পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জালেক্সান্দায় করিয়া দিয়াছেন । এই মহাকাৰ্য্যক্ষেত্রে অগ্রসর হইবার পূৰ্ব্বে পাল্পদিঙ্কাস তাছাকে বলিলেন, “তিনি আপনার সম্বল अब्रटक लिटलम, unथन मेिtछद्र ॐ*ांग्र कि कग्निट्दन ।।' আলেক্সান্দার হাসির উত্তর দিলেন "আশা" । উাহার জবিদ্যমানে এণ্টিপেটর মাকিডনের শাসনকর্তা হইলেন । বসন্তের প্রারম্ভে আলেক্সান্দার জাসিয়াভিমুখে অগ্রসর হইলেন, সঙ্গে পাচ হাজার অশ্বারোহী ও ত্রিশ হাজার পদাতি। তিনি অধিডসে আসিয়া পৌছিলেন । আবি. ডসের কাছেই আরিসবি নামক স্থান। এখানে আকিলেশের মৃতদেহ মৃত্তিকামধ্যে প্রোথিত হইয়াছিল। আলেক্‌সানায় কেবল হিফাষ্টিয়ানকে সঙ্গে লইয়া আকিলেশের সমাধিস্থান দেখিতে আসিলেন । এই সমাধিস্থান দেখিয়া তিনি বীরমঙ্গে উত্তেজিত হইয়া উঠিলেন। পূৰ্ব্বপুরুষের বীরকাহিনী স্মরণ করিতে করিতে সেই স্থান পরিত্যাগ করিলেন এযং সৈন্যদের সঙ্গে মিলিত হইয়। বিলম্ব না করিয়া পারস্তজয়ে ধাবিত হইলেন । নানাস্থান অতিক্রম శాfLপুৰুলে গ্রানিকস নদীর তীরে পৌঁছিলেন। এই নদীর পূর্বকুলে পারস্তরাজের সৈন্ত সামস্ত অপেক্ষা করিতেছিল। আলেক্সান্দার আর সময়ের প্রতীক্ষা না করিয়া পারস্তসেনাদিগকে আক্রমণ করিলেন । মাকিডনীয় বীরগণের যুদ্ধ কৌশলে পারস্তদলবল ছত্রভঙ্গ হইল। আলেক্সান্দার নিজ অস্ত্রে পারস্তরাজ দরায়ুগের জামাতাকে ধরাশায়ী করিলেন । এই সময় রোডস দ্বীপের শাসনকৰ্ত্ত মেমন নামক একজন গ্রীকু পায়স্তরাজের হইয়। মাকিডনের সহিত প্রবল যুদ্ধ করেন। আলেক্সানার ভাহাকে পরাস্ত করিলেন । অসংখ্য গ্ৰীক ও পারস্তসেন বিনষ্ট হইল । প্রায় চুই হাজার লোক আলেক্সান্দারের বন্দীত্ব স্বীকার করিল। অনস্তর আসিয়-মাইনর, লাইসিয়া, আইওনিয়া, করিয়া, প্যাদ্ধাইলিয়। এবং কাপাডোসিয়া নামক জনপদ জয় করিলেন। কিড়ন। नर्नेौडौटग्न अॉनिम्नां डिनि #ीफ़िङ ङ्हे८णन ।। ७ई अवहांब्र তাহার বন্ধু পার্মেনিও উহাকে পত্র লিখিলেন, “সাবধান! যেন চিকিৎসকের বিষাক্ত ঔষধ সেবনে আপনার মৃত্যু না হয় ।” আলেক্গানায় বন্ধুর পত্র পাইবামাত্র তাছার চিকিৎসক ফিলিপকে ডাকাইয়া জামাইলেন এবং তাহাকে ঔষধপাত্র .