পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আফ্রিকা প্রায় ৪০০০ ফিট উচ্চ হইয়া উঠিয়াছে। পশ্চিম দিকের cछ८ग्न भूर्ख निक अष्मकछै। छेक्र, हेशङ्ग नाम शाहेदिब्राब्र মরুভূমি। শাহারার মরুভূমি পাথর, কাকর এবং বালিতে পরিপূর্ণ। এখানে একটও নদী নাই ; পর্জন্তদেবও বহুকাল পরে এক একবার সামান্ত রূপ জল ঢালিয়া *ाशब्राब्र ७क भाüौ नैठण क८ब्रन । भग्नन्छूभि इहे८ऊ বালুক রাশি উড়িয়া স্বৰ্য্যমণ্ডল ঢাকিয় ফেলে। সে সময়ে পথিকেরা তথার উপস্থিত থাকিলে তাহাদের প্রাণ বাচাইবার আর কোন উপায় থাকে না। মরুভূমির উপরে কেবল নানা প্রকার কাট৷ গাছ ও বাবলা বুক্ষ জন্মে। এখানে মানুষের বাস নাই। প্রাণীর মধ্যে উষ্ট্রক পক্ষী এবং হরিণ বালির উপরে চরিয়া বেড়ায় ; ধারে ধারে সিংহ, ব্যাক্স এবং অনেক প্রকার সপও দেখিতে •ा७च्न। योम्न । কিন্তু শাহারার সকল ঠাই কেবল বালিতে পরিপূর্ণ নয়। ইহার মধ্যে মধ্যে বেশ উর্বর ভূমি আছে, ইংরাজিতে তাহাকে ওয়াসিস কহে। পশ্চিম দিকে উর্বর! ভূমি অল্প, মধ্য স্থলে এবং পূর্ব ধারেই কিছু অধিক । ঐ সকল উৰ্ব্বর ভূমির মধ্যে খাদমিস, ফেজান,তোয়াত, আগাদিস এবং অগাবিলিই বিশেষ প্রসিদ্ধ। এই সকল স্থানে জলোৎস আছে এবং নানা প্রকার ফসল ও বৃক্ষাদি জন্মে, সে কারণ তথায় মনুষ্যজাতি মুখে স্বচ্ছন্দে বাস করিতে পারে। পথিকেরাও পণ্যদ্রব্য লইয়। যাইবার সময়ে সেই সকল স্থানে আডড করিয়া বিশ্রাম করে। শাহারার পশ্চিমদিকে মুর জাতির বাস ; মধ্যস্থলে তেীরিকদের ; এবং পূর্বদিকে তিৰু জাতির ঘর। ইহার উত্তরদিকে বাৰ্ব্বারজাতি এবং দক্ষিণে হাফশিই অধিক। ইজিপ্ত বা মিশর-ইহার উত্তরে ভূমধ্যসাগর ; দক্ষিণে নিউবিয়া ; পুৰ্ব্বদিকে মুয়েজখাল এবং লোহিত সমুদ্র ; পশ্চিমে বৃহৎ মরুভূমি। উত্তরদিক হইতে দক্ষিণ দিক পৰ্য্যস্ত ইহা ৫০০ মাইল দীর্ঘ ; নীলনদের মুখের দিকে ইহা প্রায় ১৫০ মাইল প্রশস্ত। এখানকার ভূমির পরিমাণ প্রায় ১৭৫,৮১২ বর্গ মাইল, লোকসংখ্যা Ф, е о e, oe e l কেইরো, আলেকজাজিয়া, রোসেত, দামাইয়েত, স্বরেজ, সাইওত, গিৰ্গে, আসাউয়েন, কোসেইর, এই গুলি মিশরের প্রধান নগর । কেইয়ে নগরের অপর নাম ইল-কাহিরা । ইহা নীলমদের দক্ষিণধারে অবস্থিত। এখান হইতে ১১৫ [vg ] আফ্রিকা 3:solo মাইল দূরে ভূমধ্যসাগর । ৯৭৩ খৃঃ অব্দে আরবের। এই নগর নির্মাণ করাইয়াছিলেন। কেইরোর চারিদিক প্রাচীরে বেষ্টিত । ২•• ফিট উচ্চ পৰ্ব্বতের উপরে একটা কেল্লা আছে। ১১৭৬ সালে সালাদিন ঐ তুর্গ মিৰ্ম্মাণ করিয়াছিলেন । এখানকার পথ অপ্রশস্ত এবং শৃঙ্খলাবদ্ধ নহে। কিন্তু স্থানে স্থানে বিচিত্রবর্ণ পাথরের অনেক গুলি মসিদ আছে, তাহাতেই এ নগর কতকটা সুশ্রী বলিয়া বোধ হয় । ১২৫০ সাল হইতে ১৫০৭ সাল পর্য্যস্ত ইহা মামিলু্যকদের রাজধানী ছিল। তাহার পর তুরস্কের। এই নগর অধিকার করিয়া লন। বোলক, দেল তার উপরে আছে। ইহাই কেইরো নগরের বন্দর । নীল নদের উপরে এই নগরগুলি আছে—সাইঔত; ইছা উপর মিশরেয় রাজধানী ; কেইরে হইতে প্রায় ১০৫ ক্রোশ দুরে অবস্থিত । গেস্নেহ কেইরে হইতে ১৫• ক্রোশ দূর । এক্সে ১৮• ক্রোশ দুর ; আসোয়ান ২২• ক্রোশ দুর ; ইহার নিকটে এক প্রকার রক্তবর্ণ পাথর পাওয়া যায়। লোহিত সমুদ্রের উপরে সুয়েজ বন্দর । এখান দিয়া ভারতবর্ষে জাহাজ যাতায়াত করে। এই বন্দর কেইরে হইতে ৩৮ ক্রোশ দূর । ভূমধ্যসাগর এবং মারিওতিস হ্রদের মধ্যে আলেকজান্দ্রিয়া নগর । খৃষ্ট জন্মের ৩৩২ বৎসর পুৰ্ব্ব সেকেনার শ। অর্থাৎ আলেকজান্দার দি গ্রেট ইহা নিৰ্ম্মাণ করাইয়াছিলেন, তজ্জন্ত এই নগরের নাম আলেকজান্দ্রিয়। হইয়াছে। তুরস্ক এবং আরবের। ইহাকে সেকেন্দারিয়ে কহেন । [ আলেকজাতিয়ে শক দেখ ] । মিশরের ভিতরে নীলনদ প্রবাহিত হইতেছে । এখানে কখন বৃষ্টি হয় না । বর্ষাকালে নীলনদে বস্তা আসে, কাজেই সে সময়ে দুই ধারের ভূমিতে জল উঠে ও পলি পড়ে, সে কারণ এখানকার মৃত্তিক বিলক্ষণ উৰ্ব্বর। । ভারতবর্ষের মভ মিশরেও অতি সামান্ত প্রণালীতে চাস করা হয়। গম, যব, ধান, ভুট্টা, কাজু, শিম, কাপাস, নীল, তামাকু, চিনি, আফিম, লিস্ট প্রভৃতি দ্রব্য এখানে যথেষ্ট পরিমাণে জন্মিয় থাকে। পদ্ম, কাগজ-গাছ, দ্রাক্ষা, বাদাম, কমলানেমু, খেজুর প্রভৃতি অনেক ফুল ফল ও বৃক্ষাদি এখানে উৎপন্ন হয় । মিশরের লোকের অতি প্রাচীন কালেই বিলক্ষণ সভ্য হুইয়াছিলেন । বাইবলের মতে ইহাই ফেরে। রাজাদের রাজ্য। ইঞ্জেলাইতরা এইখানে আবদ্ধ খাকিয়। দাসত্ব করেন। এখানকার স্তম্ভ ভুবনবিখ্যাত । [ মিশ