পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাফিক এখন আফণপন্থীরা প্রথমে রাম মন্ত্রে দীক্ষিত হন । গার্দীর মোহাত্ত এবং আফাপন্থীর উদাসীনের গৃহস্থদের গুরু । তাহারাষ্ট শিষ্যদিগকে মন্ত্ৰ দিয়া থাকেন । আফাপন্থীদের মধ্যে গুহী এবং উদাসীন এই ফুই প্রকায় লোকই আছেন। উদাসীমের গেরুয়া বস্ত্রের কোর্তা, কেীপীন এবং টুপী পরিয়া থাকেন। কাহার কাতার গলায় তুলসীর হীরা এবং নাক হইতে কপালের উপর পর্য্যস্ত উদ্ধ পুণ্ডও আছে। কেশ রাখিবার নিয়মও এক প্রকার নয়; কাকার মাথা মুণ্ডিত, কাহার আবার গালভরা দাড়ী গোপ দেখা যায়। মোহান্তদের গলায় পশমের এক প্রকার মালা থাকে, তাহার নাম সেলী । ষ্টছাদের উপাধি দাস বা সাহেব। পরস্পর দেখা হইলে, “বন্দিগি সাহেব?—এই কথা বলিয়া অভিবাদন করিতে হয় । শুনিতে পাওয়া যায়, পূর্বে ইছাদের নাকি কোন রূপ সাম্প্রদায়িক চিহ্ন छृिष्ण नरः । উদাসীনের রামমন্ত্র জপ করিয়া মনকে দৃঢ় করিতে পারিলে তাহারা গায়ন্ত্রী সাধন করেন । আপনার শুক্র পান করাকে গায়ত্রী-ক্রিরা কহে । সাধক হাতে আপনায় শুক্র লইয়া মন্ত্র পাঠ পূৰ্ব্বক প্রথমে তারা কপালে উৰ্দ্ধপুণ্ড করেন, তাহার পর চক্ষে অঞ্জনের মত কিঞ্চিৎ শুক্র লেপন করিয়া অবশিষ্ট পান করেন । ইহার বিশেষ বিবরণ সৎনামী শব্যে দেখ । আফিঙ । আফিঙ্গ । [ অহিফেন শব্দ দেখ ] । আফিস ( ইংরাজি অফিস office শব্যের অপভ্রংশ ) । যে খানে লোক হিসাবপত্র সম্বন্ধীয় নানা প্রকার কার্য্য নিৰ্ব্বাহ করে। দপ্তরখানা । আফুক (কী) আ ঈষৎ ফুৎকার ইব ফেনোছত্র পৃ• তক রস্ত লোপঃ । আফিঙ । আফ্রিক। পৃথিবীর চারিট মহাদ্বীপের মধ্যে একটা মহাদ্বীপ। ইহার উত্তরে ভূমধ্য সাগর; পশ্চিমে আটলান্টিক মহাসাগর ; দক্ষিণে দক্ষিণ মহাসাগর ; পুৰ্ব্বদিকে ভারত সমুদ্র, লোহিত সাগর এবং স্বয়েজ যোজক। উত্তর निरु झहेरठ मक्रि• नेिक °रौTरु हेझ c२०० भाझेट मैौर्ष ? এবং পূর্বদিক হইতে পশ্চিম দিক পৰ্য্যন্ত প্রায় ৪৬৫০ মাইল প্রশস্ত। ইহার ভূমি পরিমাণ প্রায় ১১,৫০০,••• ৰৰ্গ মাইল । ইউরোপের চেয়ে ইহা প্রায় তিনগুণ বড় । এখানকার লোক সংখ্যা প্রায় ১৮৮, • ০০,০০০ জন । এই মহাদ্বীপ ৩৭° ২০' হইতে ৩৪° ৫৭' উত্তর অক্ষাংশ [ ৮২ ] আফ্রিকা - - - পৰ্য্যস্ত, এবং ১৭° ৩২ হইতে ৫১* ২২ পূৰ্ব্ব গ্রাঘিমার মধ্যে অবস্থিত । - এই কয়েকট এখানকার প্রধান দ্বীপ—মেদিরা দ্বীপপুঞ্জ ; কেনারী দ্বীপপুঞ্জ ; কেপ ভাদ দ্বীপপুঞ্জ ; ফার্নান পো ; প্রিন্সেস দ্বীপ ; সেন্ট তমাস ; আসেস্বদন ; সেণ্ট হেলেন ; মাদেগাস্কার ; কোমরে দ্বীপপুঞ্জ ; রুনিরন, ইহার পূৰ্ব্ব নাম বোৰ্ব্বোন ; মরিশস্ ; সেচিলিস ; সোকোত্র । - উপসাগর—সাইদ্রা ; কেবল, তিউনিস; গিনি, ইহার মধ্যে বাইট অব বেনিন এবং বায়েফা আছে ; সালদানহা ; টেবল ; ফলস ; আলগোর ; দেলেগোয়। ; সোফালা ; লোহিত সমুদ্র । প্রণালী—জিব্রালতার; বাবেলমান্দেব; মোজাম্বিক। যোজক-সুয়েজ । অন্তরীপ—বোন, স্পার্তেল, কান্টিন, বোজেদোর, ব্রাঙ্কো, ভাদ, পামাস, ফোৰ্ম্মোস, লোপেজ, নেগ্রো, উত্তমাশা, আগুলহাস, কোরিয়েন্টিস, দেলগেদে, গোয়।দাফুই । পৰ্ব্বত—আটলাস, কোঙ্গ, কামারুন, মোসাম্বা,নিউভেল ড ; লুপাত, কিলিমান্দজারে, কেনিয়া, আবিসিনিরা, তেনিরিফ শেখর। নদ নদী—নীলনদ ; নাইজার, ইহার অপর নাম কোরা ; সেনিগাল ; গাম্বিয়া; রায়ে গ্রান্দি; জাগোবে; জেরার, ইহার অপর নাম কঙ্গো ; কাসাযি ; কোয়াঞ্জা ; অরেঞ্জ, ইহার অপর নাম গারিপ ; জাম্বেজি । - হ্রদ—চাদ, দেস্থির, ভিক্টোরিয়া-নিয়াঞ্জা, আলবাট-নিয়াঞ্জ ; তঙ্গ নায়িকা, ইহার অপর নাম ইউনিয়ামেসি বা উজিজি ; নিয়াস, শির্বা ; জামি, দিলোলে, মারাবি, ইহার অপর নাম কিলব ; বঙ্গোবিলা । আফ্রিকা অতিশয় উষ্ণপ্রধান স্থান । এখানে গ্রীষ্ম এবং বর্ষ ভিন্ন অন্ত ঋতু নাই। গ্রীষ্মকালে সুৰ্য্যের উত্তাপে প্রাণ ওষ্ঠাগত হয়। সে সময়ে দক্ষিণ পুৰ্ব্ব কোণ হইতে সৰ্ব্বদাই ঝটিকা বহে এবং সাহারার মরু ভূমি হইতে লু চলিতে থাকে। আফ্রিকার অন্তর্গত প্রদেশ ও নগরের নাম— বাৰ্ব্বরি। প্রদেশ - নগর মরোঙ্কে। মোরোক্কো, মোগেদোয় ।