সেৰন করিতে ঘদিলেন। সেবনে ফিলিপের মৃত্যু इहेछ । সকলে বুৰিতে পালি, ফিলিপূ দয়াসের কাছে উৎকোচ গইয়া জালেক্সারের সর্বনাশ করিতে উদ্যত হইয়াছিল । [ ఫిసిసి জালেকুগান্ণর জীলেক্সাঙ্গার আরোগ্য লাভ করিয়াস্বাক্স পায়স্কয়াজের সহিত যুদ্ধ করিতে অগ্রসর হইলেন । সাইলিলির মামক স্থানে পারস্তয়াজ প্রায় পাঁচ লক্ষ সৈন্ত সঙ্কে লইয়া আলেক্‌সামারের সন্মুখীন হইলেন। পৰ্ব্বতে ও জলে ঘোরতর যুদ্ধ হইল (৩৩৩ খৃষ্ট পূৰ্ব্বাদে ) । জরায়ুস পৃষ্ঠপ্রদর্শন । করিলেন । র্তাহীর পরিবায়বর্গ ও ধনরত্নাদি বিজেতার হস্তে পতিত হইল। বিজয়ী মাকিডনপতি দরায়ুসের পরিবারবর্গকে যথেষ্ট সম্মান দেখাইলেন । দরায়ুস ইফ্রেতিস তীরে পলাইয়। আলিয়া গুইবার সন্ধির প্রস্তাব করিয়া পাঠাইলেন। কিন্তু আলেক্সাঙ্গায় তাহার প্রস্তাবে সন্মত হইলেন না। তিনি বলিয়া পাঠাইলেন, যদি দরায়ুস তাছাকে সমগ্র অসিয়ার অধিপতি বলিয়। স্বীকার করেন, তাহ হইলে তিনি তাহার প্রস্তাব রক্ষা করিতে পারেন । তৎপরে আলেক্সান্দার সিরীয় ও ফিনিসিয়া অভিমুখে যাত্রা করিলেন। পথে দামাস্কাস ও সেই স্থানের রাজকোষস্থ রত্নরাশি আলেক্সানায়ের হস্তগত হইল । তিনি টায়রে অসিয়া পৌছিলেন, তথাকার লোকের র্তাহার বিপক্ষে অস্ত্ৰধারণ করিলেন । সাত মাস অবরোধের পর তিনি টায়র নগর ধ্বংস করেন (খৃঃ পূঃ ৩৩২ )। তথা श्रङ उिनि भTांटलटेॉईन् श्रउिभूटश शांज कब्रिटणन । छूयशश् नाशरबत्र जैौत्रदउँौं शाननमूह ठाशत्र अश्रुित्रड्रस रुईण । পর বর্ষে তিনি মিসরে উপস্থিত হইলেন । তথাকার লোকের বহদিন পারস্তেয় অধিকারে থাকিয় এককালে নিরুৎসাহ হইয়া পড়িয়াছিল। এখন মহাবীর আলেক্‌সাঙ্গারকে পাইয়া সকলে উদ্ধারকারী ভাবির তাহার অধীনতা স্বীকার করিল। এখানে তিনি আলেকসান্ত্রিয়া নামক নগর স্থাপন করিলেন । মিসরের লোকের পারস্তরাজের অধিকারে আপনাদের প্রচলিত প্রাচীন প্রথা অনুযায়ী ধৰ্ম্ম কৰ্ম্ম করিতে পারিভ ন –এখন আলেক্সান্দার তাঁহাদের পূর্ব প্রথার অনুমোদন করিলেন। তিনি মিসরের আমনদেবের মন্দিরে জাসিয়া তথাকায় পুরোহিতদিগকে বিশেষ ভক্তি দেখাইলেন। তাহার আলেকুলাঙ্গারকে দেবপুত্র বলিয়া গ্রহণ করিলেন। সেইখানে দৈববাণী হইল আলেক্সানার পৃথিবীর রাজা হইবেন । cनयाएझण सजिब्रो महोर्यौग्न निकनग्न अङ्गs s९नोहिज्र श्रणन । उथ इहैटङ डिमि श्रांजित्रैौब्रांङ्ग जानिय्णन । এদিকে পারস্তরাজ দন্নায়ুস পাঁচ লক্ষ লৈষ্ঠ সংগ্রহ করিয়া জায়বেলার রণক্ষেত্রে উপস্থিত হইলেন। যাহার