগুলি পৈতৃক-গুণ লাভ করিয়াছিলেন । অতি- i বাল্যকাল হইতেই হুমায়ুন পিতার সঙ্গে সঙ্গে থাকতেন । বীরশ্ৰেষ্ঠ বাবর হিন্দুস্থানে যে সকল ভীষণ রণক্ষেত্রে বিজয় লাভ { করিয়া বীরকীৰ্ত্তি উপাজ্জন করিয়াছিলেন, তাহাব প্রিয়পুত্র হুমায়ুনও তাহার অধিকাংশ স্থলেই তাহার পাশ্বে থাকিয় সেই | যশোরাশির কথঞ্চিৎ অংশলাভে বঞ্চিত হন নাই । ১৫২৫ খৃঃ অব্দে পাণিপথ ক্ষেত্রে বাবর যে যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাস্ত । করিয়া ভারতসিংহাসন লাভে কৃতকার্য হন, সেঙ্গ মহাযুদ্ধে বাবর ক্টাচার সেনাদলের দক্ষিণাংশ পরিচালনভার হুমায়ুনের উপরই অপণ ছদ্ধর্ষ আফগান-সৈন্তের নেতৃত্বের পদ পিতাব আদেশে সুলতান হব্রাSGB BBB BBB BB BBBB BggBB BB BBBB gKS মুখে গমন করেন, এখানে তখনও পর্যন্ত লোদীর পক্ষীয় দুৰ্দ্দান্ত সদারগণ গঙ্গার পূৰ্ব্বাংশ রক্ষা করিতেছিলেন । হুমায়ুন একে ৷ একে তষ্ঠাংদর সকলকেই পরাস্ত করিয়া আগ্র অধিকার করিতে সমর্থ হইলেন ; পিতার নিকট এ জন্ত তিনি নানা পুরস্কৃত হন । ই হার পর মহাবাণ সংগ্রাম-সিংহের । সহি ও ফতেপুরের ভীষণ যুদ্ধেও হুমায়ুন বাববের সঙ্গিত রণক্ষেত্রে উপস্থিত ছিলেন । ১৫৩০ খৃষ্টাব্দে হুমায়ুন পিতৃ-সিংহাসন লাভ করেন ; সিংহাসনে অপিরোহণ করিবtয় পর কিছুদিন তাহাকে আত্মীয়স্বজনসহ বিদ্রোহে বিশেষ কষ্ট পাঙ্গতে চষ্টয়াছিল । তাঙ্গার আরও তিনটী ভাই ছিলেন । হুমায়ুনের পরেই কামরান, তৃতীয় হিন্দাল ও সৰ্ব্ব কনিষ্ঠ আস্করী। অপর কুমারদিগের সম্রাটের আসনে কোন দাবী ছিল না, কিন্তু শাহজাদা কামরান হৃদয়ে উচ্চ আশা পোষণ করিতেন । হুমায়ুনকে সিংহাসনে বসিতে দেখিয়া রাজ্যলিপায় তাহার হৃদয় উত্তেজিত হইয় উঠে। তিনি আফগানিস্থানে নিজ প্রভুত্ব স্থাপন করিলেন । বাবর মৃত্যুকালে র্তাহার পুত্র হুমায়ুনকে ডাকিয়া বলিয়া যান, “বৎস ! যদি ঈশ্বর তোমাকেই আমায় সিংহাসনের উত্তরাধিকারী করিবেন মনস্থ করিয়া থাকেন, তাহা হটলে আসি মৃত্যুশয্যায় তোমায় অম্বুরোধ কপ্লিয়া যাইতেছি যে, তুমি তোমার ভ্রাতাদের প্রতি দয়াপরবশ হইতে বিস্তৃত হইও না।” দয়ালু হুমায়ুন সেই পিতৃ || তিনিই সবর প্রথম প্রাপ্ত ইল । প্রকারে [ అలినా ) হুমায়ুন কখনও বিস্মত হয়েন নাই । ভ্রাতার ঔদ্ধত্যে তিনি কিছুমাত্র ব্যথিত ন হইরা বরং তাছাকেই আফগানিস্থানের শাসনকৰ্ত্তারূপে মনোনীত করিয়া আপোষে বিবাদ মিটাইয়া ফেলিলেন । কিন্তু তাছাতে তাছাকে বিশেয ক্ষতিগ্রস্ত হইতে হইয়াছিল। কামরানের সঙ্গিত মনোবিবাদ মিটাইয়া হুমায়ুন পুনরায় অন্তদোহের আশঙ্কায় চিন্দালকে সমুলে প্রদেশের এবং আস্কারীকে মেবাতের শাসনভার প্রদান করেন । কিন্তু এত করিয়া ও হুমায়ুন অন্তৰ্ব্বিদ্রোহের মূল নিৰ্ব্বtiপত করিতে পারেন নাই । তাচার অপর কোনও লিশেয অস্তুরঙ্গ ব্যক্তি ভিতরে ভিতরে ষড়যন্ত্র কয়িয়া সাম্রাজ্যহরণ, এমন কি গুপ্ত ভাবে তাছার প্রাণ-হরণ করিবার চেষ্টায় ছিলেন ; ভাগ্যক্রমে তাe1 প্রকাশ হইয় পড়ার সেই ধূৰ্ত্ত পলাষ্টয়া গুজরাটের সুলতান বাহাদুর শাঙ্গের আশ্রয় গ্রহণ করেন । হুমায়ুন তাহাকে অপণ করিবার জন্ত বাহাদুরশাহকে বলিয়া পাঠান । রাটের সুলতান বাeাদুর শাহ ও স্বাধীন ছিলেন, তিনি শরণাগত ব্যক্তিকে ত্যাগ করিতে কিছুতেই সন্মত ইষ্টলেন না । সুতরাং উভয়ের মধ্যে শক্ৰতা ঘটিল । বাক্য ఢీకొ - এই ঘটনার কিছুদিন পরে দিল্লীর আফগান বংশীয় শেষ নরপতি ইব্রাহিম লোদার খুল্লতাত আলাউদ্দীন ও বাগদুর শাহের শরণ লক্টলেন । লোদী বংশের রাজত্বকালেক্ট বাহাদুর শাহের পিতৃবংশীয়গণ উন্নতিলাভে সমর্থ হইয়াছিলেন । সুতরাং অল্প চেষ্টাতেই রাজা বাহাদুর শাহ হুমায়ুনের বিরুদ্ধে আলাউদ্দীনকে অর্থ-সাহার্য্য করিতে স্বীকৃত হইলেন । সেই অর্থ-সাহায্যে আলাউদ্দীন বিপুল সৈন্স সংগ্ৰহ করিয়া হুমায়ুনের বিরুদ্ধে অগ্রসর হইলেন । কিন্তু তাতার খ৷ কিছুতেই বাদশাহ-সৈন্ত পরাজিত করিতে পারেন নাই । সেই যুদ্ধেই তিনি নিহত হন। হুমায়ুন বাহাদুরের আচরণে নিতান্ত বিরক্ত হইয়া তাঙ্গকে দমন করিবার জন্ত গুজরাট যাত্র করেন । ঐ যাত্রার যখন বাদশাহ-সৈন্ত চিতোর-দুর্গের নিকটবৰ্ত্তী স্থানে উপস্থিত হয় - সেই সময়ে বাহাদুর-শাহের নিকট হইতে হুমায়ুন একখানি পত্র পান, তাতাতে বাচাছুর শাহ হুমায়ুনকে এই মৰ্ম্মে অঙ্গুরোধ করিয়া পাঠান যে, তিনি এথন কিছুদিন হইতে চিতোর দুর্গ অবরোধ করিরাছে এবং আশা করেন শীঘ্রই কাফেরদিগকে পরাজিত করিয়া মুসলমানের ধৰ্ম্ম-গৌরব বৃদ্ধি করিতে সমর্থ কইবেন । সুতরাং বাদশাহ যেন এসময় তাহার কার্ষ্যে হস্তক্ষেপ করিয়া তাহাকে অপমানিত না করেন । হুমায়ুন মুসলমান-ধৰ্ম্মে এক জন দৃঢ় নিষ্ঠাবান এবং যথার্থ বীরপুরুষ ছিলেন। তিনি তৎক্ষণাৎ বাহাদুর শাহের অনুরোধ রক্ষা করেন । অতঃপর 5िtडां★ छग्न कग्निब्रां दाशंध्रुग्न *tरु नेिछब्रांरछा थङIाकोभन कग्निcण